১৪ ফেব্রুয়ারি সপ্তাহের তালিকা
১৪ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv অধ্যায় ৩ অনু. ১৬-২১ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: নহিমিয় ৯-১১ (১০ মিনিট)
নং. ১: নহিমিয় ১১:১-১৪ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: সব ধর্মই কি ঈশ্বরকে সন্তুষ্ট করে?—bh পৃষ্ঠা ১৪৪ অনু. ১-পৃষ্ঠা ১৪৫ অনু. ৪ (৫ মিনিট)
নং. ৩: প্রকৃত বন্ধুত্বের ভিত্তি কী?—my গল্প ৫১ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১২ মিনিট: অপরিচিতদের সঙ্গে যেভাবে কথোপকথন করা যায়। পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৬২-৬৪ পৃষ্ঠার ওপর ভিত্তি করে আলোচনা। সংক্ষেপে এমন একজন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যিনি রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করার অথবা ঘরে ঘরে প্রচার করার সময় কথোপকথন শুরু করার সক্ষমতার জন্য পরিচিত।
১৮ মিনিট: “স্মরণার্থ মরসুম—কাজকে বৃদ্ধি করার এক বিশেষ সুযোগ!” পরিচর্যা অধ্যক্ষের দ্বারা প্রশ্নোত্তর। প্রবন্ধটি আলোচনা করার পর, মার্চ, এপ্রিল ও মে মাসে ক্ষেত্রের পরিচর্যার সভাগুলোর জন্য স্থানীয় ব্যবস্থাদির বিষয়ে উল্লেখ করুন। এমন তালিকাগুলোর প্রস্তাবনা দিন, যেগুলো বিভিন্ন পরিস্থিতিতে থাকা ব্যক্তিদেরকে পরিচর্যায় মাসে ৫০ ঘন্টা ব্যয় করার সুযোগ করে দেবে। দুই অথবা তিনজন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যারা ব্যস্ত তালিকা অথবা শারীরিক সমস্যাগুলো থাকা সত্ত্বেও গত বছর স্মরণার্থ মরসুমে সহায়ক অগ্রগামীর কাজ করেছে।
গান ৮ এবং প্রার্থনা