মে মাসের পরিচর্যা সভাগুলি
মে ৬ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৫৩ (৪৪)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। “গ্রীষ্মের জন্য আপনার পরিকল্পনাগুলি কী?” বিষয়টি পুনরালোচনা করুন।
১৫ মি: “পূর্ণ-হৃদয় হোন!” প্রশ্নোত্তর। যদি সময় থাকে, “পরিবারগতভাবে আলোচনার বিষয়গুলি” অক্টোবর ১৫, ১৯৮১, প্রহরীদুর্গ (ইংরাজি) পৃষ্ঠা ২৫ বিবেচনা করুন।
২০ মি: “আপনার প্রতিবাসীর কাছে সত্য বলুন।” প্রশ্নোত্তর। প্রস্তাবিত উপস্থাপনাগুলি পুনরালোচনা করুন। শুরু করার জন্য সংক্ষিপ্ত উপস্থাপনা ব্যবহার করে পত্রিকা বিতরণে অংশ নিতে নতুনদের উৎসাহিত করুন। গ্রাহকভুক্তি অর্পণের দুটি নমুনা প্রদর্শন করুন। যদি গ্রাহকভুক্তি প্রত্যাখ্যাত হয় তবে বিভিন্ন পত্রিকার একটি অথবা কয়েকটি কপি অর্পণ করার প্রয়োজনীয়তার উপর জোর দিন।
গান ১৪৮ (৮১) এবং সমাপ্তির প্রার্থনা।
মে ১৩ থেকে যে সপ্তাহ শুরু
গান ৬৩ (৩২)
৭ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট।
১৮ মি: “আমাদের কখনও এত আধ্যাত্মিক প্রাচুর্য ছিল না!” প্রশ্নোত্তর। দুই অথবা তিনজন প্রকাশক যার অন্তর্ভুক্ত একজন কিশোর-কিশোরী তাদের কিছু আশীর্বাদের বিষয়ে উল্লেখ করুন। কিভাবে বর্ধিত উপলব্ধি আমাদের পবিত্র সেবায় উদ্যোগপূর্ণ কাজে পরিচালিত করে তা দেখিয়ে উপসংহার করুন।
২০ মি: “সর্বজনের কাছে সর্ববিধ হওয়া।” ১-৯ অনুচ্ছেদের উপর প্রশ্নোত্তর আলোচনা। অনুচ্ছেদ ৫ এবং ৬ পড়ুন। আমরা কী বলি সে বিষয়ে সতর্ক হওয়ার প্রয়োজন সম্বন্ধে জোর দিন—যা কৌশলী হওয়া কিন্তু আপোশ করাকে বোঝায় না। এছাড়াও, ধর্মমতগুলির বিষয়ে কিছু জ্ঞান থাকা উপকারজনক যার সম্মুখীন আমরা ক্ষেত্রে হই, যিহোবার নামকে উন্নত করা ও রাজ্যের সুসমাচার প্রচার করার আমাদের যে লক্ষ্য তার প্রতি দৃষ্টি হারিয়ে ফেলা আমাদের উচিত নয়। এই প্রকার উপলব্ধিবোধ আমাদের মনুষ্য দর্শন যা প্রায়ই নিষ্ফল প্রমাণিত হয় তার উপর দীর্ঘ তর্কে প্রবেশ করা থেকে প্রতিহত করা উচিত।
গান ১৯৩ (১০৩) এবং সমাপ্তির প্রার্থনা।
মে ২০ থেকে যে সপ্তাহ শুরু
গান ১২৬ (৫৮)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। সকলকে পত্রিকা বিতরণে অংশ গ্রহণের জন্য উৎসাহিত করুন।
১৫ মি: “ক্রমাগত সত্য বলতে থাকুন।” অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে বিশেষ অভিযানের সময় যেখানেই গ্রাহকভুক্তি বা পত্রিকা অর্পণ করা হয়ে থাকুক, পুনর্সাক্ষাৎ করার প্রয়োজনীয়তার উপর জোর দিন। যদি প্রথম সাক্ষাতে কেবলমাত্র পত্রিকা গৃহীত হয়ে থাকে পুনর্সাক্ষাতে গ্রাহকভুক্তি অর্পণ করা যেতে পারে অথবা একটি পত্রিকা রুট শুরু করা যেতে পারে। দুটি সংক্ষিপ্ত নমুনা প্রদর্শন করুন।
২০ মি: “সর্বজনের কাছে সর্ববিধ হওয়া।” অনুচ্ছেদ ১০ থেকে শেষ পর্যন্ত শ্রোতাদের সাথে আলোচনা। চার প্রকার কথোপকথন বাধাদানকারীর প্রত্যেকটিকে মোকাবিলা করার মত উত্তর দেওয়ার কিছু পদ্ধতির বিষয়ে সংক্ষিপ্ত নমুনা প্রদর্শন করুন। প্রকাশকদের উৎসাহিত করুন যখন তারা পরিচর্যায় অংশ গ্রহণ করে এই ইনসার্টের চারটি পৃষ্ঠা তাদের সাথে রাখতে, তারা হয়ত যুক্তি (ইংরাজি) বইয়ের ব্যক্তিগত কপিটির মধ্যেও এটি রাখতে পারেন।
গান ২৮ (৫) এবং সমাপ্তির প্রার্থনা।
মে ২৭ থেকে যে সপ্তাহ শুরু
গান ১২১ (২০)
৫ মি: স্থানীয় ঘোঘণাবলী।
১৫ মি: জুন মাসে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি অর্পণ করুন। পরিচর্যা অধ্যক্ষ প্রথমে আলোচনা করবেন জ্ঞান বইটি কেন প্রকাশ করা হয়েছিল। এরপর তিনি এর কিছু প্রধান বিষয় দুই অথবা তিনজন উপযুক্ত প্রকাশকের সাথে পুনরালোচনা করবেন। বইটি, আমাদের ভবিষ্যৎ, মানবজাতির কষ্টভোগ, ঈশ্বরের রাজ্য, ধার্মিক আচরণ, পারিবারিক জীবন এবং প্রার্থনার উপকারিতা সম্পর্কীয় প্রশ্নগুলির উত্তর দেয়। দলের ভিন্ন দুজন ব্যক্তি এমন উপস্থাপনার নমুনা প্রদর্শন করবেন যা প্রাথমিক সাক্ষাতে অথবা পুনর্সাক্ষাতে একটি বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য ব্যবহৃত হতে পারে। এরপর পরিচর্যা অধ্যক্ষ নিম্নোক্ত বিষয়গুলি আলোচনা করবেন। সংক্ষিপ্ত সময়ে আরও ফলপ্রসূ বাইবেল অধ্যয়ন করার প্রয়োজনীয়তা রয়েছে। এই বইটি বিশেষভাবে ওই উদ্দেশ্যের জন্য প্রস্তুত করা হয়েছে। এটি সত্যকে গঠনমূলক, সংক্ষিপ্তাকারে উপস্থিত করে। প্রত্যেক অনুচ্ছেদের পরে ও সেই সাথে প্রত্যেক অধ্যায়ের শেষে প্রশ্নগুলি প্রধান বিষয়গুলির উপর আলোকপাত করতে আমাদের সাহায্য করে। বইটি নতুন উৎসর্গীকৃত ব্যক্তি যারা বাপ্তিস্ম গ্রহণ করতে ইচ্ছুক তাদের জিজ্ঞাস্য প্রশ্নগুলির উত্তরকে অন্তর্ভুক্ত করে। জুন মাসে অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে কাজ করতে সকলকে উৎসাহ দিন।
১০ মি: প্রশ্ন বাক্স। পড়ুন ও শ্রোতাদের সাথে আলোচনা করুন।
১৫ মি: “আপনি কি অত্যন্ত ব্যস্ত?” প্রশ্নোত্তর। যদি সময় অনুমোদন করে, তাহলে জুন ৮, ১৯৯০, সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার পৃষ্ঠা ১৪-১৬ থেকে মন্তব্যগুলি অন্তর্ভুক্ত করুন। এক ব্যস্ত ঐশিক তালিকার সাথে সফলভাবে মোকাবিলা করতে তারা কী করেছে তা এক অথবা দুজন প্রকাশককে সংক্ষেপে বর্ণনা করতে বলুন।
গান ১৫৫ (৩৬) এবং সমাপ্তির প্রার্থনা।