জ্ঞানবানের ন্যায় চলুন
১ যিশু যখন চারজন জেলেকে তাঁর অনুসারী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন তারা সিদ্ধান্ত নিতে দেরি না করে বরং “তখনই তাঁহারা . . . তাঁহার পশ্চাদ্গামী হইলেন।” (মথি ৪:১৮-২২) তার্ষ নগরের শৌল যখন ধর্মান্তরিত হয়েছিলেন এবং এরপর পুনরায় তার দৃষ্টি লাভ করেছিলেন, তখন তিনিও দেরি না করে বরং “অমনি সমাজ-গৃহে সমাজ-গৃহে যীশুকে . . . প্রচার করিতে লাগিলেন।” (প্রেরিত ৯:২০) সময় সবসময় এগিয়ে যায়; একবার সময় চলে গেলে, তা আর ফিরে পাওয়া যায় না। এইজন্য আমরা আমাদের সুযোগ বা সময়কে যেভাবে কাজে লাগাই, সেই ব্যাপারে ‘জ্ঞানবানের ন্যায় চলা’ গুরুত্বপূর্ণ।—ইফি. ৫:১৫ ১৬.
২ দৈব: যিহোবাকে সেবা করার যে-সুযোগগুলো আজকে আমাদের রয়েছে, আগামীকাল হয়তো তা না-ও থাকতে পারে। (যাকোব ৪:১৪) কেউই “দৈব” থেকে রেহাই পায় না। (উপ. ৯:১১) এ ছাড়া, আমাদের সকলেরই বয়স বাড়ছে এবং বর্তমান বিধিব্যবস্থায় আমরা সেই ‘দুঃসময়কে’ এড়াতে পারি না, যা আমরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভোগ করি আর তা আমাদেরকে যিহোবার সেবায় আমরা যতটা করতে সক্ষম, তা করার ক্ষেত্রে সীমাবদ্ধ করে দেয়। (উপ. ১২:১) তাই, ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করার ব্যাপারে দেরি করা অথবা আমাদের পরিচর্যাকে বর্তমানে যতটা সম্ভব ততটা বাড়ানোর আগে আদর্শ পরিস্থিতির জন্য অপেক্ষা করে থাকা বিজ্ঞতার কাজ হবে না। (লূক ৯:৫৯-৬২) অব্রাহাম তার বৃদ্ধাবস্থায় শান্তি লাভ করেছিলেন, “বৃদ্ধ ও পূর্ণায়ূ হইয়া” মারা গিয়েছিলেন কারণ তিনি তার জীবনকে যিহোবার কাছে পুরোপুরি উৎসর্গ করে জ্ঞানবানের ন্যায় কাজে লাগিয়েছিলেন।—আদি. ২৫:৮.
৩ সময় সংক্ষিপ্ত: এ ছাড়া, আমরা আমাদের সময়কে বিজ্ঞতার সঙ্গে ব্যয় করতে চাই কারণ “সময় সঙ্কুচিত” বা সংক্ষিপ্ত। (১ করি. ৭:২৯-৩১) খুব শীঘ্রই এই পুরনো বিধিব্যবস্থা শেষ হয়ে যাবে। ‘পৃথিবীর শস্যচ্ছেদনের’ সময়ে মেষতুল্য ব্যক্তিদের সংগ্রহ করার বিশাল কাজে অংশ নেওয়ার সুযোগগুলো শেষ হয়ে যাবে। (প্রকা. ১৪:১৫) আমাদের সাবধান থাকতে হবে, যাতে জীবনের উদ্বেগ ও বিক্ষেপগুলোকে আমাদের সেই সময়কে কেড়ে নেওয়ার সুযোগ না দিই, যে-সময়কে আমরা পরিচর্যায় আরও ভালভাবে ব্যয় করতে পারতাম। (লূক ২১:৩৪, ৩৫) এটা কতই না পরিতৃপ্তিদায়ক হবে, যখন আমরা অতীতের দিকে তাকিয়ে দেখব যে, শস্যচ্ছেদনের কাজে আমরা পূর্ণরূপে অংশ নিয়েছিলাম!
৪ আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, যাতে আমাদের সামনে পরিচর্যার যে-বিশেষ সুযোগগুলো আসে, সেগুলোকে আমরা হাতছাড়া না করি। “যাবৎ ‘অদ্য’ নামে আখ্যাত সময় থাকে,” আসুন আমরা যিহোবাকে সেবা করতে আমাদের যথাসাধ্য করার ব্যাপারে দৃঢ়সংকল্পবদ্ধ হই। (ইব্রীয় ৩:১৩) এটা করার দ্বারা আমরা নিজেদেরকে প্রকৃতই জ্ঞানবান দেখাব কারণ “যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকালস্থায়ী।”—১ যোহন ২:১৭.