স্বেচ্ছায় নিজেদের অর্পণ করা
১ গীতরচক দায়ূদ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে যিহোবার লোকেরা “নিজেদের স্বেচ্ছায় অর্পণ করবে”; সেটি হল যেমন “তৎপর স্বেচ্ছাসেবকেরা।” (গীত. ১১০:৩, পাদটীকা, NW) এটি নিশ্চিতভাবে পৃথিবীব্যাপী আমাদের ভ্রাতৃসমাজের মধ্যে পরিপূর্ণতা লাভ করছে। বিগত চারটি পরিচর্যা বছরের প্রত্যেকটিতে, যিহোবার সাক্ষীরা রাজ্যের সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য শতকোটিরও বেশি ঘন্টা নিয়োজিত করেছে। আর প্রচার এবং শিষ্য-করণের কাজের সাথে সাথে আরও বহু উপায় রয়েছে যেটিতে অন্যদের সাহায্য করার জন্য আমরা স্বেচ্ছায় নিজেদের অর্পণ করতে পারি।
২ সেই উপায়গুলি যার দ্বারা আমরা আমাদের ইচ্ছুক মনোভাব দেখাতে পারি: মণ্ডলীতে কিছুজনের হয়ত সভাগুলিতে আসার জন্য সাহায্যের প্রয়োজন। স্বেচ্ছাপূর্বক তাদেরকে আপনার সঙ্গে নিয়ে আসুন না কেন? অন্যেরা হয়ত অসুস্থ, অথর্ব অথবা হাসপাতালে ভর্তি থাকতে পারেন। তাদের সাথে সাক্ষাৎ করা অথবা অন্য কোন ভাবে সাহায্য করার জন্য আপনি কি নিজে থেকে এগিয়ে যেতে পারেন? হয়ত এমন কোন ব্যক্তি কিংবা পরিবার আছে যাদের উৎসাহের প্রয়োজন। আপনি কি আপনার পারিবারিক অধ্যয়নে মাঝে মাঝে এইরূপ ব্যক্তিদের যোগ দেওয়ার জন্য এক আমন্ত্রণ জানানোর কথা চিন্তা করেছেন? একজন অগ্রগামীর অথবা একজন প্রকাশকের হয়ত পরিচর্যায় একজন সঙ্গীর প্রয়োজন। পরিচর্যায় একত্রে কাজ করার প্রস্তাব করুন না কেন? এইগুলি হল কিছু উপায় যেখানে আমরা যারা বিশ্বাসে আমাদের সাথে সম্বন্ধযুক্ত তাদের জন্য যা ভাল স্বেচ্ছাপূর্বকভাবে তা করতে পারি।—গালা. ৬:১০.
৩ প্রাচীন এবং পরিচারক দাসের জন্য প্রয়োজনীয় যোগ্যতাবলী রাখতে প্রচেষ্টা করে ভাইয়েরা যিহোবার সংগঠনে ব্যবহৃত হওয়ার জন্য তাদের ইচ্ছুক মনোভাব দেখাতে পারেন। (১ তীম. ৩:২-১০, ১২, ১৩; তীত ১:৫-৯) সংখ্যায় আমরা যত বৃদ্ধি পেতে থাকব, ততই যোগ্য ভাইয়েদের প্রয়োজন হবে যারা প্রচার ও শিক্ষাদানে এবং মণ্ডলীগুলির পালনের কাজে নেতৃত্ব নিতে ইচ্ছুক হবেন।—১ তীম. ৩:১.
৪ মাঝে মাঝে সহায়ক অগ্রগামী হিসাবে নাম নথিভুক্ত করার দ্বারা আমাদের কেউ কেউ সম্ভবত যিহোবার পরিচর্যার জন্য ব্যাপকভাবে নিজেদের প্রাপ্তিসাধ্য করতে পারি। এরপর আবার, আমাদের তালিকায় যুক্তিযুক্ত কিছু রদবদলের সাথে সাথে, আমরা হয়ত তা ক্রমাগতভাবে করে চলতে অথবা এমনকি নিয়মিত অগ্রগামীর পরিচর্যাকে গ্রহণ করতে সক্ষম হতে পারি। আমাদের পরিস্থিতি কি সেইরকম, যাতে যে এলাকায় সাহায্যের জন্য বেশি প্রয়োজন সেখানে আমরা পরিচালিত হতে পারি? আমরা কি নিজেদের বেথেলে পরিচর্যার জন্য প্রাপ্তিসাধ্য করতে পারি এবং এইভাবে জগদ্ব্যাপী কাজের উন্নতিতে সরাসরিভাবে সাহায্য করতে পারি? এছাড়া কিংডম হল, এসেম্বলী হল এবং জগদ্ব্যাপী শাখা সুযোগসুবিধাগুলির নির্মাণ প্রকল্পে অনেক কিছু করা হচ্ছে, যেখানে কাজ করার জন্য ইচ্ছুক মনোভাব খুবই প্রয়োজনীয়। এই সকল উত্তম কাজে যারা নিজেদের অর্পণ করেছেন তাদের বিশেষভাবে উপলব্ধি করা হয় আর তারা প্রচুররূপে আশীর্বাদপ্রাপ্ত হয়েছেন!—লূক ৬:৩৮.
৫ এগুলি হল রোমাঞ্চকর সময়। যিহোবা, তাঁর আত্মার মাধ্যমে, তাঁর ইচ্ছুক লোকেদের দ্বারা পৃথিবীতে এক অপূর্ব কাজ সম্পাদন করছেন! তাঁর সংগঠনের মাধ্যমে যখনই, যিহোবা বৃদ্ধিপ্রাপ্ত রাজ্যের কাজে অংশ নিতে এক আমন্ত্রণ জানান, তখন আমাদের নিজেদের এইরূপ জিজ্ঞাসা করা উত্তম হবে, ‘আমি কি এখনও স্বেচ্ছায় নিজেকে অর্পণ করছি?’ এরপর আমাদের, প্রার্থনাপূর্বক আমাদের হৃদয় এবং আমাদের পরিস্থিতি পরীক্ষা করা উচিত। আমাদের ঈশ্বরীয় ভক্তি আমাদের তৎপর করবে পবিত্র পরিচর্যায় আমরা যা করতে পারি তার সমস্ত কিছু করতে আর এইভাবে আমরা যিহোবার হৃদয় অত্যন্ত অনন্দিত করি!—সফ. ৩:১৭.