কাজটি সম্পূর্ণ করতে আমাদের সকলকে প্রয়োজন
১ যীশু খ্রীষ্টের প্রত্যেক শিষ্যের উপলব্ধি করা উচিত যে রাজ্য প্রচার কাজে সমর্থন ও তাতে অংশগ্রহণ করার জন্য তার প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। যীশু উপলব্ধি করেছিলেন যে তাঁর শিষ্যেরা ভিন্ন ভিন্ন পরিমাণে রাজ্যের ফল উৎপাদন করবেন। (মথি ১৩:২৩) যদিও প্রচার কাজের এক বৃহৎ অংশ অনেক পরিশ্রমী অগ্রগামীদের দ্বারা সম্পন্ন হয়ে চলেছে, তবুও যারা যতখানি সম্ভব বেশি ফল উৎপাদন করার দ্বারা উৎসুকভাবে ঈশ্বরের গৌরব করে চলেছেন তারা প্রশংসিত।—যোহন ১৫:৮.
২ সমষ্ঠিগত প্রচেষ্টা অনেক বেশি সম্পাদন করে: যীশু ভাববাণী করেছিলেন যে তাঁর শিষ্যদের সমষ্ঠিগত প্রচেষ্টা তাঁর চাইতেও বৃহত্তর কাজ উৎপাদন করবে। (যোহন ১৪:১২) আমাদের ব্যক্তিগত পরিস্থিতি, আমরা যা করতে পারি তাকে সীমিত করুক অথবা রাজ্য প্রচার কাজে আরও বেশি সময় ব্যয় করতে আমাদের সুযোগ দিক, কাজটি সম্পূর্ণ করতে আমাদের সকলকে প্রয়োজন। এটি ঠিক সেইরকম যেমন পৌল উল্লেখ করেছিলেন: “সমস্ত দেহ, প্রত্যেক সন্ধি যে উপকার যোগায়, তদ্দ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্ব স্ব পরিমাণানুযায়ী কার্য্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে।”—ইফি. ৪:১৬.
৩ কেউ কেউ হয়ত মনে করতে পারেন যে তাদের অবদান যথেষ্ট নয়। কিন্তু, যিহোবার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমাদের পরিচর্যা পূর্ণ হৃদয়ে হওয়া উচিত। তাঁর জন্য আমরা যা কিছু করি তা মূল্যবান এবং উপলব্ধি করা হয়।—লূক ২১:১-৪ পদের সাথে তুলনা করুন।
৪ কাজকে সমর্থন করে চলুন: পৃথিবীব্যাপী কাজে বস্তুগতভাবে সাহায্য করার সুযোগ আমাদের সকলের রয়েছে। রাজ্যের কাজকে সমর্থন করার সাথে জড়িত দৈহিক শ্রমে অংশ নেওয়ার দ্বারাও কেউ কেউ সাহায্য করতে পারেন। সভাগুলিতে ভালভাবে প্রস্তুত করা মন্তব্যগুলি দেওয়া এবং ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে অংশ নেওয়ার জন্য প্রত্যেকেই প্রচেষ্টা করতে পারেন। অন্যদের উৎসাহিত করার জন্য সুযোগগুলির সদ্ব্যবহার করার দ্বারা, আমরা মণ্ডলীর আধ্যাত্মিকতার ক্ষেত্রে এক মূল্যবান অবদান রাখি আর এটি মণ্ডলীর উপর সমর্পিত কার্যভারকে সম্পাদন করতে এর সক্ষমতাকে বৃদ্ধি করে।
৫ হ্যাঁ, কাজটি সম্পূর্ণ করার জন্য আমাদের সকলকে প্রয়োজন। কারও নিজেকে পরিত্যক্ত বোধ করা উচিত নয়। যিহোবার সেবায় বৃহৎ ও ক্ষুদ্র যাইহোক না কেন আমাদের সকলের যৌথ প্রচেষ্টা ঈশ্বরের সত্য উপাসক হিসাবে আমাদেরকে স্বতন্ত্র করে। (মালা. ৩:১৮) যিহোবার গৌরব আনায় এবং তাঁকে জানতে ও তাঁর সেবা করতে অন্যদের সাহায্য করায় আমাদের প্রত্যেকের এক অর্থপূর্ণ অংশ আছে।