যিহোবা পরাক্রমের উৎকর্ষ প্রদান করেন
১ পবিত্র সেবার একটি মহামূল্যবান সুযোগ—খ্রীষ্টীয় পরিচর্যা—যীশুর সমস্ত শিষ্যদের উপর ন্যস্ত করা হয়েছে। (মথি ২৪:১৪; ২৮:১৯, ২০) কিন্তু মানব অসিদ্ধতা এবং এই বিধিব্যবস্থার চাপগুলি হয়ত কখনও কখনও আমাদের নিজেদের কিছুটা অযোগ্যরূপে দেখার কারণস্বরূপ হয়ে দাঁড়ায়।
২ যখন এটি ঘটে আমরা করিন্থে অভিষিক্ত খ্রীষ্টানদের উদ্দেশ্যে লেখা প্রেরিত পৌলের পত্রটির দ্বারা সান্ত্বনা পেতে পারি। তিনি লিখেছিলেন: “এই ধন মৃন্ময় পাত্রে করিয়া আমরা ধারণ করিতেছি।” (২ করি. ৪:৭) পৌল দৃঢ়প্রত্যয়ী ছিলেন যে: “আমরা এই পরিচর্য্যা-পদ প্রাপ্ত হওয়ায়, . . . নিরুৎসাহ হই না।” (২ করি. ৪:১) এটি সত্য যে, অভিষিক্ত অথবা “অপর মেষ” যাই হই না কেন আমাদের প্রত্যেকের জন্য সুসমাচার ঘোষণা করে চলা এবং ‘নিরুৎসাহ না হওয়া’ একটি প্রতিদ্বন্দ্বিতাস্বরূপ। আমাদের ঈশ্বরের কাছ থেকে শক্তির প্রয়োজন, যিনি “পরাক্রমের উৎকর্ষ” যোগান।—যোহন ১০:১৬; ২ করি. ৪:৭খ.
৩ উৎসাহজনক বিষয় হল এই যে, তীব্র বিরোধিতা, গুরুতর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা অথবা সীমিত আর্থিক অবস্থার সাথে সংগ্রাম করা সত্ত্বেও অনেক সাক্ষীই উদ্যোগী সুসমাচার প্রচারক। আমাদের সকলের অবশ্যই উপলব্ধি করা প্রয়োজন যে প্রচার করার জন্য আমাদের কার্যভারের প্রতি যিহোবার সমর্থন রয়েছে। তাই প্রচার করার জন্য আমাদের স্থিরসংকল্পকে নিরুৎসাহিতা অথবা আশঙ্কা দ্বারা দুর্বল হতে না দিয়ে বরং আসুন আমরা “প্রভুতে ও তাঁহার শক্তির পরাক্রমে বলবান্” হই।—ইফি. ৬:১০; হিতো. ২৪:১০.
৪ কিভাবে ঈশ্বরের পরাক্রম অর্জন করা যায়: ঈশ্বরের সাহায্য এবং শক্তির জন্য যাচ্ঞা করে প্রার্থনায় নিবিষ্ট হোন। (রোমীয় ১২:১২; ফিলি. ৪:৬, ৭) তারপর, আপনার সমগ্র চিত্তে, পরাক্রমের উৎকর্ষ প্রদানের জন্য যিহোবাতে আস্থা রাখুন। (হিতো. ৩:৫) আমাদের পত্রিকাগুলি থেকে আধুনিক দিনের জীবন কাহিনীগুলি পড়ুন, কারণ সেগুলি প্রমাণ দেয় যে পরীক্ষাগুলিকে সহ্য করতে যিহোবা আজকের দিনেও তাঁর দাসেদের সাহায্য করছেন। মণ্ডলীর ভাইদের ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকুন আর মণ্ডলীর সভাগুলি পরিত্যাগ করবেন না।—রোমীয় ১:১১, ১২; ইব্রীয় ১০:২৪, ২৫.
৫ তাই যিহোবার পরাক্রম লাভের অবস্থায় নিজেদের রাখার জন্য আমরা যা করতে পারি তার সবটুকু যেন আমরা করি, সেই পরাক্রম যা উৎকর্ষজনক আর যা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যের প্রচার কাজে হাল ছেড়ে না দিতে সাহায্য করবে।