রাজ্য প্রচার করুন
১ ইব্রীয় ১০:২৩ পদে আমাদের উপদেশ দেওয়া হয়েছে “আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া” ধরতে। আর আমাদের আশা ঈশ্বরের রাজ্যের উপর কেন্দ্রীভূত। যীশু নির্দিষ্টভাবে আদেশ দিয়েছিলেন যে সর্বজাতির কাছে রাজ্যের সুসমাচার অবশ্যই প্রচার করতে হবে। (মার্ক ১৩:১০) আমাদের পরিচর্যায় রত থাকার সময়ে আমাদের এটি মনে রাখা প্রয়োজন।
২ যখন আমরা লোকেদের সান্নিধ্যে আসি, তখন আমরা এমন কিছু বিষয় সম্বন্ধে কথোপকথন শুরু করার চেষ্টা করি যা তাদের আগ্রহ জাগায় অথবা চিন্তা করায়। সাধারণতঃ আমরা সেই বিষয়গুলি উল্লেখ করি যেগুলি সম্বন্ধে তারা ভালভাবে অবগত আছে, যেমন প্রতিবাসী এলাকায় অপরাধ, যুবসম্প্রদায়ের মধ্যে সমস্যা, জীবিকা অর্জন সম্বন্ধীয় উদ্বিগ্নতা অথবা জগতের বিষয়গুলির ক্ষেত্রে সংকট। যেহেতু ‘জীবিকার চিন্তার’ এই বিষয়গুলির উপর বেশির ভাগ লোকের মন কেন্দ্রীভূত, তাই যখন আমরা দেখাই যে আমরা চিন্তিত এবং বুঝি, তখন লোকেরা প্রায়ই তাদের মনে যা রয়েছে তা প্রকাশ করে। (লূক ২১:৩৪) এটি হয়ত আমাদের জন্য আমাদের আশাকে বন্টন করতে পথ খুলে দিতে পারে।
৩ কিন্তু, যদি আমরা সতর্ক না হই, তাহলে আলোচনা নেতিবাচক বিষয়গুলির উপর নিবদ্ধ হতে পারে যার ফলে হয়ত আমরা আমাদের সাক্ষাতের উদ্দেশ্য সম্পাদন করতে ব্যর্থ হব—যেটি হল রাজ্যের বার্তা প্রচার করা। যদিও আমরা মন্দ পরিস্থিতির প্রতি মনোযোগ আকর্ষণ করাব, যা খুব বেশি দুর্দশা আনে, আমাদের লক্ষ্য হল রাজ্যের প্রতি মনোযোগকে পরিচালিত করা যেটি চুড়ান্তভাবেই মানবজাতির সমস্ত সমস্যা সমাধান করবে। আমাদের সত্যই অপূর্ব এক আশা আছে যে সম্বন্ধে লোকেদের প্রচণ্ডভাবে শোনা প্রয়োজন। তাই যখন আমরা হয়ত “বিষম সময় যার মোকাবিলা করা কঠিন” তার কিছু দিক প্রাথমিকভাবে আলোচনা করি, তখন আমাদের উচিত তৎক্ষণাৎ আমাদের মুখ্য বার্তা “অনন্তকালীন সুসমাচার” এর উপর আলোকপাত করা। এইভাবে আমরা পূর্ণভাবে আমাদের পরিচর্যা সম্পন্ন করব।—২ তীম. ৩:১, NW; ৪:৫; প্রকা. ১৪:৬.