আমরা কি আবার এটি করব?—সহায়ক অগ্রগামীর জন্য আরেকটি সনির্বন্ধ আহ্বান
১ কী আমরা আবার করব? স্মরণার্থক মরশুমে আমরা কি সহায়ক অগ্রগামীর কাজ করব? ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টে মোটা অক্ষরে লেখা এই শিরোনামটি: “৪,০০০ জন সহায়ক অগ্রগামী—প্রয়োজনীয়” আমাদের মনোযোগ আকর্ষণ করেছিল। আমরা প্রত্যয়ী ছিলাম যে আপনারা সেই আহ্বানকে গুরুত্বের সাথে গ্রহণ করবেন। যখন আমরা আমাদের সমীক্ষাটি সমাপ্ত করেছিলাম, আমরা এটি জেনে আনন্দিত হয়েছিলাম যে প্রায় ৪,২৫০ জন প্রকাশক মার্চ, এপ্রিল অথবা মে এই তিন মাসের অন্তত একটিতে সহায়ক অগ্রগামী হিসাবে সেবা করেছিলেন। কেবল ১৯৯৭ সালের এপ্রিলেই, ২,০৯৩ জন সহায়ক অগ্রগামী সেবায় নাম নথিভুক্ত করেছিলেন! আমরা যদি ঐ মাসে রিপোর্ট করেছিলেন এমন ৭৯৭ জন নিয়মিত অগ্রগামী এবং ২৮৮ জন বিশেষ অগ্রগামীর সংখ্যার সাথে এটি যোগ করি, তাহলে আমরা দেখব যে সমস্ত প্রকাশকদের শতকরা ১৮ ভাগের বেশি জন অগ্রগামী সেবার কাজ করেছিলেন। এই স্মরণার্থক মরশুমে আমরা কি আবার এটি করব?
২ গত বছর যারা তাদের ক্ষেত্র পরিচর্যার কাজকে বৃদ্ধি করতে অতিরিক্ত চেষ্টা করেছিলেন, আমরা আন্তরিকভাবে তাদের সকলের প্রশংসা করি। স্পষ্টতই, আপনারা সকলেই যিহোবা ঈশ্বর এবং আপনাদের প্রতিবেশীর প্রতি নিঃস্বার্থ প্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। (লূক ১০:২৭; ২ পিতর ১:৫-৮) জীবনের বিভিন্ন পরিস্থিতিযুক্ত প্রকাশকেরা সহায়ক অগ্রগামী কাজের জন্য সমন্বয় সাধন করেছিলেন। একটি মণ্ডলীতে, ৫১ জন প্রকাশক একত্রে একই মাসে অগ্রগামীর কাজ করেছিলেন, যার অন্তর্ভুক্ত ছিলেন অধিকাংশ প্রাচীনেরা, একজন মা যার ১৫ মাসের এক শিশুকন্যা ছিল, একজন বোন যিনি অগ্রগামীর কাজ করার জন্য তার চাকরি ছেড়ে আংশিক-সময়ের কাজ খুঁজে নিয়েছিলেন আর ছিলেন একজন বয়স্কা বোন যিনি পূর্বে কখনও অগ্রগামীর কাজ করেননি। সীমা অধ্যক্ষ লিখেছিলেন: “প্রচার কাজে এক অসাধারণ প্রচেষ্টা অগ্রগতির পথে। . . . কেবল এলাকার উপরই যে এর এক প্রভাব রয়েছে তা নয় কিন্তু মণ্ডলীও উৎসাহে উচ্ছল হয়ে ওঠে। ভাইরা একে অপরের সাথে আরও ভালভাবে পরিচিত হয়েছেন ও সেই সাথে পরিচর্যায় উত্তম ফলগুলি দেখা উপভোগ করছেন।”
৩ যুবক-যুবতীরাও পরিত্যাজ্য ছিল না। ১৩ বছর বয়সী এক অবাপ্তাইজিত প্রকাশক সেই সময়টির প্রতীক্ষা করেছিল যখন সে যিহোবার কাছে তার উৎসর্গীকরণকে চিহ্নিত করতে পারে। ফেব্রুয়ারি মাসে বাপ্তিস্মিত হওয়ার পর, সে মার্চ মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য তার আকাঙ্ক্ষা সম্বন্ধে লিখেছিল: “এরপর আর কোন কিছুই আমাকে বিরত করতে পারেনি, আমি তৎক্ষণাৎই আমার আবেদনপত্র জমা দিয়েছিলাম। . . . যে অনেক অপূর্ব অভিজ্ঞতাগুলি আমরা উপভোগ করেছিলাম তা কখনও বাস্তবে পরিণত হত না যদি না অগ্রগামীর কাজের জন্য আপনারা প্রেমপূর্ণ আমন্ত্রণ না জানাতেন। যারা সাড়া দিয়েছিলেন . . . তাদের মধ্যে থাকার এই সুযোগের জন্য আমি যিহোবার কাছে কৃতজ্ঞ।” সে আবারও এটি করার জন্য লক্ষ্য স্থাপন করেছে।
৪ আপনি হয়ত গত মার্চে ১,৭১৫ জন অথবা এপ্রিলে ২,০৯৩ জন কিংবা মে মাসে ১,৫২৩ জন সহায়ক অগ্রগামীর কাজে যুক্ত থাকা ব্যক্তিদের মধ্যে ছিলেন। এই বছর আপনি কি আবার এটি করবেন? যদি আপনি গত বছর মার্চ, এপ্রিল ও মে মাসে অগ্রগামীর কাজ করতে সক্ষম না হয়ে থাকেন, তাহলে এই বছর কি আপনি এটি করতে পারেন? আমরা কি এপ্রিলে যারা সহায়ক অগ্রগামীর কাজ করেছিলেন তাদের ২,০৯৩ জনের এই সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারি, যেটি ছিল ভারতে যে কোন একটি মাসে সহায়ক অগ্রগামীদের সর্ববৃহৎ সংখ্যা।
৫ এপ্রিল এবং মে মাসের প্রতি মনোযোগ দিন: এই বছর, স্মরণার্থক সভা পড়ছে ১১ই এপ্রিল শনিবার যা পরিচর্যার কাজকে বৃদ্ধি করার জন্য এপ্রিলকে এক উৎকৃষ্ট মাসে পরিণত করে। (২ করি. ৫:১৪, ১৫) মাসের প্রথম ১১ দিন যাবৎ, আমরা যতজন আগ্রহী ব্যক্তিকে সম্ভব স্মরণার্থক সভায় উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানোর প্রতি মনোযোগ দেব। আপনি যদি সহায়ক অগ্রগামীর কাজ করার পরিকল্পনা করছেন, তাহলে অনুগ্রহ করে যে তারিখ থেকে আপনি শুরু করতে চান তার বেশ কিছু পূর্বেই আপনার আবেদনপত্রটি জমা দিন।—১ করি. ১৪:৪০.
৬ যেহেতু মে মাসে পাঁচটি পূর্ণ সপ্তাহশেষ আছে, তাই যে প্রকাশকেরা জাগতিকভাবে পূর্ণ সময়ের কাজ করেন তারা হয়ত সেই মাসে সহায়ক অগ্রগামীর কাজ করা সহজ বলে মনে করতে পারেন। আর মে মাসে অধিকাংশ ছেলেমেয়েদের বিদ্যালয়ের ছুটি থাকবে। এই পাঁচটি সপ্তাহশেষের প্রত্যেকটিতে ক্ষেত্র পরিচর্যায় দশ ঘন্টা করে কাজ করার জন্য তালিকা করলে, আপনাকে সেই মাসটিতে প্রয়োজনীয় ৬০ ঘন্টায় পৌঁছাতে আর মাত্র অতিরিক্ত দশ ঘন্টার জন্য ব্যবস্থা করতে হবে।
৭ এপ্রিল ও মে উভয় মাসে, আমরা সাহিত্য অর্পণ হিসাবে প্রহরীদুর্গ এবং সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি অর্পণ করব। এটি এমনকি আমাদের মধ্যে আরও বেশি জনকে উৎসাহিত করবে লক্ষ্যে পৌঁছাতে ও অগ্রগামীর কাজ করতে। আমরা কেন তা বলব? কারণ পত্রিকাগুলি সহজেই উপস্থাপন করা যায় আর ক্ষেত্র পরিচর্যায় সেগুলি নিয়ে কাজ করা উপভোগ্য। পরিচর্যার প্রতিটি ক্ষেত্রে সেগুলি উপযুক্তভাবে ব্যবহৃত হতে পারে—গৃহ থেকে গৃহে এবং যখন আমরা দোকানে দোকানে ও সেই সাথে রাস্তায়, গাড়ি রাখার স্থানে এবং পার্কে আর অন্যান্য রীতিবহির্ভূত পরিস্থিতিগুলিতে লোকেদের কাছে উপস্থিত হচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে, প্রহরীদুর্গ এবং সচেতন থাক! রাজ্যের সত্যকে তুলে ধরে। সেগুলি বাইবেলের ভবিষদ্বাণীর পরিপূর্ণতার প্রতি মনোযোগ আকর্ষণ করে ও প্রমাণ করে যে ঈশ্বরের রাজ্য শাসন করছে। এছাড়া সেগুলি লোকেদের প্রকৃত প্রয়োজনগুলি নিয়ে সহমর্ম্মিতার সাথে আলোচনা করে পাঠকদের জীবনকে স্পর্শ করে। যদি আমরা চিন্তা করি যে কিভাবে এই মহামূল্যবান পত্রিকাগুলি আমাদের জীবন স্পর্শ করেছে, তাহলে আমরা সম্ভাব্য ব্যাপক মাত্রায় এপ্রিল ও মে মাসে সেগুলি বিতরণে অংশ নিতে অনুপ্রাণিত হব।
৮ এই ব্যাপক পত্রিকার কাজের জন্য প্রস্তুতিস্বরূপ, আপনি এই প্রবন্ধগুলি পুনরালোচনা করে উপকৃত হবেন যেমন: “প্রহরীদুর্গ এবং সচেতন থাক!—সত্যের সময়োপযোগী পত্রিকা” (জানুয়ারি ১, ১৯৯৪, প্রহরীদুর্গ), “আমাদের পত্রিকাগুলি সর্বোত্তমভাবে ব্যবহার করুন” (জানুয়ারি ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা) এবং “আপনার নিজস্ব পত্রিকা উপস্থাপনা প্রস্তুত করুন” (অক্টোবর ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা)।
৯ প্রাচীনেরা নেতৃত্ব নেবেন: গত বছর মার্চ থেকে মে মাসে অগ্রগামীর কাজ করেছেন এইরূপ অনেক প্রকাশকের সাহায্যস্বরূপ একটি মণ্ডলীর প্রাচীনেরা সমগ্র মণ্ডলীর জন্য মাসের একটি শনিবারকে পরিচর্যা কাজের একটি বিশেষ দিন হিসাবে নির্ধারণ করেছিলেন। মণ্ডলীর সকলকে সাক্ষ্যদানের বিভিন্ন পদ্ধতিগুলিতে অংশ নেওয়ার সুযোগ দিয়ে সেই সম্পূর্ণ দিনটিতে বিভিন্ন সময়ে বেশ কয়েকবার মিলিত হওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এটি ব্যবসায়ী এলাকাগুলিতে কাজ করা, রাস্তায় সাক্ষ্যদান, গৃহ থেকে গৃহে সাক্ষাৎ, পুনর্সাক্ষাৎ করা, চিঠি লেখা এবং টেলিফোনে সাক্ষ্যদান করাকে অন্তর্ভুক্ত করেছিল। ক্ষেত্র পরিচর্যায় অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছিল আর দিনের বিভিন্ন ভাগে ১১৭ জন প্রকাশক অংশ নিয়েছিলেন। তারা পরিচর্যায় মোট ৫২১ ঘন্টা ব্যয় করেছিলেন এবং একত্রে ৬১৭টি পত্রিকা, ব্রোশার ও বই অর্পণ করেছিলেন! শনিবারের সেই উত্তেজনা রবিবার পর্যন্ত প্রসারিত হয়েছিল, কারণ জনসাধারণের সভা এবং প্রহরীদুর্গ পাঠে অভাবনীয় সংখ্যার উপস্থিতি দেখা গিয়েছিল।
১০ এপ্রিল ও মে মাসের প্রত্যেকটি পরিচর্যা সভায়, মণ্ডলীকে মনে করিয়ে দেওয়া উচিত যে আগত সপ্তাহে কখন এবং কোথায় ক্ষেত্র পরিচর্যার জন্য সভাগুলি অনুষ্ঠিত হবে, বিশেষ করে যদি সাধারণ তালিকা ছাড়া অতিরিক্ত কিছু ব্যবস্থাদি করা হয়। নিয়মিত অগ্রগামী ও সেই সাথে প্রকাশকেরা যারা সহায়ক অগ্রগামী নন তাদের উৎসাহিত করা হচ্ছে যে তারা যেন তাদের পরিস্থিতি অনুযায়ী এই দলগত ব্যবস্থাদিকে সমর্থন করেন।
১১ পরিচালক অধ্যক্ষ সেই ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন যিনি যে এলাকাগুলিকে প্রায়ই সম্পূর্ণ করা হয়নি সেখানে কাজ করার জন্য ব্যবস্থাদি করতে এলাকাগুলি নির্ধারণ করেন। ঘরে নেই এমন গৃহগুলি এবং রাস্তায় ও দোকানে দোকানে সাক্ষ্যদানের প্রতি বেশি মনোযোগ দেওয়া যেতে পারে। সন্ধ্যায় সাক্ষ্যদানের উপর জোর দেওয়া যেতে পারে, বিশেষ করে যেহেতু এই মাসগুলিতে আরও বেশি সময় ধরে দিনের আলো থাকে। বর্ধিত কাজের প্রত্যাশায় এপ্রিল ও মে উভয় মাসে পর্যাপ্ত পরিমাণ পত্রিকা সরবরাহের অর্ডার দেওয়া উচিত।
১২ অনেক প্রকাশকেরা যোগ্য হতে পারেন: সহায়ক অগ্রগামীর আবেদনপত্রটির প্রথম বাক্যটি উল্লেখ করে: “যিহোবার প্রতি আমার ভালবাসা এবং অন্যদের তাঁর ও তাঁর প্রেমময় উদ্দেশ্যগুলি সম্বন্ধে শিখতে সাহায্য করার ইচ্ছা হেতু, আমি একজন সহায়ক অগ্রগামী হিসাবে আমার নাম নথিভুক্ত করার দ্বারা ক্ষেত্র পরিচর্যায় আমার অংশ বৃদ্ধি করতে চাই।” যিহোবাকে ভালবাসা এবং অন্যদের আধ্যাত্মিকভাবে সাহায্য করা হল আমাদের উৎসর্গীকরণের ভিত্তি। (১ তীম. ৪:৮, ১০) সহায়ক অগ্রগামী কাজের যোগ্য হওয়ার জন্য, একজনকে অবশ্যই বাপ্তাইজিত ও উত্তম নৈতিক মানসম্পন্ন হতে হবে এবং মাসব্যাপী পরিচর্যায় ৬০ ঘন্টা ব্যয় করার মত উপযুক্ত অবস্থায় থাকতে হবে। আমরা সকলে যখন আমাদের পরিস্থিতি বিবেচনা করি, আমাদের মধ্যে কিছুজন কি যারা পূর্বে কখনও অগ্রগামীর কাজ করিনি এই বছর এপ্রিল অথবা মে মাসে এটি করার কথা বিবেচনা করতে পারি?
১৩ মণ্ডলীগুলির অনেকেই হয়ত উপলব্ধি করেন যে তারাও হয়ত অগ্রগামীর কাজ করতে পারেন যখন তারা অন্যদের নাম নথিভুক্ত করতে দেখেন যাদের পরিস্থিতি হয়ত তাদের মতই। বিদ্যালয়ে যায় এমন সন্তানেরা, বয়স্কেরা, পূর্ণ সময়ের জাগতিক কর্মী যার অন্তর্ভুক্ত প্রাচীন এবং পরিচারক দাস ও অন্যান্যেরা, সকলেই সফলতার সাথে সহায়ক অগ্রগামীর কাজ করেছেন। একজন গৃহকর্ত্রী এবং দুই সন্তানের মা যিনি পূর্ণ সময়ের জাগতিক কাজ করেন তিনি সহায়ক অগ্রগামী কাজের এক মাসে ৬০ ঘন্টা করতে পেরেছিলেন, ১০৮টি পত্রিকা অর্পণ করেছিলেন আর ৩টি বাইবেল অধ্যয়ন শুরু করেছিলেন। কিভাবে তিনি এটি করেছিলেন? তিনি কর্মস্থলে দুপুরের খাবারের সময়টি নিকটবর্তী এলাকায় সাক্ষ্যদানে ব্যবহার করেছিলেন, তিনি চিঠি লিখে সাক্ষ্যদান করেছিলেন এবং তিনি গাড়ি রাখার স্থানে ও রাস্তায় সাক্ষ্যদানে রত হয়েছিলেন। এছাড়া প্রতি সপ্তাহে তিনি তার ছুটির দিনটিকে মণ্ডলীর সাথে ক্ষেত্র পরিচর্যায় অংশ নিয়ে সদ্ব্যবহার করেছিলেন। যদিও তিনি প্রথমে মনে করেছিলেন যে সহায়ক অগ্রগামী এক দুঃসাধ্য লক্ষ্য কিন্তু অন্যদের কাছ থেকে পাওয়া উৎসাহ এবং বাস্তবধর্মী একটি তালিকার সাহায্যে তিনি প্রতিবন্ধকতাগুলিকে অতিক্রম করেছিলেন।
১৪ যীশু তাঁর শিষ্যদের আশ্বাস দিয়েছিলেন যে: “আমার যোঁয়ালি সহজ ও আমার ভার লঘু।” (মথি ১১:৩০) সেটিই ছিল আগস্ট ১৫, ১৯৯৫, প্রহরীদুর্গ এর একটি উৎসাহজনক প্রবন্ধের শিরোনাম। এটি একজন বোন সম্বন্ধে জানায় যার অত্যন্ত চাপযুক্ত, পূর্ণ সময়ের একটি জাগতিক চাকরি ছিল। তিনি কি মনে করেছিলেন যে সহায়ক অগ্রগামীর কাজ তার জন্য প্রশ্নাতীত? না। বস্তুত, তিনি প্রত্যেক মাসে সহায়ক অগ্রগামীর কাজ করতে সমর্থ হয়েছিলেন। কেন? কারণ তিনি অনুভব করেছিলেন যে প্রকৃতপক্ষে অগ্রগামীর কাজ তাকে তার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছিল। বাইবেলের সত্য শেখাতে লোকেদের সাহায্য করা এবং ঈশ্বরের অনুমোদন লাভ করার জন্য তাদের জীবনে পরিবর্তন আনতে দেখা ছিল তার ব্যস্ত জীবনে আনন্দের সর্বমহান উৎস।—হিতো. ১০:২২.
১৫ অগ্রগামীর কাজ করার জন্য যদি একজনের কোন ব্যক্তিগত ত্যাগস্বীকার এবং সমন্বয় সাধন করার প্রয়োজন হয়, তাহলে তা প্রচুররূপে আশীর্বাদপ্রাপ্ত হয়ে থাকে। সহায়ক অগ্রগামীর কাজ করেছিলেন এমন একজন বোন তার অভিজ্ঞতা সম্বন্ধে লিখেছিলেন যে: “এটি আমাকে আত্ম-কেন্দ্রীক না হতে এবং অন্যদের সাহায্য করার প্রতি আরও বেশি মনোযোগ দিতে সাহায্য করেছিল। . . . যারা এটি করতে পারেন তাদের তা করতে আমি সুপারিশ করেছিলাম।”
১৬ একটি উত্তম তালিকার প্রয়োজন: এই ইনসার্টের শেষ পৃষ্ঠায়, আমরা পুনরায় নমুনা তালিকাগুলি উপস্থিত করেছি যা ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় প্রকাশ করা হয়েছিল। সম্ভবত এগুলির কোন একটি আপনার পরিস্থিতির সাথে খাপ খাবে। সেগুলিকে পুনরালোচনা করার সময়, আপনার মাসিক কাজের স্বাভাবিক সূচিটি বিবেচনা করুন। ঘরের কোন্ পরিকল্পিত কাজগুলি আগে থেকে সম্পাদন করা যেতে পারে অথবা পরে করার জন্য অস্থায়ীভাবে সরিয়ে রাখা যেতে পারে যাতে করে আপনি অগ্রগামীর কাজ করতে পারেন? চিত্তবিনোদন, আমোদপ্রমোদ অথবা অন্যান্য অবসরবিনোদন সম্বন্ধীয় বিষয়গুলিতে আপনি যে সময় ব্যয় করেন তার কিছু কি পরিহার করা যেতে পারে? প্রয়োজনীয় মোট ৬০ ঘন্টা করার প্রতি দৃষ্টি না দিয়ে বরং দিন অথবা সপ্তাহ ভিত্তিতে আপনার তালিকাটির পরিকল্পনা করুন। সহায়ক অগ্রগামীর কাজের জন্য দিনে মাত্র ২ ঘন্টা অথবা সপ্তাহে ১৫ ঘন্টা প্রয়োজন। নমুনা তালিকাগুলির প্রতি দৃষ্টিপাত করুন আর একটি পেনসিল হাতে নিয়ে বসে দেখুন যে আপনার ব্যক্তিগত পরিচর্যা তালিকার পরিপ্রেক্ষিতে আপনি কী করতে পারেন যা আপনার ও আপনার পরিবারের জন্য সবচেয়ে উপযুক্ত।
১৭ গত বছর পরিচর্যার জন্য যে প্রতিক্রিয়া এবং যে অতিরিক্ত সমর্থন মণ্ডলী দেখিয়েছিল তা একজন নিয়মিত অগ্রগামীর উদ্দীপনাকে পুনরায় জাগিয়ে তুলেছিল যিনি লিখেছিলেন: “সহায়ক অগ্রগামীর কাজকে সমর্থন করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োগে আপনাদের প্রেমপূর্ণ উৎসাহদানের জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই। . . . আপনাদের প্রস্তাবিত তালিকাগুলি যারা পূর্বে কখনও অগ্রগামীর কাজ করেননি তাদের অনেককে এটি দেখতে সাহায্য করেছে যে তারা তা করতে পারেন। . . . যিহোবার সংগঠনের এক অংশ হওয়ায় এবং বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের যথাযথ প্রেমময় নেতৃত্ব অনুসরণ করতে পারায় আমি অত্যন্ত আনন্দিত।”
১৮ হিতোপদেশ ২১:৫ পদ আমাদের আশ্বাস দেয় যে: “পরিশ্রমীর চিন্তা হইতে কেবল ধনলাভ হয়।” হিতোপদেশ ১৬:৩ পদ আমাদের উৎসাহিত করে যে: “তোমার কার্য্যের ভার সদাপ্রভুতে অর্পণ কর, তাহাতে তোমার সঙ্কল্প সকল সিদ্ধ হইবে।” হ্যাঁ, আমাদের সিদ্ধান্তে প্রার্থনাপূর্বক যিহোবাকে অন্তর্ভুক্ত করা এবং সফল হতে তিনি যে আমাদের সাহায্য করবেন সে বিষয়ে দৃঢ় নির্ভরতার দ্বারা সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য আমাদের পরিকল্পনা সম্বন্ধে আমরা ইতিবাচক হতে পারি। হতে পারে যে এক কিংবা দুই মাস আমাদের সহায়ক অগ্রগামীর তালিকাটি কিভাবে সফলতার সাথে কাজ করেছে তা দেখার পর, আমরা সহায়ক অগ্রগামীর আবেদনপত্রের সেই বাক্সটিকে চিহ্নিত করতে সক্ষম হব যেটি এইভাবে পড়া হয়: “এখানে চিহ্ন দিন যদি আপনি পরিবর্তী বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত ক্রমাগতভাবে সহায়ক অগ্রগামী হিসাবে কাজ করে যেতে চান।” যাই হোক না কেন, আমরা আবার আগস্ট মাসে অগ্রগামীর কাজ করার জন্য অপেক্ষায় থাকতে পারি যখন আবার পাঁচটি পূর্ণ সপ্তাহশেষ পাওয়া যাবে। আগস্ট মাসে যেহেতু আমরা পরিচর্যা বছর শেষ করি, তাই প্রত্যেকের পক্ষ থেকে পরিচর্যায় যতখানি সম্ভব পূর্ণরূপে অংশগ্রহণ করার জন্য এক ঐক্যবদ্ধ প্রচেষ্টা করা হবে।
১৯ যীশু ভবিষ্যদ্বাণী করেছিলেন যে: “যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য্য করিতেছি, সেও করিবে, এমন কি, এ সকল হইতেও বড় বড় কার্য্য করিবে।” (যোহন ১৪:১২) এই ভবিষ্যদ্বাণীটি যখন তার মহান পরিপূর্ণতা লাভ করছে তখন ঈশ্বরের সহকার্যকারী হিসাবে কাজ করা আমাদের জন্য এক আনন্দজনক সুযোগ। তাই এই কাজ করার জন্য সুযোগ কিনে নিয়ে এখনই হল সেই সময়, যা সর্বকালের সর্বাপেক্ষা ব্যাপকভাবে সুসমাচার প্রচারের জন্য নির্ধারিত। (১ করি. ৩:৯; কল. ৪:৫) যখনই সম্ভব সহায়ক অগ্রগামীর পরিচর্যায় অংশ নেওয়া হল রাজ্য ঘোষক হিসাবে আমাদের অংশটি করার একটি উৎকৃষ্ট উপায়। এই স্মরণার্থক মরশুমে সহায়ক অগ্রগামীদের পক্ষ থেকে প্রশংসা গান কত মহান হয় তা দেখার জন্য আমরা উৎসুকভাবে অপেক্ষা করে আছি। (গীত. ২৭:৬) গত বছরের মার্চ, এপ্রিল ও মে মাসের ফলাফলের বিষয়ে চিন্তা করে আমরা ভাবতে পারি, “আমরা কি আবার এটি করব?” আমরা প্রত্যয়ী যে আমরা এটি করব!
[৩ পৃষ্ঠার বাক্স]
আপনি কি সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন?
“আপনার ব্যক্তিগত পরিস্থিতি যাই হোক না কেন, আপনি যদি বাপ্তাইজিত হন, উত্তম নৈতিক মানসম্পন্ন হন, ক্ষেত্র পরিচর্যায় এক মাসে ৬০ ঘন্টা ব্যয় করার প্রয়োজনীয়তা মিটাতে পারেন এবং বিশ্বাস করেন যে আপনি সহায়ক অগ্রগামী হিসাবে এক কিংবা একাধিক মাস পরিচর্যা করতে পারবেন, তাহলে মণ্ডলীর প্রাচীনেরা পরিচর্যার এই সুযোগটির জন্য আপনার আবেদনপত্রটিকে বিবেচনা করতে খুশি হবেন।”—আমাদের পরিচর্যা সম্পাদন করতে সংগঠিত (ইংরাজি), পৃষ্ঠা ১১৪.
[৬ পৃষ্ঠার বাক্স]
সহায়ক অগ্রগামী তালিকা
প্রতি সপ্তাহে ক্ষেত্র পরিচর্যায় ১৫ ঘন্টা ব্যয় করার উপায়গুলির নমুনা
সকালগুলি—সোমবার থেকে শনিবার
রবিবার যে কোন দিনের জন্য বিকল্পস্বরূপ হতে পারে
দিন সময়কাল ঘন্টা
সোমবার সকাল ২ ১⁄২
মঙ্গলবার সকাল ২ ১⁄২
বুধবার সকাল ২ ১⁄২
বৃহস্পতিবার সকাল ২ ১⁄২
শুক্রবার সকাল ২ ১⁄২
শনিবার সকাল ২ ১⁄২
মোট ঘন্টা: ১৫
দুটি সম্পূর্ণ দিন
সপ্তাহের যে কোন দুটি দিন বেছে নেওয়া যেতে পারে
দিন সময়কাল ঘন্টা
বুধবার সম্পূর্ণ দিন ৭ ১⁄২
শনিবার সম্পূর্ণ দিন ৭ ১⁄২
মোট ঘন্টা: ১৫
দুটি সন্ধ্যা এবং সপ্তাহশেষ
সপ্তাহের যে কোন দুটি সন্ধ্যা বেছে নেওয়া যেতে পারে
দিন সময়কাল ঘন্টা
সোমবার সন্ধ্যা ১ ১⁄২
বুধবার সন্ধ্যা ১ ১⁄২
শনিবার সম্পূর্ণ দিন ৮
রবিবার অর্ধেক দিন ৪
মোট ঘন্টা: ১৫
সপ্তাহ দিনের বিকালগুলি এবং শনিবার
রবিবার যে কোন দিনের জন্য বিকল্পস্বরূপ হতে পারে
দিন সময়কাল ঘন্টা
সোমবার বিকাল ২
মঙ্গলবার বিকাল ২
বুধবার বিকাল ২
বৃহস্পতিবার বিকাল ২
শুক্রবার বিকাল ২
শনিবার সম্পূর্ণ দিন ৫
মোট ঘন্টা: ১৫
আমার ব্যক্তিগত পরিচর্যা তালিকা
প্রতিটি সময়কালের জন্য ঘন্টার পরিমাণ স্থির করুন
দিন সময়কাল ঘন্টা
সোমবার
মঙ্গলবার
বুধবার
বৃহস্পতিবার
শুক্রবার
শনিবার
রবিবার
মোট ঘন্টা: ১৫