২১ ফেব্রুয়ারি সপ্তাহের তালিকা
২১ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৭ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv পরি. ২৩৭ পৃষ্ঠার উপশিরোনাম থেকে ২৩৯ পৃষ্ঠার উপশিরোনামের আগে পর্যন্ত (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: নহিমিয় ১২-১৩ (১০ মিনিট)
নং. ১: নহিমিয় ১৩:১৫-২২ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: যিহোবা ঈশ্বরকে একাগ্র ভক্তি প্রদান করার অর্থ কী?—যাত্রা. ২০:৫ (৫ মিনিট)
নং. ৩: যারা সত্য ধর্ম পালন করে, তাদের আমরা কীভাবে চিনতে পারি?—bh পৃষ্ঠা ১৪৫ অনু. ৫-পৃষ্ঠা ১৪৬ অনু. ৭ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: যিহোবা তাঁর অনুগত ব্যক্তিদের পরিত্যাগ করবেন না। (গীত. ৩৭:২৮) ২০০৮ সালের ১৫ আগস্ট প্রহরীদুর্গ পত্রিকার ৬ পৃষ্ঠার ১৬ অনুচ্ছেদ থেকে ৭ পৃষ্ঠার ২০ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে আলোচনা।
১০ মিনিট: ক্ষেত্রের পরিচর্যায় কার্যকারী উপসংহারগুলো। পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ২২১ পৃষ্ঠার ৫ অনুচ্ছেদ থেকে ২২২ পৃষ্ঠার শেষ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বক্তৃতা। বিষয়বস্তু থেকে সংক্ষেপে একটা অথবা দুটো বিষয়ের নমুনা প্রদর্শন করে দেখান।
১০ মিনিট: উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা—ছাত্র যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন। প্রশ্নোত্তর। সংক্ষেপে একটা নমুনা অন্তর্ভুক্ত করুন যেখানে একজন বাইবেল ছাত্র জিজ্ঞেস করেন যে, কেন স্মরণার্থ সভায় যোগদানকারীদের মধ্যে এত অল্প কয়েক জন রুটি ও দ্রাক্ষারস গ্রহণ করে। পরিচালক তার প্রশ্নের জন্য তাকে প্রশংসা করেন, প্রশ্নটি লিখে রাখেন এবং বলেন যে, সাপ্তাহিক অধ্যয়নের বিষয়বস্তু বিবেচনা করার পর তারা এটা নিয়ে আলোচনা করবে। অধ্যয়নের শেষে, পরিচালক বাইবেল শিক্ষা দেয় বইয়ের ২০৬-২০৮ পৃষ্ঠায় দেওয়া বিষয়বস্তুর প্রতি ছাত্রের মনোযোগ আকর্ষণ করান।
গান ৩১ এবং প্রার্থনা