ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৯ পৃষ্ঠা ৩-৪
  • অগ্রগামীর কাজ—আমাদের সময়ের বুদ্ধিপূর্বক ব্যবহার!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অগ্রগামীর কাজ—আমাদের সময়ের বুদ্ধিপূর্বক ব্যবহার!
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ৪,০০০ জন সহায়ক অগ্রগামী—প্রয়োজনীয়
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলি
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমরা কি আবার এটি করব?—সহায়ক অগ্রগামীর জন্য আরেকটি সনির্বন্ধ আহ্বান
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলো
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৯ পৃষ্ঠা ৩-৪

অগ্রগামীর কাজ—আমাদের সময়ের বুদ্ধিপূর্বক ব্যবহার!

১ ‘এমনিতেই আমার অনেক কাজ রয়েছে! এর ওপর আবার অগ্রগামীর কাজ করার কথা ভাবা কি আমার জন্য সত্যিই বুদ্ধির কাজ হবে?’ একটা সীমা অধিবেশনে একজন প্রাচীন ও অগ্রগামী ভাইয়ের দেওয়া “অগ্রগামীর কাজে নিজেকে এগিয়ে দেওয়া” বক্তৃতাটা শুনে একজন বোন এই কথাগুলো ভেবেছিলেন। সেই একই হলে বসে এই বক্তৃতা শুনে একজন অল্পবয়স্ক ভাই ভাবছিলেন, ‘কী করে এই প্রাচীন অগ্রগামীর কাজ করার জন্য সময় করে উঠতে পারেন? আমি প্রাচীন নই, কিন্তু তবুও আমার এত কাজ যে ভাবা যায় না!’

২ অগ্রগামী কাজের আশীর্বাদগুলো উল্লেখ করার সময় প্রাচীন সেই সীমার বেশ কয়েকজন অগ্রগামী ভাইদের সাক্ষাৎকার নিয়েছিলেন। তারা জানিয়েছিলেন যে অগ্রগামীর কাজ করার জন্য তারা তাদের রোজকার কাজে কোন্‌ কোন্‌ পরিবর্তনগুলো করেছেন আর যিহোবা কিভাবে তাদের এই চেষ্টাকে প্রচুর আশীর্বাদ করেছেন। এদের মধ্যে একজন ছিলেন বিকলাঙ্গ, একজনের সাথি ছিল অবিশ্বাসী আর একজন অগ্রগামীর কাজ করার জন্য চাকরি ছেড়েও তার অল্প আয়ের মধ্যে চালিয়ে নিতে পেরেছিলেন। যিহোবার সাহায্যে এই অগ্রগামীরা কিভাবে তাদের অগ্রগামীর কাজ করে চলছেন তা শুনে এই ভাই ও বোন তাদের চিন্তা ও পরিস্থিতিকে আরেকবার পরীক্ষা করে দেখার কথা ভাবতে শুরু করেন। আমরা আপনাকেও এটা করার কথা বলছি, বিশেষ করে যেহেতু এখন অগ্রগামীদের জন্য ঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে তাই তা আরও অনেক প্রকাশকদের আয়ত্তের মধ্যে এসেছে।

৩ আমরা জানি যে যিহোবা হলেন আমাদের সৃষ্টিকর্তা এবং নিখিলবিশ্বের সার্বভৌম প্রভু আর তাই আমরা আমাদের জীবনের জন্য তাঁর কাছে ঋণী। (দানি. ৪:১৭; প্রেরিত ১৭:২৮) আমরা ভাল করে জানি যে যিহোবা কেবল একটামাত্র সংগঠনই ব্যবহার করছেন। এই সংগঠনে নিষ্ঠার সঙ্গে কাজ করা, শেষ আসার আগে রাজ্যের বিষয়ে সাক্ষ্য দেওয়ার কাজে “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস”-দের সঙ্গে কাজ করা আমাদের জন্য এক সুযোগ। (মথি ২৪:৪৫; ২৫:৪০; ১ পিতর ২:৯) ‘শেষ কালের’ একেবারে শেষে বাস করায়, আমরা বুঝি যে প্রচার করার সময় খুবই কমে আসছে। (২ তীম. ৩:১) এরমধ্যে আমাদের আবার পরিবারের ভরণপোষণের দায়িত্বও আমাদের রয়েছে। (১ তীম. ৫:৮) এখন আরও বেশি আয় করার দরকার হয়ে পড়ে যতখানি না আগে হতো। আমাদের স্বাস্থ্যও হয়ত এখন আর আগের মতো ভাল নেই। আর, সত্যি বলতে কী, আমরা নিজেদের জন্যও অল্প কিছু সময় ও সঙ্গতি রাখতে চাই। (উপ. ৩:১২, ১৩) তাই আমরা হয়ত ভাবতে পারি যে, অগ্রগামীর কাজ করার ডাকে সাড়া দেওয়া সত্যিই বুদ্ধিমানের কাজ হবে কি না।

৪ আমাদের নিজেদের পরিস্থিতিকে ভাল করে পরীক্ষা করে দেখা আর আমরা অগ্রগামীর কাজ করতে পারি কিনা তা স্থির করার দায়িত্ব পুরোপুরি আমাদের নিজের। (রোমীয় ১৪:১২; গালা. ৬:৫) এটা দেখা খুবই উৎসাহজনক যে অনেক অনেক ভাইবোনেরা অগ্রগামীর কাজ করার ডাকে সাড়া দিয়েছেন। তাদের ওপর এই শেষকালের নানা চাপ ও সমস্যাগুলো থাকা সত্ত্বেও, ১৯৯৯ বর্ষপুস্তক (ইংরাজি)-এ দেওয়া পরিচর্যা রিপোর্ট দেখায় যে সারা পৃথিবীতে যিহোবার লোকেদের মধ্যে প্রায় ৭,০০,০০০ জন অগ্রগামীর কাজ করার জন্য নিজেদেরকে এগিয়ে দিয়েছেন। আর্থিক সমস্যা, যানবাহনের অভাব, শারীরিক অসুস্থতা অথবা আরও অন্য অনেক অসুবিধা ও কষ্ট থাকলেও এই ভাই ও বোনেরা ভাল কাজ করায় ক্লান্ত হন না আর এটা সত্যিই প্রশংসনীয়। (গালা. ৬:৯) যিহোবাকে আস্বাদন করে দেখার নিমন্ত্রণে তারা সাড়া দিয়েছেন। (মালাখি ৩:১০) তারা মনে করেন যে তাদের এই সীমিত সময় ও সঙ্গতিকে অগ্রগামীর কাজে লাগানো খুবই বুদ্ধিমানের কাজ আর যিহোবা তাদের অগ্রগামীর কাজ শুরু করার ও এতে টিকে থাকার জন্য দরকারি পরিবর্তনগুলো করতে সত্যিই সাহায্য করেছেন।

৫ অগ্রগামীরা আশীর্বাদ পান: ক্যামেরুনের একজন বোন যার বাচ্চা মেয়ে রয়েছে তিনি বলেন: “জন্মের পর থেকেই, আমার মেয়ে প্রচার কাজে সবসময় আমার সঙ্গী হয়েছে। সে হাঁটতে শেখার আগেই, আমি তাকে পিঠে বেঁধে প্রচারে নিয়ে যেতাম। একদিন সকালে প্রচার করতে করতে আমি রাস্তার পাশে একটু দাঁড়াই। আমার মেয়ে আমার ব্যাগ থেকে কয়েকটা পত্রিকা নিয়ে আমাকে ছেড়ে একটু দূরে চলে যায়। সে ছোট ছোট পায়ে হেঁটে কাছাকাছি একটা দোকানের সামনে দাঁড়ায়। যদিও সে বেশি কিছু বলতে পারেনি, সে একজন ভদ্রমহিলার মনোযোগ আকর্ষণ করতে পেরেছিল আর তাকে একটা পত্রিকা দিয়েছিল। ভদ্রমহিলা এতটুকু একটা বাচ্চাকে এইরকম কাজ করতে দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি তখনই পত্রিকা নিয়েছিলেন আর বাইবেল অধ্যয়ন করতেও রাজি হয়ে গিয়েছিলেন!”

৬ আরও বেশি সহায়ক অগ্রগামী চাই বলে যখন সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল তখন জাম্বিয়ার একজন প্রাচীন যিনি একজন সাংসারিক মানুষ ও যিনি চাকরি করতেন, ব্যস্ত জীবন সত্ত্বেও সহায়ক অগ্রগামীর কাজ করবেন বলে ঠিক করেছিলেন। তিনি মণ্ডলী ও তার পরিবারের কাছে ভাল উদাহরণ হতে চেয়েছিলেন। কখনও কখনও, তিনি রাস্তার পাশে তার গাড়ি থামাতেন আর পারিবারিক সুখের রহস্য (ইংরাজি) বইয়ের অডিওক্যাসেটটা বাজাতেন এবং পথচারীদের ডেকে তা শুনতে বলতেন। এইরকম করে তিনি ১৬টা পারিবারিক সুখ বই আর ১৩টা জ্ঞান বই লোকেদেরকে দিতে পেরেছিলেন আর দুটো বাইবেল অধ্যয়ন আরম্ভ করেছিলেন।

৭ প্রতিবেশী দেশ জিম্বাবোয়েতেও সুন্দর অগ্রগামী মনোভাব দেখা গিয়েছিল। ১৯৯৮ সালের এপ্রিল মাসে, একটা মণ্ডলীতে যেখানে ১১৭ জন প্রকাশক আছেন ৭০ জন সহায়ক অগ্রগামী এবং ৯ জন নিয়মিত অগ্রগামীর কাজ করেছিলেন। আরেকটা মণ্ডলী যেখানে ৯৪ জন প্রকাশক আছে, ৫৮ জন সহায়ক অগ্রগামীর কাজ করেছিলেন। এছাড়া, ১২৬ জন প্রকাশক আছেন এমন আরেকটা মণ্ডলী রিপোর্ট করেছিল যে ৪ জন নিয়মিত অগ্রগামীর সঙ্গে আরও ৫৮ জন সহায়ক অগ্রগামীর কাজ করবেন বলে ঠিক করেছেন। জিম্বাবোয়েতে গত পরিচর্যা বছর দেখার মতো একটা বছর ছিল। এমনকি যদিও এখানকার ভাইদের পরিবার, মণ্ডলীর কাজকর্ম ও শাখা নির্মাণের কাজে খুবই ব্যস্ত থাকতে হয়েছিল, তবুও প্রচার কাজে তাদের সময়কে বুদ্ধিপূর্বক ব্যয় করার বিষয়ে তারা নজর দিয়েছিলেন।

৮ অগ্রগামীরা উপলব্ধি করেন যে তারা তাদের নিজেদের শক্তিতে অগ্রগামীর কাজ শুরু করতে ও তা চালিয়ে যেতে পারেন না। এ কথা স্বীকার করতে তারাই প্রথম ব্যক্তি যে যা কিছুই তারা করুন না কেন, শুধুমাত্র ‘ঈশ্বর-দত্ত শক্তির’ জন্যই তা সম্ভব। (১ পিতর ৪:১১) তাদের বিশ্বাস তাদেরকে দিনের পর দিন প্রচার কাজ চালিয়ে যেতে সাহায্য করে। তাদের নিজদের সুবিধা ও আরামের কথা না ভেবে, সফল অগ্রগামীরা উপলব্ধি করেন যে এগিয়ে যাওয়ার জন্য হয়ত ‘অতিশয় প্রাণপণ’ করার দরকার আছে আর এইজন্য তারা অনেক আশীর্বাদও ভোগ করেন।—১ থিষল. ২:২.

৯ পৌলের উদাহরণ অনুকরণ করার মতো: প্রচার কাজে প্রেরিত পৌল কতখানি করেছিলেন আর তিনি যে অনেক লোককে অনেক সাহায্য করেছিলেন সে সম্বন্ধে বাইবেল আমাদের জানায়। কিন্তু তবুও, যদি কেউ অত্যধিক ভারগ্রস্ত থেকে থাকেন, তবে সেই ব্যক্তি ছিলেন পৌল। সুসমাচার প্রচার করার জন্য এবং মণ্ডলীগুলোকে শক্তিশালী করার জন্য তিনি তাড়না ও দৈহিক কষ্ট সহ্য করেছিলেন। এছাড়া তাকে স্বাস্থ্যের সমস্যায় ভুগতে হয়েছিল। (২ করি. ১১:২১-২৯; ১২:৭-১০) কিন্তু তিনি তার সময়কে বুদ্ধিপূর্বক ব্যবহার করবেন বলে স্থির ছিলেন। তিনি স্বীকার করেছিলেন যে তার সমস্ত কাজ তিনি যিহোবার সাহায্যেই করেছিলেন। (ফিলি. ৪:১৩) পৌল যাদেরকে সাহায্য করেছিলেন তাদের কেউই বলতে পারেননি যে যিহোবার সেবায় তার সময় ও চেষ্টা ব্যর্থ হয়েছিল অথবা তিনি তা আরও ভাল কাজে তা ব্যয় করতে পারতেন। কারণ, পৌল তার সময়কে বুদ্ধিপূর্বক ব্যবহার করায় আজও আমরা তার থেকে উপকার পাই! আমরা বুঝি যে এই কঠিন সময়ে আমাদের জীবনের প্রথম বিষয়গুলোকে প্রথমে রাখতে আর সত্যে লেগে থাকতে তার এই অনুপ্রাণিত উপদেশ আমাদের কতই না কাজে আসে!

১০ এখন ‘সুসমচার প্রচার করার জন্য সময় সঙ্কুচিত করা হয়েছে।’ (১ করি. ৭:২৯; মথি ২৪:১৪) তাই, আমাদের নিজেদের এই প্রশ্ন করা খুবই উচিত, ‘আগামীকাল যদি হঠাৎ করে আমি মারা যাই, তাহলে আজ কি আমি যিহোবাকে বলতে পারব যে আমার সময়কে আমি বুদ্ধিপূর্বক ব্যবহার করেছি?’ (যাকোব ৪:১৪) এখনই, প্রার্থনায় যিহোবার সঙ্গে কথা বলুন না কেন তাঁকে এই কথা বলে যে তাঁর একজন সাক্ষী হিসাবে আপনি আপনার সময়কে বুদ্ধিপূর্বক ব্যবহার করতে চান? (গীত. ৯০:১২) আপনার জীবনকে সহজ-সরল করার জন্য প্রার্থনায় যিহোবার সাহায্য চান। এমনকি আগে যদি আপনি ভেবেও থাকেন যে অগ্রগামীর কাজ আপনি করতে পারবেন না কিন্তু এমন কি হতে পারে যে এখন আপনি মনে করছেন, অগ্রগামীর কাজ আপনি করতে পারবেন?

১১ আপনার পরিস্থিতি অনুযায়ী করুন: এটা ঠিক যে, ইচ্ছা থাকলেও পরিস্থিতি হয়ত আপনাদের সবাইকেই নিয়মিত অগ্রগামী হিসাবে কাজ করার জন্য এক মাসে ৭০ ঘন্টা কাটাতে দেবে না। তবুও, অনেকেই যত বেশি মাস করা যেতে পারে বা নিয়মিতভাবে সহায়ক অগ্রগামী হিসাবে মাসে ৫০ ঘন্টা প্রচার কাজে দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু আপনার পরিস্থিতি যদি এমন না হয় যে আপনি এখনই সহায়ক অথবা নিয়মিত অগ্রগামীর কাজ করতে পারছেন, তাহলেও ভেঙে পড়বেন না। প্রার্থনা করে চলুন যেন আপনার পরিস্থিতির পরিবর্তন হয়। আর এর মধ্যে কোনরকম পরিবর্তন করা যদি সম্ভব না হয়, তবুও দুঃখের কিছু নেই কারণ যিহোবার সেবায় সম্পূর্ণ-চিত্তে আপনি যতটুকু করতে পারেন যিহোবা তাতেই খুশি হন। (মথি ১৩:২৩) তিনি দেখেন যে আপনি তাঁর পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন আর আপনি একজন বিশ্বস্ত প্রকাশক হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন যিনি কিনা একটা মাসও প্রচার করার সুযোগ না খুঁজে নিয়ে যেতে দেন না। তাই আপনি হয়ত প্রচার কাজে আপনার দক্ষতা বাড়িয়ে, সুসমাচারের প্রচারক ও শিক্ষক হিসাবে খুব ভালভাবে কাজ করে এগিয়ে যেতে পারেন।—১ তীম. ৪:১৬.

১২ যিহোবার ‘মহৎ ও ভয়ঙ্কর দিন’ কাছে এগিয়ে আসায়, বাকি সময়কে আমাদের বুদ্ধিপূর্বক ব্যবহার করা দরকার যদি কিনা আমাদেরকে দেওয়া কাজ আমরা শেষ করতে চাই। (যোয়েল ২:৩১) শয়তান জানে যে তার সময় খুবই সংক্ষিপ্ত আর তাই সে তার সমস্ত শক্তি দিয়ে আমাদের জীবনকে জটিল করে তুলতে, কঠিন করে তুলতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আমরা সত্যিকারের জরুরি বিষয়গুলোতে মন দিতে না পারি। (ফিলি. ১:১০; প্রকা. ১২:১২) ঈশ্বর যে আপনাকে ভালবাসেন এ কথা কখনও ভুলে যাবেন না। আপনার জীবনকে সহজ করতে ও প্রচার কাজে আপনার সর্বোত্তমটুকু দিতে যিহোবা আপনাকে সাহায্য করতে পারেন। (গীত. ১৪৫:১৬) আনন্দের সঙ্গে বলতে হয় যে, অনেকেই তাদের পরিস্থিতিকে আরেকবার পরীক্ষা করে দেখেছেন যে তারা সহায়ক অগ্রগামী অথবা নিয়মিত অগ্রগামীদের সারিতে যোগ দিতে পারেন। সত্যিই, অগ্রগামীরা বুদ্ধিপূর্বক তাদের সময়কে ব্যবহার করে গভীর তৃপ্তি খুঁজে পান। আপনি কি তাদের মধ্যে একজন হবেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার