‘ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে প্রচার কর’
১ কোন ভাল জিনিস পেয়ে আপনি যখন অন্তর থেকে উপলব্ধি দেখান, তখন আপনি কি আপনার মনোভাব ও কাজের দ্বারা তা প্রকাশ করেন না? নিশ্চয়ই করেন! মানবজাতির প্রতি যিহোবা যে মঙ্গলভাব ও প্রেমপূর্ণ-দয়া দেখান, সেই বিষয়ে প্রেরিত পৌল কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তা লক্ষ্য করুন। তিনি বলেছিলেন: “ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাঁহার ধন্যবাদ হউক”! সেই “দানের” মধ্যে কী কী রয়েছে? “ঈশ্বরের অতি মহৎ” যে সমস্ত “অনুগ্রহ” আমাদের প্রতি দেখানো হয়েছে, তার মধ্যে আমাদের পাপের মুক্তির মূল্য হিসেবে তাঁর নিজের পুত্রকে দান করাটাই হল সবচেয়ে বড় প্রকাশ।—২ করি. ৯:১৪, ১৫; যোহন ৩:১৬.
২ পৌল কি কেবল মুখেই এই ধন্যবাদ জানিয়েছিলেন? কখনো-ই নয়! বিভিন্নভাবে তিনি তার গভীর উপলব্ধি প্রকাশ করেছিলেন। তিনি তার সহ খ্রীষ্টানদের আধ্যাত্মিক মঙ্গলের ব্যাপারে খুবই চিন্তিত ছিলেন আর ঈশ্বরের প্রেমপূর্ণ-দয়া থেকে তারা যেন পুরোপুরি উপকার লাভ করতে পারেন, সেই জন্য তাদেরকে সাহায্য করতে যথাসাধ্য করতে চেয়েছিলেন। তাদের সম্বন্ধে পৌল বলেছিলেন: “আমরা তোমাদিগকে স্নেহ করাতে কেবল ঈশ্বরের সুসমাচার নয়, আপন আপন প্রাণও তোমাদিগকে দিতে সন্তুষ্ট ছিলাম, যেহেতুক তোমরা আমাদের প্রিয়পাত্র হইয়াছিলে।” (১ থিষল. ২:৮) যারা ইতিমধ্যেই মণ্ডলীর অংশ ছিলেন তাদের পরিত্রাণ নিশ্চিত করতে তাদেরকে সাহায্য করা ছাড়াও, পৌল অক্লান্তভাবে সুসমাচার প্রচার করেছিলেন এবং যারা “অনন্ত জীবনের জন্য নিরূপিত হইয়াছিল” তাদেরকে খুঁজে পাওয়ার জন্য স্থল ও জলপথে হাজার হাজার মাইল ভ্রমণ করেছিলেন। (প্রেরিত ১৩:৪৮) যিহোবা তার জন্য যা কিছু করেছেন, সেগুলোর প্রতি পৌলের গভীর উপলব্ধি তাকে ‘ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে প্রচার করিতে’ প্রেরণা দিয়েছিল।—কল. ১:২৫.
৩ যিহোবা আমাদের জন্য যা কিছু করেছেন, সেগুলোর প্রতি আমাদের উপলব্ধি কি আমাদেরকে মণ্ডলীতে যাদের সাহায্যের দরকার তাদেরকে আধ্যাত্মিক সাহায্য প্রদান করতে প্রেরণা দেয় না? (গালা. ৬:১০) আর আমাদের পুরো এলাকায় আমরা কি যতটা সম্ভব পূর্ণরূপে রাজ্যের সুসমাচার প্রচার করার জন্য পরিচালিত হই না?—মথি ২৪:১৪.
৪ উপলব্ধি দেখানোর এক সুযোগ: প্রতি বছর খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থক সভা আমাদেরকে যিহোবা ও যীশু আমাদের জন্য যা করেছেন, তার প্রতি উপলব্ধি দেখানোর এক বিশেষ সুযোগ করে দেয়। এটা কেবল একটা সাধারণ সভা অথবা কোন একটা ঘটনা স্মরণ করাই নয়। যীশু বলেছিলেন: “ইহা আমার স্মরণার্থে করিও।” (লূক ২২:১৯) খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থক সভা হল, যীশু কীধরনের ব্যক্তি সেই সম্বন্ধে চিন্তা করার এক সময়। এই সময়ে উপলব্ধি করা হয় যে, তাঁর বিশ্বস্ত জীবনধারা ও বলিদানের জন্য তাঁকে দেওয়া প্রতাপ ও রাজত্ব করার ক্ষমতা সহ তিনি এখন জীবিত ও সক্রিয় রয়েছেন। এছাড়া এই অনুষ্ঠান, খ্রীষ্টের মস্তক ব্যবস্থার প্রতি আমাদের বশ্যতা দেখানোরও একটা সুযোগ কারণ খ্রীষ্টীয় মণ্ডলীর বিভিন্ন বিষয় ও কাজে তিনি পরিচালনা দিচ্ছেন। (কল. ১:১৭-২০) ঈশ্বরের সমস্ত লোকেদের সম্মানের সঙ্গে খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থক সভায় উপস্থিত থাকা উচিত। এই বছর অনুষ্ঠানটা ২০০২ সালের ২৮শে মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের পর হবে।
৫ গত বছর স্মরণার্থক সভা উদ্যাপনের আগে কঠোর প্রচেষ্টা করা হয়েছিল বলে ভারতে সর্বকালের শীর্ষ উপস্থিতি সংখ্যা ছিল ৫২,৭২৫ জন। এই বছর কতজন উপস্থিত থাকবেন? এর বেশির ভাগই নির্ভর করবে যতজনকে সম্ভব যোগ দেওয়ার জন্য সাহায্য করতে আমাদের “পরিশ্রম ও প্রাণপণ” চেষ্টার ওপর।—১ তীম. ৪:১০.
৬ প্রভুর সান্ধ্য ভোজে উপস্থিত থাকা ছাড়াও, আমরা হয়তো আমাদের ক্ষেত্রের পরিচর্যায় আরও বেশি করে কাজ করতে পারি। কোন সন্দেহ নেই যে, হাজার হাজার ভাইবান এক বা তারও বেশি মাস সহায়ক অগ্রগামীর কাজ করবেন। গত পাঁচ বছর ধরে প্রতি বছর, মার্চ থেকে মে মাস পর্যন্ত স্মরণার্থক সভার মরশুমে আমাদের সহায়ক অগ্রগামীর গড় সংখ্যা ছিল ১,৫১৫ জন। এই বছর সহায়ক অগ্রগামীর কাজ করার সুযোগকে উপভোগ করার জন্য আপনি কি আপনার কাজকর্মগুলোতে একটু রদবদল করে নিতে পারেন? ঈশ্বরের প্রেমময় দান খ্রীষ্টের বলিদানের প্রতি অন্তর থেকে আপনার উপলব্ধি দেখানোর জন্য এটা খুব ভাল একটা উপায় হবে। যিহোবার আশীর্বাদ সম্বন্ধে আপনি নিশ্চিত থাকতে পারেন, যেমন নিচের অভিজ্ঞতাগুলো থেকে দেখা যায়।
৭ পূর্ণ-সময়ের চাকরি করেন, এমন এক বোন গত মার্চ মাসে যে-সহায়ক অগ্রগামীর কাজ করেছিলেন, সেই অভিজ্ঞতা সম্বন্ধে লেখেন: “২০০১ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা, যাদের পরিস্থিতি সুযোগ করে দেয় তাদের সকলকে স্মরণার্থক মরশুমে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য উৎসাহ দিয়েছিল। যেহেতু মার্চ মাসে পাঁচটা শনিবার ছিল, তাই আমার তালিকার সঙ্গে এটা ভালভাবে খাপ খেয়ে যায়। অতএব আমি আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার সিদ্ধান্ত নিই।” মাসের শুরু থেকে তিনি একটা গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য রাখেন। তিনি কি সফল হয়েছিলেন? হ্যাঁ, সেই মাসে সাক্ষ্য দিয়ে ৫২ ঘন্টায় পৌঁছানোর পর তিনি বাইবেল অধ্যয়ন শুরু করতে পেরেছিলেন! উপসংহারে তিনি কী বলেছিলেন? “আমরা যখন একটু বেশি চেষ্টা করি, তখন তাতে অনেক আশীর্বাদ পাওয়া যায়।”
৮ পরিবারের সকলে মিলে অগ্রগামীর কাজ করলে কী কী উপকার পাওয়া যায়? চারজন সদস্যের এক পরিবার গত এপ্রিল মাসে অগ্রগামীর কাজ করেছিলেন, যে মাসের কথা তাদের সবসময় মনে থাকবে। মা বলেছিলেন: “প্রত্যেকটা দিন আমাদের জন্য কত আনন্দেরই না ছিল, কারণ আমরা একসঙ্গে পরিচর্যা করেছিলাম! রোজ পরিচর্যায় যে বিষয়গুলো হতো, সেগুলো নিয়ে আলোচনা করা আমাদের রাতের খাবারের সময়কে খুবই উপভোগ্য করে তুলেছিল।” ছেলে বলেছিল: “কাজের দিনগুলোতে বাবার সঙ্গে ক্ষেত্রের পরিচর্যায় কাজ করা আমি উপভোগ করেছি, কারণ সেই সময়ে সাধারণত তিনি চাকরিতে থাকেন।” বাবা বলেছিলেন: “পরিবারের মস্তক হিসেবে, এটা জেনে আমি পরিতৃপ্তি বোধ করেছি যে আমরা সবাই মিলে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছিলাম।” আপনার পরিবারের সবাই মিলে কি অগ্রগামীর কাজ করতে পারে? এই স্মরণার্থক মরশুমে পরিবারের সকলের পক্ষে অগ্রগামীর কাজ করা সম্ভব কি না, তা পরিবারগতভাবে আলোচনা করে দেখুন না কেন?
৯ মার্চ মাসকে কি আমরা সবচেয়ে ভাল মাস করতে পারি? ২০০০ সালের প্রথমদিকে, আমাদের রাজ্যের পরিচর্যা-য় এই প্রশ্নটা করা হয়েছিল: “২০০০ সালের এপ্রিল মাসকে কি আমরা এক বিশেষ মাস করতে পারি?” কেমন সাড়া পাওয়া গিয়েছিল? বেশ কিছু নতুন শীর্ষে পৌঁছানো গিয়েছিল। সেই সময় পর্যন্ত এক মাসের সহায়ক অগ্রগামীদের সর্বোচ্চ সংখ্যা ছিল ৩,২৮৭ জন। এছাড়া, বাইবেল অধ্যয়ন, ঘন্টা, প্রকাশক এবং পুনর্সাক্ষাতে আমরা নতুন শীর্ষে পৌঁছেছিলাম। সেই বিশেষ মাসে আধ্যাত্মিক কাজে উপচে পড়ার যে উদ্যোগ আপনার মণ্ডলীতে দেখা গিয়েছিল, তা কি আপনি মনে করতে পারেন? ওই সময় যা যা করেছি, এই বছরেও আমরা কি সেগুলো বা তার চেয়েও বেশি করতে পারি? সকলের সমবেত চেষ্টায় ২০০২ সালের মার্চ মাস “এক বিশেষ মাস” হতে পারে। মার্চ মাস কেন?
১০ কেন মার্চ মাসই প্রচারের বিশেষ মাস হবে তার দুটো কারণ রয়েছে। প্রথমত, মার্চ মাসের শেষের দিকে স্মরণার্থক সভা অনুষ্ঠিত হবে, যেটা আমাদেরকে এই মাসের শুরু থেকেই যতজনকে সম্ভব সেই সভাতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর যথেষ্ট সুযোগ করে দেবে। দ্বিতীয়ত, এই বছর মার্চ মাসে পাঁচটা শনি-রবিবার আছে, যার ফলে যারা চাকরি করেন অথবা স্কুলে যায় তাদের জন্য সহায়ক অগ্রগামীর কাজ করা সহজ হবে। এই ইনসার্টে যে ক্যালেন্ডার দেওয়া হয়েছে সেটা ব্যবহার করে এখনই বসে পরিকল্পনা করে একটা তালিকা বানান না কেন? সহায়ক অগ্রগামীর কাজ করা আপনি যতটা ভাবছেন তার চেয়ে আরও সহজ হবে। উদাহরণ হিসেবে, পাঁচ শনি-রবিবার ক্ষেত্রের পরিচর্যার জন্য ৮ ঘন্টা করে সময় আলাদা করে রাখলে, ৫০ ঘন্টায় পৌঁছাতে পুরো মাসে আপনাকে আর মাত্র ১০ ঘন্টা করতে হবে।
১১ ‘ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে প্রচার করার’ জন্য মণ্ডলীর সকলকে সাহায্য করতে প্রাচীনরা কী করতে পারেন? সভা এবং ব্যক্তিগত কথাবার্তার মাধ্যমে উৎসাহ দিন। মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষ এবং তাদের সহযোগীরা নিজে থেকে এগিয়ে গিয়ে তাদের দলের প্রত্যেকের সঙ্গে কথা বলতে এবং ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারেন। উৎসাহ দিয়ে দুএকটা কথা বলা অথবা কিছু প্রয়োজনীয় ব্যবহারিক পরামর্শ দেওয়াই যথেষ্ট। (হিতো. ২৫:১১) অনেকেই দেখবেন যে তাদের তালিকায় সামান্য রদবদল করে, তারা সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করার সুযোগকে উপভাগ করতে পারেন। বেশ কিছু মণ্ডলীতে যদিও সকলে নয় কিন্তু বেশির ভাগ প্রাচীন এবং পরিচারক দাস ও তাদের স্ত্রীরা স্মরণার্থক মরশুমে সহায়ক অগ্রগামীর কাজ করে এক ভাল উদাহরণ রাখেন। এটা অনেক প্রকাশকদেরকে তাদের সঙ্গে যোগ দিতে উৎসাহিত করেছে। শারীরিক সীমাবদ্ধতা অথবা অন্যান্য পরিস্থিতির কারণে, কিছু প্রকাশক হয়তো অগ্রগামীর কাজ করতে পারেন না কিন্তু মণ্ডলীর বাকি সদস্যদের সঙ্গে পরিচর্যায় যথাসাধ্য করে তাদের উপলব্ধি দেখানোর জন্য তাদেরকে উৎসাহ দেওয়া যেতে পারে।
১২ প্রাচীনদের মনোযোগপূর্বক পরিকল্পনার ওপর সফলতা নির্ভর করে। সপ্তার মধ্যে সুবিধাজনক সময়ে ক্ষেত্রের পরিচর্যার জন্য সভার তালিকা বানানো উচিত। যদি সম্ভব হয়, তাহলে পরিচর্যা অধ্যক্ষ পরিচর্যার জন্য সমস্ত সভাগুলো পরিচালনা করতে আগে থেকেই যোগ্য ভাইদেরকে নিযুক্ত করবেন। এই সভাগুলো যাতে ১০ থেকে ১৫ মিনিটের বেশি না হয় ও সেইসঙ্গে দলগুলোকে সংগঠিত করার, প্রচারের এলাকায় পাঠানোর এবং প্রার্থনা করার জন্য ভালভাবে প্রস্তুতির দরকার। (২০০১ সালের সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় প্রশ্নবাক্সটা দেখুন।) সেই মাসের কাজের তালিকা স্পষ্টভাবে মণ্ডলীতে বুঝিয়ে বলা ও তা নোটিশ বোর্ডে লাগিয়ে দেওয়া উচিত।
১৩ পর্যাপ্ত এলাকা থাকা উচিত। যে-সমস্ত এলাকায় বেশ কয়েকবার প্রচার করা হয়নি, সেখানে প্রচার করার ব্যবস্থা করতে পরিচর্যা অধ্যক্ষ, সেই ভাইয়ের সঙ্গে দেখা করবেন যিনি এলাকাগুলোর দেখাশোনা করেন। যারা ঘরে নেই তাদের সঙ্গে সাক্ষাৎ করার, রাস্তায় ও দোকানে দোকানে এবং সন্ধ্যায় সাক্ষ্য দেওয়ার ওপর জোর দেওয়া উচিত। উপযুক্ত হলে কিছু প্রকাশককে টেলিফোনে সাক্ষ্য দেওয়ার জন্য সাহায্য করা যেতে পারে।
১৪ পুনরায় কাজ করার জন্য তাদেরকে সাহায্য করুন: আপনার মণ্ডলীর এলাকায় এমন কেউ কি আছেন, যিনি সুসমাচার প্রচারে আর সক্রিয় নন? এইধরনের ব্যক্তিরা এখনও মণ্ডলীর অংশ আর তাদের সাহায্যের দরকার। (গীত. ১১৯:১৭৬) যেহেতু এই পুরনো জগতের শেষ খুব কাছে এবং নতুন জগৎ একেবারে সামনে, তাই যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তাদেরকে সাহায্য করার জন্য আমাদের সবরকম চেষ্টা করার যথার্থ কারণ রয়েছে। (রোমীয় ১৩:১১, ১২) গত পাঁচ বছর ধরে প্রতি বছরে, প্রায় ৩০০ জন ব্যক্তি সাহায্যের প্রতি সাড়া দিয়েছেন এবং পুনরায় সক্রিয় হয়ে উঠেছেন। পরিচর্যার শুরুতে যে ভালবাসা ও আস্থা ছিল, তা জাগিয়ে তোলার জন্য আরও অনেককে সাহায্য করতে আমরা কী করতে পারি?—ইব্রীয় ৩:১২-১৪.
১৫ গত কয়েক বছর ধরে যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তাদেরকে প্রাচীন গোষ্ঠী কীভাবে সাহায্য করতে পারেন, সে বিষয়ে তারা আলোচনা করতে চাইবেন। (মথি ১৮:১২-১৪) সচিব মণ্ডলীর প্রকাশকদের রেকর্ড কার্ডগুলো পরীক্ষা করে দেখবেন এবং যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তাদের সকলের নাম লিখে রাখবেন। পালের দেখাশোনা করার ব্যবস্থার মাধ্যমে সাহায্য দেওয়ার জন্য এক বিশেষ প্রচেষ্টা করা উচিত। একজন প্রাচীন হয়তো আগে থেকে চেনেন এবং মেলামেশা করছেন বলে একজন নির্দিষ্ট প্রকাশকের সঙ্গে দেখা করতে চাইবেন অথবা তাকে হয়তো অন্যান্য প্রকাশকদেরকে সাহায্য করার কথা বলা যেতে পারেন। সম্ভবত তারা যে ব্যক্তিকে অধ্যয়ন করিয়েছিলেন তিনি এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলে এই জরুরি সময়ে বিশেষ সাহায্যের সুযোগকে গ্রহণ করবেন। আশা করা হয় যে, যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তাদের অনেকেই পুনরায় ঈশ্বরের বাক্য প্রচার করা শুরু করতে পরিচালিত হবেন। তারা যদি যোগ্য হয়ে থাকেন, তাহলে স্মরণার্থক মরশুমে প্রচার শুরু করার চেয়ে আর ভাল সময় তাদের জন্য নেই!—আরও জানার জন্য ২০০০ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া প্রশ্নবাক্সটা দেখুন।
১৬ অন্যেরা কি প্রচার করার জন্য যোগ্য? “সর্ব্বজাতির মনোরঞ্জন বস্তু সকল” আনার দ্বারা যিহোবা তাঁর লোকেদেরকে আশীর্বাদ করে চলেছেন। (হগয় ২:৭) প্রতি বছর হাজার হাজার ব্যক্তি অবাপ্তাইজিত প্রকাশক হিসেবে যোগ্য হন। এরা কারা? যিহোবার সাক্ষিদের ছেলেমেয়েরা ও সেইসঙ্গে উন্নতি করছে, এমন বাইবেল ছাত্ররা। কী করে আমরা জানব যে তারা সুসমাচারের প্রকাশক হওয়ার যোগ্য কি না?
১৭ যিহোবার সাক্ষিদের ছেলেমেয়েরা: অনেক ছেলেমেয়ে বছরের পর বছর ধরে তাদের বাবামার সঙ্গে ঘরে-ঘরে প্রচারে যাচ্ছে যদিও এখনও তারা অবাপ্তাইজিত প্রকাশক হিসেবে সেবা করছে না। প্রচার শুরু করার জন্য মার্চ মাসটা তাদের জন্য একটা ভাল সময় হতে পারে। কী করে আপনি জানবেন যে আপনার বাচ্চা যোগ্য কি না? আমাদের পরিচর্যা সম্পাদন করতে সংগঠিত (ইংরেজি) বইয়ের ১০০ পৃষ্ঠায় বলা হয়েছে যে, “যখন একটা বাচ্চা তার আচার-আচরণে উদাহরণযোগ্য হয় এবং হৃদয় থেকে অনুপ্রাণিত হয়ে সুসমাচার সম্পর্কে অন্যদের কাছে কথা বলে তার নিজের বিশ্বাসকে প্রকাশ করতে পারে,” তখন তা থেকে বোঝা যায় সে যোগ্য। আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চা যোগ্য, তাহলে মণ্ডলীর পরিচর্যা কমিটির একজন প্রাচীনের সঙ্গে কথা বলুন।
১৮ যোগ্য বাইবেল ছাত্ররা: জ্ঞান নেওয়ার ও বেশ কিছুদিন ধরে সভাগুলোতে যোগ দেওয়ার পর একজন বাইবেল ছাত্র হয়তো রাজ্যের প্রকাশক হতে চাইবেন। আপনি যদি এইরকম একজন ছাত্রের সঙ্গে অধ্যয়ন করে থাকেন, তাহলে এই প্রশ্নগুলো বিবেচনা করুন: তার বয়স ও ক্ষমতা অনুযায়ী তিনি কি উন্নতি করছেন? রীতিবহির্ভূতভাবে তিনি কি তার বিশ্বাস সম্বন্ধে অন্যদেরকে জানাতে শুরু করেছেন? তিনি কি “নূতন মনুষ্যকে” পরিধান করছেন? (কল. ৩:১০) আমাদের পরিচর্যা বইয়ের ৯৭-৯ পৃষ্ঠায় অবাপ্তাইজিত প্রকাশকদের জন্য যে যোগ্যতাগুলোর কথা উল্লেখ রয়েছে সেগুলো কি তার মধ্যে আছে? যদি তাই হয়, তাহলে আপনি মণ্ডলীর পরিচর্যা কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন যাতে দুজন প্রাচীন আপনার ও ছাত্রের সঙ্গে দেখা করে, সেই ব্যবস্থা করা যেতে পারে। যদি তিনি যোগ্য হন, তাহলে সেই দুই প্রাচীন তাকে জানাবেন যে তিনি সাধারণ্যে পরিচর্যায় অংশ নিতে শুরু করতে পারেন।
১৯ এপ্রিল ও মে মাস সম্বন্ধে কী বলা যায়? এই মাসগুলোও ক্ষেত্রের পরিচর্যায় বেশি করে অংশ নেওয়ার জন্য বিশেষ মাস হবে। যারা মার্চ মাসে সহায়ক অগ্রগামীর কাজ করবেন তারা আবারও এপ্রিল ও/অথবা মে মাসে অগ্রগামীর কাজ করতে পারেন। এপ্রিল ও মে মাসে, আমরা পরিচর্যায় প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলো তুলে ধরার ব্যাপারে অগ্রাধিকার দেব। যারা এগুলো পড়েছেন তাদের জীবনে এগুলো কতই না উপকারজনক প্রভাব ফেলেছে! সারা পৃথিবীতে অসাধারণ বৃদ্ধিতে এই পত্রিকাগুলো এক বড় ভূমিকা পালন করেছে। এপ্রিল ও মে মাসে যত বেশি লোকের কাছে সম্ভব এই পত্রিকাগুলো অর্পণ করার জন্য বিশেষ চেষ্টা করতে হবে। পুরোপুরি অংশ নেওয়ার জন্য এখনই পরিকল্পনা করুন।
২০ প্রচার কাজ বাড়ানোর পরিকল্পনার সঙ্গে সঙ্গে মণ্ডলী থেকে আপনি যে পত্রিকাগুলো পান, তার সংখ্যা বাড়ানোর কি দরকার আছে? পরিচর্যা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা প্রতি শনিবার, আমাদের নির্ধারিত পত্রিকা দিবসে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলো তুলে ধরি। কিন্তু, অনেকেই যেহেতু সহায়ক অগ্রগামীর কাজ করবেন ও আমরা সকলেই পুরো দুমাস ধরে পত্রিকাগুলো তুলে ধরব, তাই মণ্ডলীতে আপনার পত্রিকার অর্ডার বাড়ানোর দরকার হতে পারে। যদি তাই হয়, তাহলে দয়া করে দেরি না করে আপনার মণ্ডলীর পত্রিকা পরিচালককে তা জানিয়ে দিন। একই সময়, সাহিত্য পরিচালকের এই বিষয়ে নিশ্চিত হওয়া দরকার যে সকলের ব্যবহারের জন্য আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্টটা পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।
২১ অনেকেই আমাদের রাজ্যের পরিচর্যা-য় “পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়” বিভাগটার জন্য উপলব্ধি প্রকাশ করেছেন। পত্রিকা উপস্থাপনার যে নমুনা দেওয়া থাকে, তা শেখার দ্বারা আপনি কি এই ব্যবস্থার সুযোগ গ্রহণ করেছেন? প্রতি সপ্তায় আপনার পারিবারিক বাইবেল অধ্যয়নে কিছু সময় এই উপস্থাপনাগুলোকে অভ্যাস করুন না কেন?
২২ এই স্মরণার্থক মরশুমকে পূর্ণভাবে কাজে লাগান: প্রেরিত পৌলের মতো আসুন, এই স্মরণার্থক মরশুমের জন্য পরিকল্পিত আধ্যাত্মিক কাজকর্মগুলোতে পুরোপুরি অংশ নিয়ে আমরা যিহোবাকে দেখাই যে ‘ঈশ্বরের বর্ণনাতীত দানকে’ আমরা কতখানি উপলব্ধি করি। এর মধ্যে রয়েছে (১) বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটাতে অর্থাৎ ২০০২ সালের ২৮শে মার্চ বৃহস্পতিবার প্রভুর সান্ধ্য ভোজ উদ্যাপনে উপস্থিত থাকা; (২) যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন ‘[তাহাদের] প্রথম প্রেমকে’ জাগিয়ে তোলার জন্য সাহায্য করা (প্রকা. ২:৪; রোমীয় ১২:১১); (৩) আমাদের ছেলেমেয়ে ও অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার যোগ্য, এমন যে-কোন বাইবেল ছাত্রকে সাহায্য করা; এবং (৪) যতখানি সম্ভব পূর্ণরূপে প্রচারে অংশ নেওয়া, এমনকি মার্চ ও তার পরের মাসগুলোতে সহায়ক অগ্রগামীর কাজ করা।—২ তীম. ৪:৫.
২৩ আমাদের আন্তরিক প্রার্থনা এই যে আমরা সকলে যেন এই স্মরণার্থক মরশুমে রাজ্যের সুসমাচার প্রচারে পুরোপুরি অংশ নিই আর এইভাবে যিহোবা আমাদের জন্য যা করেছেন, সেই সমস্ত কিছুর জন্য আমাদের গভীর উপলব্ধি দেখাই।
[৬ পৃষ্ঠার বাক্স]
২০০২ সালের মার্চ মাসের জন্য ক্ষেত্রের পরিচর্যার ব্যক্তিগত তালিকা
রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার
১ ২
পত্রিকা দিবস
৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯
পত্রিকা দিবস
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
পত্রিকা দিবস
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
পত্রিকা দিবস
২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
স্মরণার্থক সভা পত্রিকা দিবস
সূর্যাস্তের পর
৩১
মার্চ মাসে সহায়ক অগ্রগামীর কাজের ৫০ ঘন্টা করার জন্য আপনি কি তালিকা করতে পারেন?