আমরা আমাদের রাজ্যের আশা অন্যদের জানাই
১ এই সংকটপূর্ণ শেষকালে, পৃথিবীর অনেক লোকেরই কোনো আশা নেই। (ইফি. ২:১২) অন্যেরা মূর্খের মতো বস্তুগত ধনসম্পদ, মানব শাসক, আধুনিক বিজ্ঞান এবং এইরকম আরও অন্যান্য বিষয়ের ওপর তাদের আস্থা রেখেছে। ভবিষ্যৎ সম্বন্ধে এক প্রকৃত আশা থাকায় আমরা কতই না খুশি, এমন এক আশা যা “প্রাণের লঙ্গরস্বরূপ, অটল ও দৃঢ়”!—ইব্রীয় ৬:১৯.
২ ঈশ্বরের রাজ্যের শাসনাধীনে, পৃথিবী পরমদেশে পরিণত হবে। মৃত প্রিয়জনেরা পুনরুত্থিত হবে। (প্রেরিত ২৪:১৫) দরিদ্রতা, অবিচার, অসুস্থতা, বার্ধক্য ও মৃত্যু আর থাকবে না। (গীত. ৯:১৮; মথি ১২:২০, ২১; প্রকা. ২১:৩, ৪) যিহোবার প্রতিজ্ঞাগুলোর মধ্যে এগুলো হচ্ছে কয়েকটা, যেগুলো শীঘ্রই পরিপূর্ণ হবে। আমাদের আশার কোন দিকটার জন্য আপনি সানন্দে প্রতীক্ষা করে আছেন?
৩ সুসমাচার ঘোষণা করুন: আমরা রাজ্যের আশাকে শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখব না। ঈশ্বর ও প্রতিবেশীর প্রতি ভালবাসা আমাদেরকে যিশুকে অনুকরণ করতে এবং “দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য . . . বন্দিগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুর্দ্দান প্রচার করিবার জন্য, উপদ্রুতদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য” পরিচালিত করে। (লূক ৪:১৮) প্রেরিত পৌল বাজারে এবং যেখানেই লোকেদের পাওয়া যেত, সেখানেই সুসমাচার প্রচার করতেন। তিনি পরিচর্যায় নিবিষ্ট ছিলেন। (প্রেরিত ১৮:৫) পরিচর্যায় উদ্যোগের সঙ্গে অংশগ্রহণ করার ব্যাপারে তার উদাহরণ অনুকরণ করা, ‘সংসারের চিন্তা, ধনের মায়ার’ দ্বারা আমাদের খ্রিস্টীয় আশাকে অস্পষ্ট হয়ে যাওয়া থেকে রোধ করবে।—মার্ক ৪:১৯.
৪ আমাদের রাজ্যের আশা ম্লান হয়ে যায় না, যখন আমরা এমন লোকেদের সঙ্গে সাক্ষাৎ করি, যারা উদাসীন, যারা রাজ্যের সংবাদকে তুচ্ছ করে অথবা যারা প্রকাশ্যে আমাদের বিরোধিতা করে। আমরা “আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি।” (ইব্রীয় ১০:২৩) আমরা “সুসমাচার সম্বন্ধে লজ্জিত” নই। (রোমীয় ১:১৬) এইরকম হতে পারে যে, আমাদের সুস্পষ্ট দৃঢ়প্রত্যয় ও অধ্যবসায় শেষপর্যন্ত কাউকে না কাউকে শোনার জন্য পরিচালিত করবে।
৫ যদিও আমরা জগতের অধঃপতিত অবস্থা, যা বাইবেলের ভবিষ্যদ্বাণীকে পরিপূর্ণ করে, উপযুক্তভাবে সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করাই কিন্তু তাই বলে আমরা ধ্বংসের প্রচারক নই। এর পরিবর্তে, আমাদের পরিচর্যা আমাদের রাজ্যের আশার—ঈশ্বরের রাজ্যের সুসমাচারের—ওপর কেন্দ্রীভূত। আমরা যেন এই সুসমাচার দৃঢ়প্রত্যয় ও উদ্যোগের সঙ্গে প্রচার করি, “যাহাতে শেষ পর্য্যন্ত প্রত্যাশার পূর্ণতা থাকিবে।”—ইব্রীয় ৬:১১.