নিয়মিত অগ্রগামী পরিচর্যার জন্য আরও ভাইয়েদের প্রয়োজন আছে
১ পৌল আমাদের উপদেশ দিয়েছিলেন ‘প্রভুর কার্য্যে সর্ব্বদা উপচিয়া পড়ার আছে।’ (১ করি. ১৫:৫৮) অনেকের জন্য এটির অর্থ নিয়মিত অগ্রগামীর পরিচর্যা গ্রহণ করা। প্রতি বছর, ভারতে প্রায় ১০০ জন ব্যক্তি নিয়মিত অগ্রগামীর কাজে যুক্ত হয়!
২ বর্তমানে, এই দেশে নিয়মিত অগ্রগামী হিসাবে যারা পরিচর্যা করছে তাদের দুই-তৃতীয়াংশ হল বোনেরা। (গীত. ৬৮:১১) পূর্ণ-সময়ের সেবকের কাজে যদি আরও ভাইয়েরা যোগ দিতে পারত তাহলে মণ্ডলীর জন্য তা কত আনন্দের না হত! (গীত. ১১০:৩) এটি বোঝা যায় যে অনেক ভাইয়েদের গুরুত্বপূর্ণ জাগতিক এবং পরিবারের দায়িত্বাদির যত্ন নিতে হয়। আবার অন্যেরা মণ্ডলীর আধ্যাত্মিক প্রয়োজনাদির জন্য যত্ন নিতে কঠোর পরিশ্রম করে। রাজ্যের জন্য যারা প্রাণপণ করছে সেই লোকেদের আমরা উপলব্ধি করি।—১ তীম. ৪:১০.
৩ তৎসত্ত্বেও, ভাইয়েরা আপনাদের আরও কি নিয়মিত অগ্রগামীর কাজ গ্রহণ করতে পারেন? যদি আপনার স্ত্রী অগ্রগামীর কাজ করছে, আপনিও কি তার সাথে যোগ দিতে পারেন? যদি আপনি অবসরপ্রাপ্ত ব্যক্তি হন, তাহলে আপনি কি একমত হবেন না যে পূর্ণ-সময়ের পরিচর্যা কাজের চেয়ে আপনার সময় ব্যয় করার জন্য আরও বেশি পরিতৃপ্তিকর আর কোন উপায় নেই? যদি তুমি সবেমাত্র বিদ্যালয় শেষ করে থাক, তাহলে পরিচর্যার অতিরিক্ত সুযোগগুলির ক্ষেত্রে, উন্নতির উপায় হিসাবে নিয়মিত অগ্রগামীর পরিচর্যাকে গ্রহণ করতে কি তুমি আন্তরিক ও প্রার্থনাপূর্বক চিন্তা করেছ?—ইফি. ৫:১৫-১৭.
৪ একজন ভাই তার সফলকাম ব্যবসাকে বিক্রয় করে আংশিক-সময়ের কাজ নেন যাতে করে তিনি নিয়মিত অগ্রগামী হিসাবে সেবা করতে পারেন। তার উত্তম পরিচালনার জন্য, তার চারটি সন্তানের মধ্যে তিনটি সন্তান তাদের বিদ্যালয়ের পাঠ শেষ করার সাথে সাথে নিয়মিত অগ্রগামী হয়েছিল। চতুর্থ সন্তানটি তাদের সাথে যোগ দিতে উৎসুক ছিল। এই ভাই এবং তার পরিবার প্রচুররূপে আশীর্বাদপ্রাপ্ত হয়েছে।
৫ একটি বৃহৎ দ্বার খোলা রয়েছে: নিয়মিত অগ্রগামীর পরিচর্যা “এক বৃহৎ দ্বার যা কার্যে পরিচালিত করে” তা খুলে দিতে পারে। (১ করি. ১৬:৯, NW) যে ভাইয়েরা নিয়মিত অগ্রগামী তারা মণ্ডলীতে ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে। উদ্যোগপূর্ণ ক্ষেত্রের কাজ তাদের আধ্যাত্মিক মূল্যকে বাড়ায় এবং তাদের ঐশিক অগ্রগতিতে সাহায্য করে। নিয়মিত অগ্রগামীর কাজ পরিচর্যার অতিরিক্ত সুযোগগুলির পথ খুলে দিতে পারে। প্রথম বছর অগ্রগামীর কাজ করার পর অগ্রগামী পরিচর্যা বিদ্যালয়ে যোগদান করার আশীর্বাদটি রয়েছে। অবিবাহিত পরিচালক দাসেরা এবং প্রাচীনেরা হয়ত মিনিস্ট্রিরিয়াল ট্রেনিং স্কুলে যোগদান করার পর্যায়ে পৌঁছাতে পারে। ভাইয়েরা হয়ত কালক্রমে ভ্রমণ কাজের জন্য যোগ্য হতে পারে। হ্যাঁ, নিয়মিত অগ্রগামীর পরিচর্যা যিহোবার সংগঠনে পরিচর্যার এই সকল বৃহত্তর সুযোগগুলির দ্বার খুলে দেয়।
৬ ভাইয়েরা যারা নিয়মিত অগ্রগামী পরিচর্যার জন্য নিজেদের প্রাপ্তিসাধ্য করতে পারে তারা হয়ত প্রচুর আনন্দ লাভ করতে পারে যা আসে বর্দ্ধিতহারে দেওয়ার দ্বারা।—প্রেরিত ২০:৩৫.