ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/৯৬ পৃষ্ঠা ২-৭
  • ঘোষণাবলী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলী
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/৯৬ পৃষ্ঠা ২-৭

ঘোষণাবলী

◼ সাহিত্য অর্পণ

ডিসেম্বর: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা (বড় বই ৪৫·০০ টাকা) মূল্যে। বিকল্প হিসাবে, যেখানে উপযুক্ত সেখানে হয় সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটি অথবা আমার বাইবেলের গল্পের বই ৪৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে।

জানুয়ারি: ১৯২-পৃষ্ঠার পুরনো বইগুলির বিশেষ অর্পণ প্রত্যেকটি ১০.০০ টাকা মূল্যে। এই পর্যায়ের নিম্নোক্ত বইগুলি আমাদের কাছে এখনও পাওয়া যাচ্ছে: ইংরাজি: মানুষ কি এখানে ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে এসেছে? এবং এই জীবনই কি সব কিছু? কান্নাড়া: “তোমার রাজ্য আইসুক” এবং “যাহাতে ঈশ্বর মিথ্যা কথনে অসমর্থ;” গুজরাটি: সুসমাচার—আপনাকে সুখী করে, “তোমার রাজ্য আইসুক” এবং যে সত্য অনন্ত জীবনে লইয়া যায়; তামিল: “তোমার রাজ্য আইসুক;” তেলুগু: এই জীবনই কি সব কিছু?; মারাঠি: “তোমার রাজ্য আইসুক” এবং মহান শিক্ষকের কাছ থেকে শোনা; হিন্দী: “তোমার রাজ্য আইসুক।” ৩২-পৃষ্ঠার যে কোন ব্রোশার যারা বাংলা অথবা নেপালী পড়তে পছন্দ করে তাদের অর্পণ করা যেতে পারে। আপনার পারিবারিক জীবন সুখী করা বইটি যে ব্যক্তিরা মালায়ালাম পছন্দ করে তাদের ২০·০০ টাকা মূল্যে এবং জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি যারা পাঞ্জাবী জানে তাদের ২০·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। অনুগ্রহ করে লক্ষ্য করুন যে এই শেষ বই দুটি বিশেষ মূল্যে অর্পণ করা হবে না।

ফেব্রুয়ারি: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা (বড় বই ৪৫·০০ টাকা) অথবা আপনার পারিবারিক জীবন সুখী করা বইটি ২০·০০ টাকা মূল্যে। যে লোকেরা পাঞ্জাবী জানে তাদের জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি ২০·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। বিকল্প হিসাবে, ১৯২-পৃষ্ঠার বিশেষ অর্পণের পুরনো বইগুলির যে কোনটি ১০·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে।

টীকা: আমরা সকল মণ্ডলীগুলিকে পারিবারিক এবং অনন্তকাল বইটি সবসময়ের জন্য সদ্ব্যবহার করে চলার জন্য উৎসাহিত করছি। প্রকাশকদের সারা বছর সব সময়ে এই বইগুলির কপি তাদের সাথে রাখতে এবং প্রতিটি উপযুক্ত পরিস্থিতিতে সেগুলিকে অর্পণ করতে উৎসাহিত করা যেতে পারে। যে সকল মণ্ডলী উপরোক্ত প্রচার-অভিযানের সাহিত্যগুলি এখনও অর্ডার করেনি তারা তাদের পরবর্তী সাহিত্য অর্ডার ফর্মে (S-AB-14) যেন তা করে।

◼ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিয়োজিত কেউ ১লা ডিসেম্বর অথবা তারপরে যত শীঘ্রই সম্ভব মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। করা হয়ে গেলে মণ্ডলীতে তা ঘোষণা করুন।

◼ ১৯৯৭ সালের স্মরণার্থক সভা রবিবার, ২৩শে মার্চ, সূর্যাস্তের পর। এই অনুস্মারকটি দেওয়া হচ্ছে যাতে করে ভাইয়েরা যেখানে প্রয়োজন হলগুলি ভাড়ার ব্যবস্থা করতে পারেন।

◼ জানুয়ারির শুরুতে, সীমা অধ্যক্ষেরা জনসাধারণের যে বক্তৃতাটি দেবেন তার শিরোনাম: “কে আমাদের ঈশ্বর যিহোবার তুল্য?” বৃহস্পতিবার (অথবা শুক্রবারে) তাদের প্রথম পরিচর্যা বক্তৃতার শিরোনাম হল: “ঐকান্তিকভাবে সুসমাচার নিয়ে পরিব্যাপ্ত হোন” এবং দ্বিতীয় পরিচর্যা বক্তৃতাটি যেটি একই দিনে ৪৫-মিনিটের সম্মিলিত মণ্ডলীর বুক স্টাডির পর দেওয়া হবে তার নামকরণ হল: “সদ্‌গুণ অথবা অবগুণ—কোন্‌টিকে আপনি অনুধাবন করেন?” প্রতিটি বক্তৃতা হবে ২৫ মিনিটের, যাতে বৃহস্পতিবার (অথবা শুক্রবার) সভার সময়ের দৈর্ঘ একত্রে এক ঘন্টা ৫০ মিনিট হয়। ‘আপনি যে বিষয়গুলি শিখেছেন সেগুলিতে লেগে থাকুন’ নামক আলোচনাটি পরিবর্তন করা হয়েছে।

◼ ১৯৯৭ সালের জন্য বাৎসরিক শাস্ত্রপদ হল: “তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দেও।”—গীতসংহিতা ১৪৩:১০. এটি ভাল হবে যদি মণ্ডলীগুলি নতুন শাস্ত্রপদ দিয়ে তাদের বোর্ডটি প্রস্তুত করে যাতে করে তা ১৯৯৭ সালের ১লা জানুয়ারি থেকে অথবা তারপর যত শীঘ্র সম্ভব প্রদর্শিত হতে পারে।

◼ কলিকাতার জেলা সম্মেলন পরিবর্তিত করে করা হয়েছে জানুয়ারি ৩-৫, ১৯৯৭.

◼ ১৯৯৭ সাল ব্যাপী ব্যবহার করার জন্য পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা ফর্মের এক সরবরাহ সকল মণ্ডলীগুলিতে পাঠানো হয়েছে। সকল মণ্ডলীর সেক্রেটারিরা যাতে করে নির্দিষ্ট কাজের সাথে যুক্ত ভাইয়েদের কাছে উপযুক্ত ফর্মগুলি বিতরণ করতে পারেন সেবিষয়ে সাহায্য করার জন্য ফর্মগুলির সাথে একটি চেকলিস্ট জুড়ে দেওয়া হয়েছে। এই ফর্মগুলি কেবলমাত্র তাদের পরিকল্পিত উদ্দেশ্যেই ব্যবহৃত হবে, সেগুলিকে নষ্ট করা উচিত হবে না। আপনার মণ্ডলীর পক্ষে এক বছরের জন্য ফর্মগুলি যথেষ্ট কি না সেই বিষয়ে নিশ্চিত হোন। যদি অতিরিক্ত ফর্মের প্রয়োজন হয়, তাহলে শীঘ্রই সেগুলির অর্ডার করা উচিত। অনুগ্রহ করে কেবলমাত্র ১৯৯৭ সালের ডিসেম্বর অবধি চলার মত অর্ডার করুন।

ফর্মের সাথে অন্তর্ভুক্ত ছিল নতুন প্রহরীদুর্গ সাহিত্যাদির তালিকা-র চারটি কপি। একটি সেক্রেটারির কাছে থাকা উচিত এবং অন্যগুলি সেই ভাইয়েদের যারা সাহিত্যের, পত্রিকার এবং হিসাবের তত্ত্বাবধান করছেন তাদের বিতরণ করা উচিত।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার