ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/৯৬ পৃষ্ঠা ১
  • কে আমাদের বার্তা শুনবে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কে আমাদের বার্তা শুনবে?
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অধ্যয়ন শুরু করার জন্য আমাদের কাছে একটা নতুন হাতিয়ার রয়েছে!
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পুনর্সাক্ষাৎগুলি করার জন্য সাহসী হয়ে উঠুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘মঙ্গলের সুসমাচার প্রচার করা’
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • রাজ্য সংবাদ—নিয়ে এক সফল অভিযান
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/৯৬ পৃষ্ঠা ১

কে আমাদের বার্তা শুনবে?

১ মানব ইতিহাসে পূর্বে কখনও, লোকেরা এমন তথ্যের দ্বারা অভিভূত হয়নি যার বেশির ভাগ অসার এবং এমনকি ভ্রান্ত। ফলে, অনেকেই অসহায় বোধ করে আর ঈশ্বরের রাজ্য সম্বন্ধীয় বার্তা শোনানোর জন্য তাদেরকে পাওয়া আমাদের পক্ষে এক চ্যালেঞ্জস্বরূপ হয়ে দাঁড়ায়। ঈশ্বরের বাক্যকে শোনা যে তাদের উপর কী ইতিবাচক ফলই না আনতে পারে তা তারা উপলব্ধি করে না।—লূক ১১:২৮.

২ আমরা আনন্দিত যে জগতের বহু অংশে, লক্ষ লক্ষ লোকেরা সেই বার্তা শুনছে এবং আমাদের গৃহ বাইবেল অধ্যয়নের প্রস্তাবকে গ্রহণ করছে। কিন্তু অন্যান্য এলাকাগুলিতে, প্রতিক্রিয়া প্রায় এত ব্যাপক নয়। পরিচর্যায় আমরা যে সাক্ষাৎগুলি করে থাকি তার অনেকগুলিই ইতিবাচক ফল উৎপন্ন করে না আর আমরা হয়ত ভাবতে থাকি কে আমাদের বার্তা শুনবে।

৩ নিরুৎসাহিত হওয়া থেকে আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে। পৌল ব্যাখ্যা করেছিলেন: “‘যে কেহ প্রভুর [“যিহোবার,” NW] নামে ডাকে, সে পরিত্রাণ পাইবে।’ তবে তাহারা . . . কেমন করিয়া তাঁহাকে ডাকিবে? . . . যাঁহার কথা শুনে নাই? . . . আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে? . . . যেমন লিখিত আছে, ‘যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে, তাহাদের চরণ কেমন শোভা পায়।’” (রোমীয় ১০:১৩-১৫) যদি আমরা অধ্যবসায়ের সাথে রাজ্যের বীজ রোপণ করি, তাহলে ঈশ্বর সৎ হৃদয়সম্পন্ন ব্যক্তিদের মধ্যে এটিকে বৃদ্ধি করবেন।—১ করি. ৩:৬.

৪ চাবিটি হল নিয়মিতভাবে পুনর্সাক্ষাৎ করা: সেই এলাকাগুলিতে যেখানে অল্প লোকে আমাদের বার্তা শোনে বলে মনে হয়, আমরা যেটুকু আগ্রহ দেখতে পাই, সেটি বৃদ্ধি করার উপর আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন সেখানে আমরা সাহিত্য অর্পণ করি অথবা নাই করি। কেন শীঘ্রই এই উপসংহারে আসবেন যে কিছুই সম্পাদন করা যাবে না? যখন আমরা বীজ রোপণ করি, আমরা জানি না কোথায় তা কৃতকার্য হবে। (উপ. ১১:৬) শাস্ত্র থেকে কিছু বিষয় বন্টন করার জন্য যখন আমরা ভালভাবে প্রস্তুত হয়ে ফিরে যাই, এমনকি যদি তা কেবলমাত্র সংক্ষিপ্তভাবেও হয়, তবুও আমরা হয়ত ব্যক্তিটির হৃদয়ে পৌঁছাতে সক্ষম হব। আমরা একটি ট্র্যাক্ট ছেড়ে আসতে অথবা সাম্প্রতিক পত্রিকাগুলি অর্পণ করতে পারি। পরিশেষে, আমরা হয়ত একটি বাইবেল অধ্যয়ন প্রদর্শন করতে সক্ষম হতে পারি। আমাদের প্রচেষ্টাগুলিকে যিহোবা কত আশীর্বাদ করেন তা দেখে আমরা আনন্দের সাথে অবাক হব।—গীত. ১২৬:৫, ৬.

৫ একজন মহিলার কাছে একটি ট্র্যাক্ট ছেড়ে আসা হয়েছিল যিনি কিছুটা আগ্রহ দেখিয়েছিলেন। পরে দুই মাস অবধি তাকে পুনরায় গৃহে পাওয়া যায়নি আর তারপর তিনি কথা বলার পক্ষে খুবই ব্যস্ত ছিলেন। পুনরায় সেই একই ট্র্যাক্ট তার কাছে ছেড়ে আসা হয়েছিল। গৃহেতে তার কাছে পৌঁছানোর জন্য প্রকাশকটির অটল প্রচেষ্টা সত্ত্বেও, তার সাথে যোগাযোগ করতে আরও তিন মাস লেগেছিল আর কেবল তখনই তাকে পাওয়া যায় যখন তিনি অসুস্থ ছিলেন। বোনটি পরের সপ্তাহে পুনরায় সাক্ষাৎ করেন আর ট্র্যাক্ট সম্বন্ধে এক সংক্ষিপ্ত আলোচনা শুরু করেন। পরের সপ্তাহে যখন বোনটি ফিরে আসেন, মহিলাটি রাজ্যের বার্তার প্রতি আন্তরিক আগ্রহ প্রকাশ করেছিলেন। তার জীবনে পরিস্থিতির পরিবর্তন তাকে তার আধ্যাত্মিক প্রয়োজনীয়তা সম্বন্ধে সচেতন করেছিল। একটি বাইবেল অধ্যয়ন শুরু করা হয়েছিল আর তারপর থেকে তিনি প্রতি সপ্তাহে উদ্যোগের সাথে অধ্যয়ন করতেন।

৬ যখন আমরা যে কোন বিষয়ে তা সে ফুল, শাক-সবজি অথবা রাজ্যের বার্তার প্রতি আগ্রহ যাই হোক না কেন বৃদ্ধি দেখতে চাই, তখন কর্ষণ প্রয়োজনীয়। এর জন্য প্রয়োজন সময়, প্রচেষ্টা, যত্নশীল মনোভাব এবং হাল ছেড়ে না দেওয়ার দৃঢ়সংকল্প। গত বছর, তিন লক্ষেরও বেশি লোক যাদের মধ্যে রাজ্যের বীজ বৃদ্ধি পেতে শুরু করেছিল, তারা বাপ্তাইজিত হয়েছিল! আমরা যদি প্রচার করে যেতে থাকি, তাহলে আমরা আরও অনেককে খুঁজে পেতে নিশ্চিত হব যারা আমাদের বার্তা শুনবে।—তুলনা করুন গালাতীয় ৬:৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার