ঈশ্বর যে বৃদ্ধি দান করেন তাতে আনন্দ করা
১ প্রথম শতাব্দীর খ্রীষ্টানেরা উদ্যোগী রাজ্যের প্রচারক ছিলেন। যখন ‘মণ্ডলীগুলি দিন দিন সংখ্যায় বৃদ্ধি পেয়েছিল’ তারা আনন্দিত হয়েছিলেন। (প্রেরিত ১৬:৫) তাদের দুঃসাহসিক প্রচার এশিয়া, ইউরোপ এবং আফ্রিকায় প্রসারিত হয়েছিল এবং যার ফলে বিশ্বাসীদের প্রচুর ফসল উৎপন্ন হয়।
২ যীশু ভাববাণী করেছিলেন যে শেষকালে, প্রচার কাজ “সমুদয় জগতে” পৌঁছাবে। (মথি ২৪:১৪) ১৯৯৬ সালের পরিচর্যা বছরে আমরা ধারাবাহিকভাবে পৃথিবীর চতুর্দিকের দেশগুলি থেকে অপূর্ব বৃদ্ধির এবং নতুন শীর্ষ সংখ্যক প্রকাশকদের রিপোর্ট পেয়েছি। এই দ্রুত বৃদ্ধি শত শত নতুন কিংডম হল ও এসেম্বলি হল নির্মাণ এবং সেই সাথে শাখার সুযোগসুবিধাগুলিকে প্রসারিত করা প্রয়োজনীয় করে তুলেছে।
৩ আগস্ট মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা, আফ্রিকায় যে নির্মাণ প্রকল্পের কাজ চলেছে সেই বিষয়ে রিপোর্ট করেছিল। একই ধরনের কাজ সমগ্র ল্যাটিন আমেরিকায় অগ্রগতির পথে। ১৯৯৬ সালের পরিচর্যা বছরে মেক্সিকো ৪,৭০,০৯৮ জন প্রকাশক এবং গড়ে ৬,০০,৭৫১টি বাইবেল অধ্যয়নের এক বিস্ময়কর শীর্ষ রিপোর্ট করে যার ফলে ৪৬৬টি নতুন মণ্ডলী গঠনের প্রয়োজন হয়ে পড়ে!
৪ ভারতে এই বছর ২৫টি মণ্ডলী গঠিত হয়েছে, এর ফলে মোট মণ্ডলীগুলির এবং বিচ্ছিন্ন দলগুলির সংখ্যা দাঁড়িয়েছে ৫৩১টি। আগস্ট মাসে ১৬,৬১৫ জন ব্যক্তির তাদের কাজের রিপোর্ট সহ আমাদের ২৪তম ধারাবাহিক শীর্ষ সংখ্যায় পৌঁছানোয় আমরা আনন্দিত হয়েছিলাম। এর ফল হয় বছরটির জন্য ৭ শতাংশ বৃদ্ধি। যদিও ভারতে সাক্ষীদের মালিকানাধীনে এখন ১৭০টি কিংডম হল রয়েছে, তবুও এই দ্রুত বৃদ্ধি নতুন কিংডম হলগুলির নির্মাণ প্রয়োজনীয় করে তুলেছে—২১টি নির্মাণ প্রকল্প সম্প্রতিকালে অগ্রগতির পথে—আর সেই সাথে আমাদের শাখা নির্মাণ প্রকল্পের আরও বৃদ্ধি আবশ্যকীয় করে তুলেছে।
৫ নির্মাণ কাজ খুবই ব্যয়সাপেক্ষ বটে, তবুও আরও বেশি কিংডম হল গড়ে তোলার প্রয়োজন রয়েছে। এইধরনের প্রকল্পগুলিতে প্রায়ই জাতীয় কিংডম হল ফান্ড সাহায্য করে থাকে, যেটি সরবরাহ করা হয়ে থাকে আপনার সভার স্থানে রাখা ‘বিল্ডিং ফান্ড’ নামক বাক্সটিতে আপনার স্বেচ্ছাকৃত দানের দ্বারা। এই সকল ব্যয়সাপেক্ষ নির্মাণ কাজে সাহায্য করতে ইচ্ছুক মনোভাবের ফলস্বরূপ আমরা সেই সুখ উপভোগ করে থাকি যা আসে দান করা থেকে এবং সেই আনন্দ যা যিহোবা যে বৃদ্ধি দান করেন তা দেখে আসে!—প্রেরিত ২০:৩৫.
[Pictures on page 4, 5]
পারাগুয়ে শাখা
ইকুইয়াডোর শাখা
নির্মাণ কাজের অধীনে মেক্সিকোয় বৃদ্ধি
ডমিনিকান প্রজাতন্ত্র শাখা
বৃদ্ধি সহ ব্রাজিল শাখা
নির্মাণ কাজের অধীনে উরুগুয়ে শাখা
[৫ পৃষ্ঠার বাক্স]
ল্যাটিন আমেরিকায় বৈশিষ্ট্যমূলক কম খরচে তৈরি কিংডম হলগুলি
১. ব্রাজিল
২. নিকারাগুয়া
৩. চিলি
৪. কলোম্বিয়া
৫. মেক্সিকো
৬. ব্রাজিল
৭. পেরু
৮. ভেনিজুয়েলা
৯. মেক্সিকো