ঐশিক পরিচর্য্যা বিদ্যালয় পুনরালোচনা
জানুয়ারি ৬ থেকে এপ্রিল ২১, ১৯৯৭ সপ্তাহগুলির মধ্যে ঐশিক পরিচর্য্যা বিদ্যালয়ে যে বিষয় বিবেচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে সময় ধার্য করা হয়েছে তার মধ্যে যে কটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তা একটি আলাদা কাগজে লিখুন।
[নোট: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের পরে যে নির্দেশ দেওয়া আছে তা আপনার ব্যক্তিগত অনুসন্ধান করার জন্য। প্রহরীদুর্গ এর প্রতি নির্দেশগুলির প্রত্যেকটিতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা নাও দেওয়া থাকতে পারে।]
নিম্নলিখিত উক্তিগুলি সঠিক বা ভুল উত্তর দিন:
১. গর্ব আমাদের ব্যক্তিগত দোষগুলিকে স্বীকার করা ও পরামর্শ গ্রহণ করার ক্ষেত্রে এক প্রতিবন্ধকস্বরূপ হতে পারে। [rs পৃ. ৩৯১ অনু. ১]
২. পৃথিবীর কোন কর্তৃপক্ষ পাপ ক্ষমা করতে পারেনি যতক্ষণ পর্যন্ত না যীশু মৃত্যুবরণ ও মুক্তির মূল্য প্রদান করেছিলেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৬ ৪/১৫ পৃ. ২৯ দেখুন।]
৩. সখরিয় ৯:২-৪ পদের পরিপূর্ণতাস্বরূপ সোর নবূখদ্নিৎসরের দ্বারা সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। [si পৃ. ১৬৯ অনু. ৪]
৪. বাপ্তিস্ম হল পরিত্রাণের জন্য একটি নিশ্চয়তাস্বরূপ। [uw পৃ. ১০০ অনু. ১২]
৫. ঈশ্বর সেই “প্রাকৃতিক বিপর্যয়গুলির” জন্য দোষী নন, যেগুলি আমাদের দিনের জন্য ভাববাণী করা হয়েছিল, ঠিক যেমন আবহাওয়াবিদ্গণ যে আবহাওয়া সম্বন্ধে পূর্বাভাস দিয়ে থাকেন তার জন্য তারা দোষী নন। [rs পৃ. ৩৯৮ অনু. ১-৩]
৬. অসিদ্ধ মানুষের সমস্ত পাপ মুক্তির মূল্য দ্বারা আচ্ছাদিত হয়েছে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ১২/১৫ পৃ. ২৯ দেখুন।]
৭. মথি ২৫:৩১-৪৬ পদে উল্লেখিত ‘ছাগদিগের’ মধ্যে যারা অনন্ত ধ্বংস ভোগ করবে তারা হবে মহতী বাবিলের সক্রিয় সদস্য ও তাদের ধর্মীয় নেতারা। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ১০/১৫ পৃ. ২৬ অনু. ১৩-১৫ দেখুন।]
৮. মথি ২৩:৩৩ পদে লিপিবদ্ধ যীশুর বাক্যগুলি ইঙ্গিত করে যে একটি দল হিসাবে অধ্যাপক ও ফরীশীরা সর্পের বংশের অংশ ছিল। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৬ ৬/১ পৃ. ১১ অনু. ১১ দেখুন।]
৯. অন্যদের ক্ষমা করা ঈশ্বরের দ্বারা আমাদের ক্ষমা পাওয়ার পথকে পরিষ্কার করে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯৪ ৯/১৫ পৃ. ৭ দেখুন।]
১০. মৃত্যুতে যীশুর বাপ্তিস্ম শুরু হয়েছিল সা.শ. ২৯ সালে আর যতক্ষণ পর্যন্ত না তিনি প্রকৃতপক্ষে মারা যান ও পুনরুত্থিত হন, তা সম্পূর্ণ হয়নি। [uw পৃ. ৯৭ অনু. ৬]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন:
১১. এই সময়ে কোন্ কোন্ উপায়ে মানবজাতি যীশুর বলিদান থেকে উপকৃত হতে পারে? [kl পৃ. ৬৮-৯ অনু. ১৭-১৯]
১২. সখরিয় ৬:১২, ১৩ পদে বর্ণিত কোন্ দুটি ভূমিকা যীশু খ্রীষ্টের দ্বারা পূর্ণ হয়েছিল? [si পৃ. ১৭২ অনু. ২৫]
১৩. তাদের সমালোচনা করার চেয়ে যাদের জন্য হয়ত আমরা মনে করতে পারি যে তারা রাজ্যের সেবায় আরও করতে পারত, ব্যক্তিগতভাবে আমাদের কী করা উচিত? (গালা. ৬:৪) [uw পৃ. ৯৩ অনু. ১৩]
১৪. সখরিয়ের প্রসন্নতা নামক পাঁচনী ভগ্ন করার অর্থ কী ছিল? (সখ. ১১:৭-১১) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৯ ৬/১৫ পৃ. ৩১ দেখুন।]
১৫. কিভাবে পাপ সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে? [kl পৃ. ৫৮ অনু. ১৩]
১৬. মালাখি ৪:৫ পদের পরিপূর্ণতাস্বরূপ কোন্ অর্থে “এলিয় ভাববাদী” প্রথম শতাব্দীতে প্রকাশিত হয়েছিলেন? [si পৃ. ১৭৪ অনু. ১৫]
১৭. কিভাবে এক ব্যক্তি ঈশ্বরকে ঠকাতে পারে? (মালাখি ৩:৮) [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ৪/১৫ পৃ. ১৮ অনু. ১৫ দেখুন।]
১৮. গুরুতর সমস্যাগুলি সমাধান করার ক্ষেত্রে যীশু যে উত্তম উপদেশ দিয়েছিলেন তা আমরা মথির পুস্তকে কোথায় দেখতে পাই? [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ৭/১৫ পৃ. ২২ দেখুন।]
১৯. মথি ২০:১-১৬ পদে লিপিবদ্ধ যীশুর দৃষ্টান্তে উল্লেখিত “সিকি” কী? [সাপ্তাহিক বাইবেল পাঠ; gt ৯৭ অনু. ৬ দেখুন।]
২০. ঈশ্বরের দুষ্টতাকে অনুমোদন করা কী প্রমাণ করে তার দুটি বিষয় তালিকাভুক্ত করুন। [kl পৃ. ৭৭-৮ অনু. ১৮-২০]
প্রয়োজনীয় শব্দ বা শব্দসমষ্টির দ্বারা নিম্নোক্ত বাক্যগুলি সম্পূর্ণ করুন:
২১. প্রথম তিনটি সুসমাচারকে প্রায়ই সংক্ষিপ্তসার বলা হয়ে থাকে, যার অর্থ হল “____________________।” [si পৃ. ১৭৫ অনু. ৩]
২২. যদি একজন যে দাবি করে, তার ঈশ্বরের আত্মা আছে অথচ সে তার জীবনে আত্মার ____________________ উৎপন্ন না করে এবং ____________________ ও তার অভ্যাসগুলি থেকে পৃথক না থাকে, তাহলে তার দাবির কোন ভিত্তি নেই। [rs পৃ. ৪০২ অনু. ৩-৬]
২৩. প্রকাশিত বাক্য ২০:১২ পদে উল্লেখিত মৃতেরা তাদের পুনরুত্থানের ____________________ তাদের সম্পাদিত কাজ অনুসারে বিচারিত হবে। এটি আমাদের এই বিষয়টি উপলব্ধি করতে সাহায্য করে যে তাই অনিবার্যভাবে ____________________ পুনরুত্থান হবে না। (যোহন ৫:২৮, ২৯) [uw পৃ. ৭৫ অনু. ১২]
২৪. যদিও যীশুকে প্রকৃতপক্ষে ব্যক্তিগত নাম ____________________ দেওয়া হয়নি, তবুও মনুষ্য হিসাবে তাঁর ভূমিকা ওই নামের ____________________ পরিপূর্ণ করেছিল। (যিশা. ৭:১৪; মথি ১:২২, ২৩) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯২ ১/১৫ পৃ. ২২ দেখুন।]
২৫. মৃত্যুতে যে “আত্মা” মানবদেহ থেকে নির্গত হয় সেটি হল ____________________ যেটির উৎস ঈশ্বর থেকেই। (গীত. ১৪৬:৪) [kl পৃ. ৮১ অনু. ৫-৬]
নিম্নলিখিত উক্তিগুলি থেকে সঠিক উত্তর বেছে নিন:
২৬. মথি যে তার সুসমাচার (ইব্রীয়; অরামিক; গ্রীক) ভাষায় লিখেছিলেন এবং পরে (ইব্রীয়; অরামিক; গ্রীক) ভাষায় অনুবাদ করেছিলেন তার প্রমাণ রয়েছে। [si পৃ. ১৭৬ অনু. ৬]
২৭. (অবশিষ্টাংশ; ১,৪৪০০০) জনের অধিকাংশ স্বর্গে আছেন এবং (অবশিষ্টাংশ; ১৪৪০০০) জন এখনও পৃথিবীতে আছেন আর (পরিচালক গোষ্ঠী; বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শ্রেণী) গঠন করেছেন। [uw পৃ. ৮০ অনু. ৭]
২৮. যীশু মশীহ হয়েছিলেন তাঁর (জন্ম; বাপ্তিস্ম; পুনরুত্থান) এর সময়ে, যেটি ঘটেছিল (সা.শ.পূ. ২ সালে; সা.শ. ২৯ সালে; সা.শ. ৩৩ সালে)। [kl পৃ. ৬৫ অনু. ১২]
২৯. “পিতার ও পুত্ত্রের ও পবিত্র আত্মার নামে” বাপ্তিস্ম শুরু হয়েছিল (সা.শ. ২৯ সালে; সা.শ. ৩৩ সালে; সা.শ. ৩৬ সালে)। (মথি ২৮:১৯) [uw পৃ. ৯৮ অনু. ৯]
৩০. যেমন মথি ১০:৪১ পদে লিপিবদ্ধ আছে যারা তাঁর শিষ্যদের ভাববাদী হিসাবে গ্রহণ করবে তাদের জন্য যে পুরস্কার সম্বন্ধে যীশু প্রতিজ্ঞা করেছিলেন তা হল (অনন্তকালীন জীবন; ঐশিক সুরক্ষা; রাজ্যের সংবাদ শোনা)। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৮ ১/১ পৃ. ২৪ দেখুন।]
নিম্নলিখিত শাস্ত্রতালিকার সঙ্গে বাক্যগুলি মেলান:
সখ. ৪:৬; মথি ৪:৮-১০; মথি ১৬:১৯; ইব্রীয় ১৩:৫, ৬; যাকোব ১:১৩; ১ যোহন ৫:১৯
৩১. মানবজাতিকে আঘাত করে এমন অসংখ্য দুঃখকষ্টের কারণ ঈশ্বর নন। [kl পৃ. ৭১ অনু. ৩]
৩২. যীশুর সত্য অনুগামীরা জগতের রাজনৈতিক বিষয়ে জড়িত হতে প্রত্যাখ্যান করে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৬ ৫/১ পৃ. ১২ অনু. ৯ দেখুন।]
৩৩. ঈশ্বরের রাজ্য সম্বন্ধীয় জ্ঞান যিহূদী, শমরিয় এবং পরজাতীয়দের জন্য স্বর্গের পথ উন্মুক্ত করবে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯১ ৩/১৫ পৃ. ৫ দেখুন।]
৩৪. আমাদের প্রচার কাজের উপর পৃথিবীব্যাপী বিরোধিতা অতিক্রম করা গিয়েছে, মানুষের প্রচেষ্টায় নয়, কিন্তু যিহোবার পরিচালনা ও সুরক্ষার দ্বারা। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯৪ ৮/১৫ পৃ. ১৭ অনু. ৪ দেখুন।]
৩৫. জগতের প্রতি বিমুখ হওয়ার জন্য খ্রীষ্টানদের অনেক উত্তম কারণ আছে। [kl পৃ. ৬০ অনু. ১৮]