আমরা যিহোবার সেবায় নিজেদেরকে বিলিয়ে দিতে পেরে আনন্দিত!
১ প্রেরিত পৌল তার খ্রিস্টীয় পরিচর্যাকে সম্পন্ন করার জন্য ‘ব্যয়িত’ হতে পেরে আনন্দিত ছিলেন। (২ করি. ১২:১৫) একইভাবে আজকে, অনেক খ্রিস্টান অধ্যবসায়ের সঙ্গে অগ্রগামী হিসেবে কাজ করে। অন্যেরা পারিবারিক গুরু দায়িত্বগুলো থাকা সত্ত্বেও, তাদের ব্যস্ত তালিকার মধ্যে প্রতি সপ্তাহে পরিচর্যায় অংশ নেওয়ার জন্য সময় করে নেয়। কেউ কেউ গুরুতর স্বাস্থ্যগত সমস্যা নিয়ে তাদের সীমিত শক্তিকে রাজ্যের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে। এটা দেখা কতই না উৎসাহজনক যে, বয়স বা পরিস্থিতি যা-ই হোক না কেন, যিহোবার লোকেরা তাঁর সেবায় নিজেদেরকে বিলিয়ে দেয়!
২ প্রতিবেশীর প্রতি প্রেম: যিহোবাকে সেবা করার জন্য আমাদের যথাসাধ্য করা, অর্থাৎ ঈশ্বর ও প্রতিবেশীর প্রতি প্রেম দেখানো, আমাদের এক শুদ্ধ বিবেক প্রদান করে। সুসমাচার জানানোর জন্য পৌল নিজেকে বিলিয়ে দিয়েছিলেন বলে, তিনি আনন্দের সঙ্গে বলতে পেরেছিলেন: “আমি . . . অদ্য তোমাদিগকে এই সাক্ষ্য দিতেছি যে, সকলের রক্তের দায় হইতে আমি শুচি।” (প্রেরিত ২০:২৪, ২৬; ১ থিষল. ২:৮) আমাদের পরিস্থিতি যতখানি করার সুযোগ দেয়, সেই অনুযায়ী পরিচর্যায় অংশগ্রহণ করা আমাদেরকে রক্তপাতের দোষে দোষী হওয়া থেকে বিরত করবে।—যিহি. ৩:১৮-২১.
৩ অন্যদের সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করা আমাদের জন্য সুখ নিয়ে আসে। (প্রেরিত ২০:৩৫, NW) একজন ভাই বলেছিলেন: “এটা ঠিক যে, যিহোবার সেবা করে দিনের শেষে সন্ধ্যেবেলায় যখন আমি বাড়ি ফিরে আসি, তখন আমি ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু আমি আনন্দিত আর আমাকে এমন আনন্দ দেওয়ার জন্য আমি যিহোবাকে ধন্যবাদ জানাই, যা কেউ-ই কেড়ে নিতে পারবে না।”
৪ ঈশ্বরের প্রতি প্রেম: যিহোবার সেবায় নিজেদেরকে বিলিয়ে দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল যে, এটা আমাদের স্বর্গীয় পিতাকে খুশি করে। ঈশ্বরের প্রতি প্রেম আমাদেরকে তাঁর আজ্ঞা সকল পালন করতে পরিচালিত করে, যেগুলোর অন্তর্ভুক্ত প্রচার ও শিষ্য তৈরি করা। (১ যোহন ৫:৩) এমনকি লোকেরা যখন উদাসীন থাকে অথবা বিরোধিতা করে, তখনও আমরা আনন্দের সঙ্গে যিহোবার জন্য কঠোর পরিশ্রম করে চলি।
৫ এখন শিথিল হয়ে পড়ার সময় নয়। আমরা শস্যছেদনের সময়ে বাস করছি। (মথি ৯:৩৭) একজন কৃষক শস্যছেদনের সময়ে সাধারণত দীর্ঘসময় ধরে কাজ করে থাকেন, কারণ শস্য নষ্ট হতে শুরু হওয়ার আগে তা সংগ্রহ করার জন্য তার হাতে সীমিত সময় থাকে। আধ্যাত্মিক শস্যছেদনের জন্য যে-সময় দেওয়া হয়েছে, সেই সময়ও সীমিত। আমরা যে-সময়ে বাস করছি, সেই সময়ের কথা মনে রেখে আমরা সকলে যেন পরিচর্যায় প্রাণপণ করে চলি।—লূক ১৩:২৪; ১ করি. ৭:২৯-৩১.