স্মরণার্থ মরসুম—আরও বেশি কাজ করার এক সময়
১ বছরের নির্দিষ্ট সময়গুলোতে, প্রাচীন ইস্রায়েলীয়রা ‘সদাপ্রভুর সকল পর্ব্ব [“মরসুমি পর্বগুলো,” NW]’ উদ্যাপন করত। (লেবীয়. ২৩:২) ঈশ্বরের মঙ্গলজনক কাজগুলোর বিষয়ে গভীরভাবে চিন্তা করার জন্য সময় করে নেওয়া তাদেরকে প্রচুর আনন্দ এনে দিত এবং বিশুদ্ধ উপাসনার জন্য উদ্যোগী হতে প্রেরণা দিত।—২ বংশা. ৩০:২১–৩১:২.
২ আধুনিক সময়ে, প্রতি বছর স্মরণার্থ মরসুমে আমাদের আনন্দপূর্ণ ঈশতান্ত্রিক কাজ বৃদ্ধি পায়। এটা হল এমন এক সময়, যখন আমরা যিহোবা আমাদের যে-অমূল্য দান—তাঁর একজাত পুত্রকে—দিয়েছেন, সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করে থাকি। (যোহন ৩:১৬; ১ পিতর ১:১৮, ১৯) ঈশ্বর ও তাঁর পুত্র যে-প্রেম দেখিয়েছেন সেটা নিয়ে আমরা যখন ধ্যান করি, তখন আমরা যিহোবার প্রশংসা করতে অনুপ্রাণিত হই এবং ঐশিক ইচ্ছা পালন করার ক্ষেত্রে নিজেরা প্রাণপণ করি।—২ করি. ৫:১৪, ১৫.
৩ এই বছর প্রভুর সান্ধ্যভোজ ২৪শে মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের পর উদ্যাপন করা হবে। মার্চ, এপ্রিল ও মে মাসে আমরা কীভাবে পরিচর্যায় আমাদের অংশ বৃদ্ধি করতে পারি?
৪ আরও বেশি লোকের কাছে পৌঁছানো: ক্ষেত্রের পরিচর্যায় অংশ নেওয়ার সময় যত বেশি লোকের কাছে সম্ভব পৌঁছানোর উপায়গুলো খুঁজুন। যখন আরও বেশি লোক বাড়িতে থাকে, যেমন বিকালের দিকে অথবা সন্ধ্যায় তখন কি আপনি ঘরে ঘরে প্রচার কাজে অংশ নেওয়ার পরিকল্পনা করতে পারেন? আপনার বই অধ্যয়ন দলের কেউ কেউ যদি অধ্যয়নের আগে পরিচর্যায় অংশ নিতে চায়, তা হলে বই অধ্যয়ন অধ্যক্ষ কাছাকাছি কোনো এলাকায় কাজ করার জন্য হয়তো পরিচর্যার জন্য সংক্ষেপে একটা সভার আয়োজন করতে পারেন।
৫ অনেক লোকের কাছে পৌঁছানোর আরেকটা উপায় হল, জনসাধারণের স্থানগুলোতে সাক্ষ্যদান করা। জাপানে একজন বোন পূর্ণসময়ের চাকরি করা সত্ত্বেও, সহায়ক অগ্রগামীর কাজ করতে চেয়েছিলেন। একজন প্রাচীন পরামর্শ দিয়েছিলেন যে, প্রতিদিন কাজে যাওয়ার আগে তিনি হয়তো একটা রেল স্টেশনের কাছে রাস্তায় সাক্ষ্যদান করতে পারেন। তার নিজস্ব ভয় এবং কিছু সহযাত্রীর ঠাট্টা-বিদ্রূপ কাটিয়ে ওঠার পর, তিনি প্রায় ৪০ জনের সঙ্গে পত্রিকা রুট চালু করেছিলেন আর এদের মধ্যে সহযাত্রী, স্টেশনের কর্মী এবং কাছাকাছি দোকানের মালিকরা অন্তর্ভুক্ত ছিল। এক মাসে তিনি গড়ে ২৩৫টা পত্রিকা অর্পণ করেছিলেন। প্রতিদিন মাত্র অল্প কিছু সময় লোকেদের শাস্ত্রীয় বিষয়গুলো জানিয়ে তিনি ছয়টা বাইবেল অধ্যয়ন শুরু করতে পেরেছিলেন।
৬ সাক্ষ্যদানের সুযোগগুলো: অনেক স্কুলগামী প্রকাশক বছরে ছুটি পায়। সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এগুলো উত্তম সময় হতে পারে। এ ছাড়া, স্কুলে সাক্ষ্য দেওয়ার দ্বারা খ্রিস্টান যুবক-যুবতীরা তাদের কাজ বৃদ্ধি করতে পারে। তোমাদের সহপাঠীরা তোমাদের বিশ্বাস সম্বন্ধে কতখানি কৌতূহলী, তা দেখে তোমরা হয়তো অবাক হয়ে যাবে। সাক্ষ্য দেওয়ার জন্য ক্লাসরুমের বিভিন্ন আলোচনা অথবা স্কুলের রচনাগুলোকে কাজে লাগাও না কেন? অন্যেরা আমাদের ভিডিওগুলো ব্যবহার করে, তা করতে সমর্থ হয়েছে। কেউ কেউ সহপাঠীদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করেছে এবং তাদেরকে উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের দিকে অগ্রগতি করতে সাহায্য করেছে। এগুলো হচ্ছে “সদাপ্রভুর [“যিহোবার,” NW] নামের প্রশংসা” করার চমৎকার উপায়।—গীত. ১৪৮:১২, ১৩.
৭ আপনার দৈনন্দিন তালিকায় লোকেদের সঙ্গে আমাদের আশ্চর্য ঈশ্বর এবং তাঁর অপূর্ব প্রতিজ্ঞাগুলো সম্বন্ধে কথা বলার সুযোগগুলো খুঁজুন। একজন ভাই, যিনি প্রতিদিন একই ট্রেনে যাতায়াত করেন তিনি যখন উপযুক্ত মনে করেন, তখন সহযাত্রীদের কাছে সাক্ষ্যদান করেন। উদাহরণস্বরূপ, একটা স্টেশনে পরের ট্রেনের জন্য অপেক্ষা করার সময়, তিনি একজন অল্পবয়স্ক ব্যক্তির কাছে প্রতিদিন প্রায় পাঁচ মিনিট ধরে সাক্ষ্য দিতেন। ফলে, সেই অল্পবয়স্ক ব্যক্তি এবং তার সহকর্মী বাইবেল অধ্যয়ন করতে রাজি হয়। তারা যখন যাত্রা করত, তখন ট্রেনে বাইবেল অধ্যয়ন পরিচালনা করা হতো। কিছুদিন পর, একজন বয়স্কা ভদ্রমহিলা যিনি তাদের আলোচনাগুলো শুনতেন তিনি ভাইয়ের কাছে যান এবং তাকে বাইবেল অধ্যয়ন করানোর কথা বলেন। যেদিনগুলোতে এই মহিলা ট্রেনে করে যাতাযাত করেন সেই দিনগুলোতে তিনিও তার অধ্যয়ন উপভোগ করে থাকেন। এইভাবে, সেই ভাই দশ জন লোকের সঙ্গে ট্রেনে অধ্যয়ন করেছেন।
৮ কিন্তু বয়স বেড়ে যাওয়া অথবা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে আপনি যা করতে পারেন সেই ক্ষেত্রে যদি সীমাবদ্ধতা থাকে, তা হলে কী? তবুও হয়তো এমন উপায়গুলো থাকতে পারে, যার মাধ্যমে আপনি যিহোবার প্রতি আপনার প্রশংসা বৃদ্ধি করতে পারেন। আপনি কি টেলিফোনে সাক্ষ্যদানের চেষ্টা করেছেন? কীভাবে তা করতে হয় সেই সম্বন্ধে আপনি যদি অনিশ্চিত থাকেন, তা হলে আপনার বই অধ্যয়ন অধ্যক্ষকে তা জানান। তিনি হয়তো আপনার সঙ্গে এমন প্রকাশকদের কাজ করার ব্যবস্থা করতে পারেন, যারা এই পদ্ধতি ব্যবহার করে। সঙ্গী হিসেবে একসঙ্গে কাজ করে, আপনারা একে অপরের কাছ থেকে শিখতে এবং কার্যকারীভাবে সাক্ষ্য দেওয়ার জন্য একে অপরকে সাহায্য করতে পারেন। টেলিফোনে সাক্ষ্যদান করার জন্য উত্তম পরামর্শগুলো ২০০১ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৫-৬ পৃষ্ঠায় পাওয়া যেতে পারে।
৯ স্মরণার্থ সভায় যোগদান করা হয়তো নতুনদের যিহোবার প্রতি তাদের প্রশংসা বৃদ্ধি করতে চাওয়ায় উদ্দীপিত করতে পারে। আপনি ক্ষেত্রের পরিচর্যার উৎসাহজনক অভিজ্ঞতাগুলো বলা এবং বাইবেলের শিক্ষাগুলোকে ব্যাখ্যা করতে ও তাদের বিশ্বাসের উত্তর দেওয়া বা পক্ষ সমর্থন করার জন্য ক্রমান্বয়ে প্রশিক্ষণ দেওয়ার দ্বারা রীতিগত প্রচার কাজে অংশ নেওয়া সম্বন্ধে তাদের যেকোনো ভয়কে কাটিয়ে উঠতে তাদেরকে সাহায্য করতে পারেন। (১ পিতর ৩:১৫) যদি একজন বাইবেল ছাত্র সুসমাচার প্রচার করার ইচ্ছা প্রকাশ করেন, তা হলে পরিচালক অধ্যক্ষের সঙ্গে কথা বলুন। জনসাধারণের পরিচর্যায় মণ্ডলীর সঙ্গে অংশ নেওয়ার জন্য ছাত্র যোগ্য কি না, তা নির্ধারণ করার জন্য তিনি ছাত্রের সঙ্গে একটা আলোচনার ব্যবস্থা করবেন। সর্বজনীন বিচার্য বিষয়ের পক্ষে নতুনরা পদক্ষেপ নিচ্ছে, তা দেখা নিশ্চয় যিহোবার হৃদয়কে কতই না আনন্দিত করে!—হিতো. ২৭:১১.
১০ আপনি কি সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন? সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য প্রয়োজনীয় ৫০ ঘন্টা পূরণ করাকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত। (মথি ৫:৩৭) এর মানে হল যে, আপনাকে প্রত্যেক সপ্তাহে ক্ষেত্রের পরিচর্যায় গড়ে ১২ ঘন্টা ব্যয় করার ব্যবস্থা করতে হবে। ৫ পৃষ্ঠায় দেওয়া সহায়ক অগ্রগামীর তালিকাগুলোর কোনো একটা নমুনা কি আপনার পরিস্থিতির উপযোগী? যদি না হয়, তা হলে আপনি কি এমন একটা তালিকার ব্যবস্থা করতে পারেন যা আপনাকে মার্চ, এপ্রিল অথবা মে মাসে সহায়ক অগ্রগামীর কাজ করতে সমর্থ করবে? আপনার পরিচর্যা কাজকে বৃদ্ধি করার জন্য আপনার প্রচেষ্টায় আশীর্বাদ করতে যিহোবার কাছে প্রার্থনা করুন।—হিতো. ১৬:৩.
১১ এই স্মরণার্থ মরসুমকে যিহোবার প্রশংসা করার এক বিশেষ সময় করে তুলতে প্রাচীন ও পরিচারক দাসেরা আপনার প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করবে। সম্ভবত, তাদের অনেকেই সহায়ক অগ্রগামীর কাজ করবে। প্রাচীনরা পরিচর্যার জন্য অতিরিক্ত সভাগুলোর ব্যবস্থা করবে, যেমন বিকালে, সাপ্তাহিক দিনের সন্ধ্যাগুলোতে এবং প্রয়োজন অনুসারে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। কোথায় ও কখন এই সভাগুলো করা হবে এবং নেতৃত্ব নেওয়ার জন্য কাকে পাওয়া যাবে, সেটা নির্ধারণ করার জন্য প্রাচীনরা হয়তো সেই ব্যক্তিদের সঙ্গে কথা বলতে পারে, যারা অগ্রগামীর কাজ করার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করেছে অথবা যারা তা করার জন্য চিন্তা করছে। প্রাচীনরা এমনভাবে ব্যবস্থাদি করার চেষ্টা করবে, যাতে পরিচর্যার জন্য আপনার আলাদা করে রাখা দিন ও সময়ে আপনার সঙ্গে কাজ করার জন্য অন্য প্রকাশকরা থাকে। এইভাবে, পরিকল্পনাগুলোকে দৃঢ়ভাবে তৈরি করা যেতে পারে এবং আরও বেশি উত্তম কিছু সম্পাদন করা যেতে পারে।—হিতো. ২০:১৮.
১২ আপনার যথাসাধ্য করুন: আপনার পরিস্থিতি যদি আপনাকে সহায়ক অগ্রগামীর কাজ করতে সুযোগ না দেয়, তা হলে মনে রাখবেন যে, ‘আমাদের যাহা নাই, তদনুসারে নয়, আমাদের যাহা আছে তদনুসারে’ যিহোবা আমাদের প্রচেষ্টা ও ত্যাগস্বীকারকে গ্রাহ্য করেন। (২ করি. ৮:১২) আমাদের অনেক কিছু রয়েছে যার জন্য আমরা যিহোবাকে ধন্যবাদ দিতে পারি। উত্তম কারণে দায়ূদ লিখেছিলেন: “আমি সর্ব্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব; তাঁহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে।” (গীত. ৩৪:১) এই স্মরণার্থ মরসুমে সেটাই যেন আমাদের সংকল্প হয়।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. ঈশ্বর ভয়শীল ইস্রায়েলীয়দের ওপর “মরসুমি পর্বগুলো” কী প্রভাব ফেলেছিল?
২, ৩. কেন স্মরণার্থ মরসুমে আমাদের আধ্যাত্মিক কাজকে বৃদ্ধি করা উপযুক্ত এবং আমরা কখন স্মরণার্থ সভা উদ্যাপন করব?
৪, ৫. (ক) আরও বেশি লোকের কাছে সুসমাচার নিয়ে পৌঁছাতে কোন বিষয়টা কিছু জনকে সাহায্য করেছে? (খ) স্থানীয়ভাবে কোন বিষয়টাকে কার্যকারী বলে আপনি মনে করেন?
৬. কীভাবে যুবক-যুবতীরা হয়তো তাদের আধ্যাত্মিক কাজ বৃদ্ধি করতে পারে?
৭. (ক) কীভাবে একজন ভাই অন্যদের কাছে সাক্ষ্যদানের সুযোগগুলোর সদ্ব্যবহার করেছিলেন? (খ) আপনিও কি এইরকম অভিজ্ঞতা লাভ করেছেন?
৮. বয়স বেড়ে যাওয়া অথবা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে যারা সীমাবদ্ধ হয়ে পড়েছে, তাদের জন্য পরিচর্যার কোন পদ্ধতি হয়তো পরিচর্যায় তাদের অংশ বৃদ্ধিতে সাহায্য করতে পারে?
৯. আমরা কীভাবে বাইবেল ছাত্রদের জনসাধারণের পরিচর্যায় মণ্ডলীর সঙ্গে অংশ নেওয়ার জন্য যোগ্য হতে সাহায্য করতে পারি?
১০. (ক) কীভাবে একটা উত্তম তালিকা সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য আমাদের সাহায্য করতে পারে? (খ) গত বছর স্মরণার্থ মরসুমে আপনি কি সহায়ক অগ্রগামীর কাজ করতে পেরেছিলেন? কীভাবে?
১১. যারা সহায়ক অগ্রগামীর কাজ করবে তাদেরকে প্রাচীন ও পরিচারক দাসেরা কীভাবে সমর্থন করতে পারে?
১২. কী আমাদের সবসময় যিহোবার প্রশংসা করতে পরিচালিত করে?
[৩ পৃষ্ঠার বাক্স]
কীভাবে আপনি আপনার কাজকে বৃদ্ধি করবেন?
▪ লোকেরা যখন বাড়িতে থাকে, তখন প্রচার করুন
▪ জনসাধারণের স্থানগুলোতে সাক্ষ্য দিন
▪ কাজের জায়গায় অথবা স্কুলে সাক্ষ্য দিন
▪ টেলিফোনে সাক্ষ্যদান করুন
▪ একজন সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করুন
[৫ পৃষ্ঠার তালিকা]
সহায়ক অগ্রগামীদের জন্য নমুনা তালিকাগুলো—প্রত্যেক সপ্তাহে ১২ ঘন্টা ক্ষেত্রের পরিচর্যায় কাজ করার বিভিন্ন উপায়
সকালগুলো—সোমবার থেকে শনিবার
রবিবার যেকোনো দিনের বিকল্প হতে পারে।
দিন সময়কাল ঘন্টা
সোমবার সকাল ২
মঙ্গলবার সকাল ২
বুধবার সকাল ২
বৃহস্পতিবার সকাল ২
শুক্রবার সকাল ২
শনিবার সকাল ২
মোট ঘন্টা: ১২
পুরো দুই দিন
সপ্তাহের যেকোনো দুই দিন বেছে নেওয়া যেতে পারে। (যে-দিনগুলো বেছে নেওয়া হয় তার ওপর ভিত্তি করে, এই তালিকায় হয়তো মাসের জন্য কেবল মোট ৪৮ ঘন্টা হবে।)
দিন সময়কাল ঘন্টা
বুধবার পুরো দিন ৬
শনিবার পুরো দিন ৬
মোট ঘন্টা: ১২
দুটো সন্ধ্যা এবং সাপ্তাহিক ছুটির দিন
সাপ্তাহিক দিনের যেকোনো দুটো সন্ধ্যা বেছে নেওয়া যেতে পারে।
দিন সময়কাল ঘন্টা
সোমবার সন্ধ্যা ১১/২
বুধবার সন্ধ্যা ১১/২
শনিবার পুরো দিন ৬
রবিবার অর্ধেক দিন ৩
মোট ঘন্টা: ১২
তিনটে দুপুরবেলা ও শনিবার
রবিবার যেকোনো দিনের বিকল্প হতে পারে।
দিন সময়কাল ঘন্টা
সোমবার দুপুরবেলা ২
বুধবার দুপুরবেলা ২
শুক্রবার দুপুরবেলা ২
শনিবার পুরো দিন ৬
মোট ঘন্টা: ১২
আমার ব্যক্তিগত পরিচর্যার তালিকা
প্রতিটা সময়কালের জন্য ঘন্টার পরিমাণ স্থির করুন।
দিন সময়কাল ঘন্টা
সোমবার
মঙ্গলবার
বুধবার
বৃহস্পতিবার
শুক্রবার
শনিবার
রবিবার
মোট ঘন্টা: ১২