‘সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিন’
১ এমন এক জগৎ, যেখানে খুব অল্পই সুসমাচার রয়েছে, সেখানে “ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিবার” বিশেষ সুযোগ আমাদের রয়েছে। (প্রেরিত ২০:২৪) এর অন্তর্ভুক্ত হল, লোকেদের এটা জানতে দেওয়া যে, ‘শেষ কালের’ স্থলে খুব শীঘ্রই যিহোবার ধার্মিক নতুন জগৎ আসবে, যেখানে ‘প্রথম বিষয় সকল লুপ্ত হইবে।’ (২ তীম. ৩:১-৫; প্রকা. ২১:৪) সেই সময়ে অসুস্থতা আর থাকবে না। (যিশা. ৩৩:২৪) মৃত প্রিয়জনেরা কবর থেকে বের হয়ে আসবে এবং পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে পুনর্মিলিত হবে। (যোহন ৫:২৮, ২৯) পুরো পৃথিবী এক মনোরম পরমদেশ হয়ে উঠবে। (যিশা. ৬৫:২১-২৩) এগুলো হচ্ছে আমরা যে-সুসমাচার প্রচার করি, সেগুলোর মধ্যে মাত্র কয়েকটা!
২ মার্চ, এপ্রিল এবং মে মাস এই ধরনের সুসমাচার ঘোষণা করার চমৎকার সুযোগগুলো প্রদান করবে। এই মাসগুলোতে পৃথিবীর অনেক জায়গার আবহাওয়া ভাল থাকে এবং দিনও বড় থাকে আর তাই এই মাসগুলো পরিচর্যায় অধিক সময় ব্যয় করার উপযোগী। অধিকন্তু, পৃথিবীব্যাপী ২২ মার্চ, শনিবার সূর্যাস্তের পর বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অর্থাৎ স্মরণার্থ সভা উদ্যাপন করা হবে। তাই, আমাদের কাজ বাড়ানোর জন্য প্রস্তুতি শুরু করার এখনই সময়।
৩ সহায়ক অগ্রগামী: আপনি কি এক, দুই অথবা পুরো তিন মাসই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য আপনার তালিকাকে সুবিন্যস্ত করতে পারেন? এই বিষয়টা বিবেচনা করার জন্য আপনার পরবর্তী পারিবারিক অধ্যয়নে কিছুটা সময় রাখুন না কেন? উত্তম সহযোগিতার দ্বারা পরিবারের এক বা একাধিক সদস্য সহায়ক অগ্রগামীর কাজ করতে সমর্থ হতে পারে। (হিতো. ১৫:২২) এই বিষয়ে প্রার্থনা করুন আর দেখুন কীভাবে যিহোবা আপনার প্রচেষ্টাগুলোতে আশীর্বাদ করেন। (হিতো. ১৬:৩) এমনকি পরিবারের একজন সদস্যও যদি সহায়ক অগ্রগামীর কাজ করতে না পারেন, তবুও পরিবারের সকল সদস্য, সেই ব্যক্তিদের সঙ্গে পরিচর্যায় অংশগ্রহণ বাড়ানোর ব্যাপারে নির্দিষ্ট লক্ষ্যগুলো স্থাপন করতে পারে, যারা অগ্রগামীর কাজ করতে সমর্থ।
৪ যদি আপনি কোনো পূর্ণসময়ের চাকরি করেন, তাহলে এক উত্তম তালিকা আপনাকে সহায়ক অগ্রগামীর কাজ করায় সমর্থ করতে পারে। আপনি হয়তো দুপুরের খাবারের বিরতি থেকে কিছুটা সময় প্রচার করার জন্য ব্যবহার করতে পারেন। অথবা আপনি হয়তো আপনার ঘরের কিংবা কর্মস্থলের কাছাকাছি একটা ব্যক্তিগত এলাকা চাইতে পারেন এবং কাজের আগে বা পরে এক ঘন্টা বা আরেকটু বেশি সময় পরিচর্যায় অংশ নিতে পারেন। আপনি হয়তো কম গুরুত্বপূর্ণ কাজগুলো অন্য মাসে করে এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পুরো দিন পরিচর্যায় ব্যয় করে আপনার তালিকায় অতিরিক্ত সময় পেতে পারেন। কেউ কেউ ক্ষেত্রের পরিচর্যায় ব্যয় করার জন্য এক বা দুদিন ছুটি নিতে সক্ষম হয়েছে।
৫ যদি আপনি বয়স্ক বা দুর্বল ব্যক্তি হয়ে থাকেন অথবা আপনার সীমিত কর্মশক্তি থাকে, তাহলে পরিচর্যায় প্রতিদিন অল্পসময় ব্যয় করে আপনি সহায়ক অগ্রগামীর কাজ করতে সমর্থ হতে পারেন। “পরাক্রমের উৎকর্ষ” প্রদান করার জন্য যিহোবার কাছে প্রার্থনা করুন। (২ করি. ৪:৭) একজন বোন ১০৬ বছর বয়সে সহায়ক অগ্রগামীর কাজ করতে সমর্থ হয়েছিলেন! তার খ্রিস্টান আত্মীয়স্বজন এবং মণ্ডলীর অন্যদের সাহায্যে তিনি ঘরে ঘরে প্রচার করেছিলেন, পুনর্সাক্ষাৎ করেছিলেন, বাইবেল অধ্যয়নে গিয়েছিলেন এবং পরিচর্যার অন্যান্য দিকে অংশ নিয়েছিলেন। তিনি দশজন লোকের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করায় সাহায্য করেছিলেন। “আমি একজন সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করেছিলাম, এই চমৎকার সুযোগের বিষয় যখন আমি চিন্তা করি,” তিনি বলেন, “তখন আমার হৃদয় যিহোবা, তাঁর পুত্র এবং তাঁর প্রেমময় সংগঠনের প্রতি ভালবাসা ও উপলব্ধিতে পূর্ণ হয়ে যায়। আমি সত্যি সত্যিই বলতে চাই, ‘যিহোবা, তোমাকে ধন্যবাদ!’”
৬ যদি তুমি একজন বাপ্তাইজিত স্কুলপড়ুয়া কিশোর বা কিশোরী হয়ে থাকো, তাহলে তুমিও একজন সহায়ক অগ্রগামী হিসেবে নাম লেখাতে সক্ষম হতে পারো। পূর্ণসময়ের কাজ করে এমন ব্যক্তিদের মতো সম্ভবত তুমিও মূলত সাপ্তাহিক ছুটির দিনগুলোকে পরিচর্যায় ব্যবহার করতে পারবে। সম্ভবত তুমি কয়েকটা দিন স্কুলের পর এক ঘন্টা বা আরেকটু বেশি সময়ের জন্য বাইরে যেতে পারো। স্কুলে কি কোনো ছুটি রয়েছে, যাতে তুমি পরিচর্যায় অংশ নেওয়ার জন্য সেটাকে ব্যবহার করতে পারো? যদি তুমি সহায়ক অগ্রগামীর কাজ করতে চাও, তাহলে তোমার বাবামার সঙ্গে এই বিষয়ে কথা বলো।
৭ উদ্যম গড়ে তুলুন: প্রাচীনরা তাদের উদাহরণের মাধ্যমে মণ্ডলীর উদ্যম গড়ে তোলার জন্য অনেক কিছু করতে পারে। (১ পিতর ৫:২, ৩) তারা হয়তো সেই ব্যক্তিদের জন্য অতিরিক্ত ক্ষেত্রের পরিচর্যা সভার তালিকা তৈরি করতে পারে, যারা খুব সকালে, স্কুলের পর অথবা কাজের পর পরিচর্যায় অংশ নেবে। পরিচর্যা অধ্যক্ষের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত যে, পরিচর্যা সভা পরিচালনা করার জন্য যোগ্য প্রকাশকদের কার্যভার দেওয়া হয়েছে এবং বিশেষ কাজের এই মাসগুলোর জন্য পর্যাপ্ত প্রচারের এলাকা আর সেইসঙ্গে হাতে যথেষ্ট পত্রিকা ও সাহিত্যাদি রয়েছে।
৮ একটা মণ্ডলীতে, প্রাচীনরা বেশ কয়েক মাস আগে থেকেই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য উৎসাহিত করতে শুরু করেছিল। তারা প্রত্যেক সপ্তাহে মণ্ডলীতে জানিয়ে যাচ্ছিল যে, কত জন প্রকাশককে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য অনুমোদন করা হয়েছে। যারা পরিচর্যায় তাদের অংশগ্রহণকে বাড়ানোর আকাঙ্ক্ষা করেছিল, এটা সেই ব্যক্তিদেরকে এই আশ্বাস জুগিয়েছিল যে, তারা উত্তম সমর্থন লাভ করবে। খুব সকালের এবং সন্ধ্যার জন্য অতিরিক্ত পরিচর্যা সভার ব্যবস্থা করা হয়েছিল। ফলস্বরূপ, এপ্রিল মাসে ৫৩ জন অর্থাৎ মণ্ডলীর প্রায় অর্ধেক প্রকাশকই সহায়ক অগ্রগামীর কাজ করেছিল! যেসমস্ত জায়গায় বিরোধিতা রয়েছে, সেখানে প্রাচীনদের কাছ থেকে ভাইবোনদের অনেক উৎসাহের প্রয়োজন রয়েছে। সাক্ষ্যদানের বিকল্প পদ্ধতিগুলো, যেমন চিঠি বা টেলিফোনের মাধ্যমে ও এই ধরনের বিভিন্ন পদ্ধতিতে সাক্ষ্যদান করার দ্বারা সুসমাচার জানানোর পদ্ধতিগুলো পরিচর্যা সভায় নমুনা হিসেবে দেখানো যেতে পারে।
৯ অন্যদের প্রচার করতে সাহায্য করুন: যখন নতুন ব্যক্তিরা এবং কিশোর-কিশোরীরা প্রচার শুরু করার জন্য যোগ্য হয়ে ওঠে, তখন তাদেরকে অভিজ্ঞ প্রকাশকদের সঙ্গে ক্ষেত্রের পরিচর্যায় কাজ করার জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে। এই ধরনের এক সুযোগ স্মরণার্থ মরসুমের সময় আসতে পারে, যখন মণ্ডলীর অনেকেই তাদের কাজকে বাড়াবে। আপনার কি উন্নতি করে চলেছে এমন একজন বাইবেল ছাত্র বা ছাত্রী রয়েছে, যিনি যিহোবার ধার্মিক মানগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করছেন? আপনার ছেলেমেয়েরা কি ভদ্র, যারা বেশ উন্নতি করে যাচ্ছে অথচ এখনও প্রকাশক হয়নি? যদি এই ধরনের ব্যক্তিরা অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে এবং আপনি মনে করেন যে তারা যোগ্য, তাহলে প্রাচীনদের মধ্যে একজনকে জানান। পরিচালক অধ্যক্ষ আপনার এবং আপনার সন্তান অথবা ছাত্র-ছাত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন প্রাচীনের ব্যবস্থা করবেন।
১০ এ ছাড়া, আসন্ন মাসগুলো নিষ্ক্রিয় হয়ে পড়েছে এমন ব্যক্তিদের জন্যও মণ্ডলীর সঙ্গে আবারও কাজ শুরু করার এক চমৎকার সময় হবে। মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষদের এবং অন্য প্রাচীনদের এই ধরনের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এক অধ্যবসায়ী প্রচেষ্টা করা উচিত এবং পরিচর্যায় তাদের সঙ্গে কাজ করার জন্য এক উষ্ণ ব্যক্তিগত আমন্ত্রণ জানানো উচিত। যদি তারা দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকে, তাহলে তাদের যোগ্যতার বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য প্রথমে তাদের সঙ্গে দুজন প্রাচীনের কথা বলা উচিত।—km-BE ১১/০০ পৃষ্ঠা ৩.
১১ স্মরণার্থের জন্য প্রস্তুত হোন: মুক্তির মূল্য হচ্ছে “ঈশ্বরের অনুগ্রহের” বা অযাচিত দয়ার সর্বমহান প্রকাশ। (প্রেরিত ২০:২৪) সারা পৃথিবীতে লক্ষ লক্ষ উপলব্ধিপরায়ণ ব্যক্তি ২২ মার্চ, শনিবার সূর্যাস্তের পর খ্রিস্টের মৃত্যুর স্মরণার্থ উদ্যাপন করার জন্য মিলিত হবে। আমরা সমস্ত সৎহৃদয়ের ব্যক্তিদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে এবং সাহায্য করতে চাই, যা মানবজাতির প্রতি যিহোবার অযাচিত দয়ার সাক্ষ্য প্রদান করে।
১২ আপনি যাদের আমন্ত্রণ জানাতে চান, তাদের একটা তালিকা প্রস্তুত করুন। নিঃসন্দেহে, আপনার তালিকায় আপনি আত্মীয়স্বজন, প্রতিবেশী, কর্মস্থলের অথবা স্কুলের পরিচিতজন, পূর্বের ও বর্তমান বাইবেল ছাত্র-ছাত্রী এবং আপনি নিয়মিতভাবে সাক্ষাৎ করেন এমন অন্যান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করবেন। আপনার আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে কারো যদি স্মরণার্থ সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন থাকে, তাহলে বাইবেল শিক্ষা দেয় বইয়ের ২০৬-৮ পৃষ্ঠায় পরিশিষ্টে দেওয়া প্রভুর সান্ধ্যভোজ সংক্রান্ত প্রবন্ধটি ব্যবহার করা আপনার জন্য সাহায্যকারী হতে পারে। এটা আপনার জন্য এমনকি একটা বাইবেল অধ্যয়ন শুরু করার পথও খুলে দিতে পারে, কারণ এটা আপনাকে সেই প্রকাশনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ দেবে, যেটি আমরা বাইবেল অধ্যয়ন পরিচালনা করার জন্য ব্যবহার করি।
১৩ একজন বোন ৪৮টা পরিবারকে আমন্ত্রণ জানানোর জন্য তালিকা প্রস্তুত করেছিলেন। তিনি একটা করে পরিবারকে আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে তাদের নাম তালিকা থেকে কেটে দিয়েছিলেন এবং তাদেরকে যে-তারিখে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই তারিখটা লিখে রেখেছিলেন। তিনি কতই না আনন্দিত হয়েছিলেন যে, তার আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ২৬ জন স্মরণার্থ সভায় এসেছিল! একজন ভাই, যিনি একটা দোকানের মালিক, তিনি তার দোকানের একজন কর্মীকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যিনি আগে একজন যাজক ছিলেন। সেই ব্যক্তি উপস্থিত হয়েছিলেন এবং পরে অভিভূত হয়ে বলেছিলেন, “আমি ক্যাথলিক গির্জায় ৩০ বছরে যা শিখেছি, তার চেয়ে এই এক ঘন্টায় বাইবেল সম্বন্ধে আরও বেশি কিছু শিখতে পেরেছি।” স্মরণার্থ সভার অল্পসময় পরই তিনি বাইবেল শিক্ষা দেয় বইটি দিয়ে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব গ্রহণ করেছিলেন।
১৪ অভিযান: ১ মার্চ, শনিবার থেকে শুরু করে ২২ মার্চ পর্যন্ত পৃথিবীব্যাপী স্মরণার্থ সভার এক বিশেষ আমন্ত্রণপত্র বিতরণ করা হবে। সমস্ত প্রকাশক নিশ্চয়ই পূর্ণরূপে এই গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নিতে চাইবে। একটা আমন্ত্রণপত্র দরজায় দরজায় দিয়ে আসার পরিবর্তে একজন গৃহকর্তাকে ব্যক্তিগতভাবে তা দেওয়া আরও ভাল হবে। কিন্তু, আপনার যদি এক বিরাট এলাকা থাকে, তাহলে প্রাচীনরা হয়তো ঘরে পাওয়া যায়নি এমন বাড়িগুলোতে আমন্ত্রণপত্র দিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমরা চলতি সংখ্যার পত্রিকাগুলোও অর্পণ করব।
১৫ আমন্ত্রণপত্রগুলো বিতরণ করার জন্য যেহেতু আমাদের সীমিত সময় থাকবে, তাই এক সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরা সর্বোত্তম হবে। বন্ধুত্বপরায়ণ এবং উদ্যমী হোন। গৃহকর্তা আমাদের বার্তার প্রতি আগ্রহী কি না, তা নির্ধারণ করার পর, আপনি হয়তো এইরকম কিছু বলতে পারেন: “আমরা আপনাকে, আপনার পরিবারের সদস্যদের এবং আপনার বন্ধুবান্ধবকে ২২ মার্চ অনুষ্ঠিত একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটা হচ্ছে আপনার আমন্ত্রণপত্র। বিস্তারিত বিবরণ এই আমন্ত্রণপত্রেই ছাপানো রয়েছে।” গৃহকর্তার হয়তো বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। অথবা তিনি হয়তো আমন্ত্রণপত্র গ্রহণ করতে পারেন আর এমনকি সেখানে উপস্থিত থাকার ইচ্ছাও প্রকাশ করতে পারেন। এই আগ্রহের বিষয় লিখে রাখুন এবং পুনর্সাক্ষাৎ করার ব্যবস্থা করুন।
১৬ গত বছর একজন সৈনিক তার দরজায় স্মরণার্থ সভার একটা আমন্ত্রণপত্র পেয়েছিলেন। তিনি যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু তাকে তার সার্জেন্টের কাছ থেকে অনুমতি নিতে হয়েছিল। তিনি যখন সেই সার্জেন্টকে আমন্ত্রণপত্রটা দেখান, তখন সার্জেন্ট কিছুক্ষণের জন্য চুপ হয়ে যান এবং পরে বলেন যে, তার বাবামাও সাক্ষি আর তিনিও তাদের সঙ্গে সভাগুলোতে যোগ দিতেন। তিনি কেবলমাত্র সেই সৈনিককেই সেখানে যোগ দেওয়ার অনুমতি দেননি কিন্তু তার সঙ্গে নিজেও স্মরণার্থ সভায় উপস্থিত হয়েছিলেন!
১৭ কৃতজ্ঞতা প্রকাশ করুন: ২০০৮ সালের স্মরণার্থ মরসুম যতই নিকটবর্তী হচ্ছে, ততই যেন আমরা প্রত্যেকে আমাদের প্রতি দেখানো যিহোবার অযাচিত দয়া নিয়ে গভীরভাবে চিন্তা করি। প্রেরিত পৌল লিখেছিলেন: “আমরা নিবেদনও করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না।” (২ করি. ৬:১) কীভাবে আমরা দেখাই যে, আমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিনি? পৌল লিখেছিলেন: “কিন্তু ঈশ্বরের পরিচারক বলিয়া সর্ব্ববিষয়ে আপনাদিগকে যোগ্যপাত্র দেখাইতেছি।” (২ করি. ৬:৪) তাই, আমাদের উত্তম আচরণ এবং সুসমাচারের উদ্যোগী প্রচারের মাধ্যমে যিহোবার দানের জন্য আমরা আমাদের কৃতজ্ঞতা দেখিয়ে থাকি। এই স্মরণার্থ মরসুমে আমাদের কাজকে বাড়ানোর, সুসমাচারের পক্ষে সাক্ষ্য দেওয়ার এক চমৎকার সুযোগ আমরা পাব।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. আমরা কোন সুসমাচার প্রচার করি?
২. কেন স্মরণার্থ মরসুম সুসমাচারের পক্ষে সাক্ষ্য দেওয়ার চমৎকার সুযোগগুলো প্রদান করে?
৩. কী আমাদেরকে পরিবারগতভাবে আমাদের কাজ বাড়ানোর জন্য সাহায্য করবে?
৪. আমরা যদি কোনো পূর্ণসময়ের চাকরি করি, তাহলে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য কীভাবে আমরা আমাদের বিভিন্ন বিষয়ের তালিকা করতে পারি?
৫. কীভাবে আপনি বয়স্ক অথবা দুর্বল ব্যক্তিদের সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য সাহায্য করতে পারেন?
৬. কীভাবে একজন বাপ্তাইজিত স্কুলপড়ুয়া কিশোর বা কিশোরীর পক্ষে সহায়ক অগ্রগামীর কাজ করা সম্ভবপর হতে পারে?
৭. স্মরণার্থ মরসুমের সময় পরিচর্যার জন্য উদ্যম গড়ে তোলার ক্ষেত্রে প্রাচীনরা কী করতে পারে?
৮. একটা মণ্ডলীর অভিজ্ঞতা থেকে আমরা কী শিখতে পারি?
৯. কেন স্মরণার্থ মরসুম সেই ব্যক্তিদের জন্য এক চমৎকার সময়, যারা প্রচার শুরু করার জন্য যোগ্য হয়?
১০. নিষ্ক্রিয় ব্যক্তিদের সাহায্য করার জন্য প্রাচীনরা কী করতে পারে?
১১. “ঈশ্বরের অনুগ্রহের” বা অযাচিত দয়ার সর্বমহান প্রকাশ কী?
১২. স্মরণার্থ সভায় আমাদের কাদের আমন্ত্রণ জানানো উচিত?
১৩. কীভাবে যিহোবা দুজন প্রকাশকের প্রচেষ্টায় আশীর্বাদ করেছিলেন, যারা অন্যদেরকে স্মরণার্থ সভায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল?
১৪. মার্চ মাসের ১ তারিখ থেকে পৃথিবীব্যাপী কোন অভিযান শুরু হবে?
১৫. কীভাবে আমরা স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র উপস্থাপন করতে পারি?
১৬. কোন অভিজ্ঞতা দেখায় যে, এলাকায় লোকেদেরকে স্মরণার্থ সভায় আমন্ত্রণের অভিযানের মূল্য রয়েছে?
১৭. কীভাবে আমরা দেখাই যে, আমরা ঈশ্বরের অনুগ্রহকে বৃথা গ্রহণ করিনি?
[৭ পৃষ্ঠার বাক্স]
সহায়ক অগ্রগামীর কাজ করতে সমর্থ ব্যক্তিদের মধ্যে কারা অন্তর্ভুক্ত হতে পারে?
◼ পরিবারগুলো
◼ যারা পূর্ণসময়ের চাকরি করে
◼ বয়স্ক এবং দুর্বল ব্যক্তিরা
◼ যারা স্কুলে পড়ে
[৮ পৃষ্ঠার বাক্স]
স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র বিতরণ করার সময়:
◼ সংক্ষেপে বলুন; উদ্যমের সঙ্গে কথা বলুন
◼ আগ্রহ দেখালে লিখে রাখুন এবং পুনর্সাক্ষাৎ করুন
◼ সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পত্রিকা অর্পণ করুন