স্মরণার্থ মরসুম—কাজকে বৃদ্ধি করার এক বিশেষ সুযোগ!
১. মার্চ, এপ্রিল ও মে মাসে আমাদের কাজকে বৃদ্ধি করার বিষয়টা বিবেচনা করার কোন কারণগুলো রয়েছে?
১ আপনি কি আসন্ন স্মরণার্থ মরসুমে পরিচর্যায় বেশি করে অংশ নিতে পারেন? অনেক জায়গাতেই দিন বড়ো থাকবে। কিছু প্রকাশক চাকরি বা স্কুল থেকে ছুটি পাবে যেটাকে তারা পরিচর্যার জন্য ব্যবহার করতে পারে। এপ্রিল মাসের ২ তারিখ থেকে শুরু করে, আমরা ১৭ এপ্রিল তারিখে স্মরণার্থ সভায় আমাদের সঙ্গে আগ্রহী ব্যক্তিদেরকে যোগদান করার আমন্ত্রণ জানানোর এক বিশেষ অভিযান উপভোগ করব। তাই, আমরা স্মরণার্থ সভায় যোগদান করেছিল এমন ব্যক্তিদের আগ্রহ বাড়িয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করব এবং ২৫ এপ্রিলের সপ্তাহে যে-বিশেষ বক্তৃতাটি দেওয়া হবে সেটিতে যোগদান করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানাব। বস্তুত, মার্চ, এপ্রিল ও মে মাসে আমাদের কাজকে বৃদ্ধি করার বিষয়টা বিবেচনা করার অনেক কারণ রয়েছে।
২. আমাদের পরিচর্যায় আরও বেশি করার সর্বোৎকৃষ্ট একটা উপায় কী?
২ সহায়ক অগ্রগামীর কাজ করা: আরও বেশি করার সর্বোৎকৃষ্ট একটা উপায় হল সহায়ক অগ্রগামীর কাজ করা। যেহেতু আমরা সকলেই ব্যস্ত, তাই এর জন্য সাধারণত আগে থেকে পরিকল্পনা করার ও আমাদের তালিকায় কিছু রদবদল করার প্রয়োজন। (হিতো. ২১:৫) সম্ভবত আপনি আপনার নিয়মিত তালিকা থেকে অপ্রয়োজনীয় কিছু কাজকে সরিয়ে রাখতে পারেন। (ফিলি. ১:৯-১১) মণ্ডলীর অন্যদের কাছে আপনার অগ্রগামীর কাজ করার ইচ্ছার কথা প্রকাশ করুন না কেন এটা দেখার জন্য যে, তারা সহায়ক অগ্রগামী হিসেবে আপনার সঙ্গে যোগ দিতে পারে কি না?
৩. কীভাবে পরিবারগুলো তাদের কাজ বৃদ্ধি করার জন্য ব্যবস্থা করতে পারে?
৩ আপনাদের পরবর্তী পারিবারিক উপাসনার সন্ধ্যায়, পরিবারগতভাবে আপনাদের লক্ষ্যগুলো নিয়ে আলোচনা করা উত্তম হবে। (হিতো. ১৫:২২) সহযোগিতার ফলে, খুব সম্ভবত পরিবারের কয়েকজন সদস্য এক অথবা একাধিক মাস সহায়ক অগ্রগামীর কাজ করতে পারে। আপনি যদি এই উপসংহারে আসেন যে, এটা একেবারেই সম্ভব নয়, তাহলে কী? তারপরও, কোনো কোনো সন্ধ্যায় পরিচর্যায় অংশ নেওয়ার অথবা সপ্তাহান্তের দিনগুলোতে বেশি সময় থাকার দ্বারা পরিবার তাদের কাজ বৃদ্ধি করার ব্যবস্থা করতে পারে।
৪. এই স্মরণার্থ মরসুমে পরিচর্যায় আমাদের কাজকে বৃদ্ধি করার ফলে কোন আশীর্বাদগুলো লাভ করা যাবে?
৪ যিহোবাকে সেবা করার জন্য আমরা যা-কিছুই করি, সেটা তিনি লক্ষ করেন এবং আমাদের ত্যাগস্বীকারগুলোকে উপলব্ধি করেন। (ইব্রীয় ৬:১০) যিহোবার ও অন্যদের উদ্দেশে দান করা থেকে আনন্দ লাভ করা যায়। (১ বংশা. ২৯:৯; প্রেরিত ২০:৩৫) এই স্মরণার্থ মরসুমে আপনি কি আপনার কাজকে বৃদ্ধি করতে ও তা থেকে যে-বর্ধিত আনন্দ ও আশীর্বাদগুলো পাওয়া যায় সেটা লাভ করতে পারেন?