ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/৯৮ পৃষ্ঠা ২
  • জুন মাসের পরিচর্যা সভাগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • জুন মাসের পরিচর্যা সভাগুলি
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • জুন ১ থেকে যে সপ্তাহ শুরু
  • জুন ৮ থেকে যে সপ্তাহ শুরু
  • জুন ১৫ থেকে যে সপ্তাহ শুরু
  • জুন ২২ থেকে যে সপ্তাহ শুরু
  • জুন ২৯ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/৯৮ পৃষ্ঠা ২

জুন মাসের পরিচর্যা সভাগুলি

জুন ১ থেকে যে সপ্তাহ শুরু

গান ২২৩

৮ মি: স্থানীয় ঘোষণাবলী। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী।

১৫ মি: “ সৎকর্ম্মের জন্য সুসজ্জীভূত।” প্রশ্নোত্তর। ফেব্রুয়ারি ১৫, ১৯৮৯, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ২২-৪ এর উপর সংক্ষিপ্ত মন্তব্য করুন।

২২ মি: “ ‘সমুদয় মনুষ্যের’ কাছে সাক্ষ্য দেওয়া।” একজন প্রাচীন এবং কয়েকজন অভিজ্ঞ প্রকাশক প্রস্তাবিত উপস্থাপনাগুলি আলোচনা করবেন। স্থানীয়ভাবে কোন্‌ ধর্মীয় বিশ্বাসগুলির সম্মুখীন হতে হয় সংক্ষেপে তা পুনরালোচনা করুন আর ব্যাখ্যা করুন যে প্রতিটি ক্ষেত্রে কথোপকথন শুরু করার জন্য কেন কিছু প্রসঙ্গ আমাদের মনে রাখা উচিত। একটি অথবা দুটি সংক্ষিপ্ত নমুনা দেখান।

গান ১১২ এবং সমাপ্তির প্রার্থনা।

জুন ৮ থেকে যে সপ্তাহ শুরু

গান ২০৯

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট।

১৫ মি: “প্রভুর সম্পত্তির যত্ন নেওয়া।” ইনসার্টে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন।

২০ মি: “কাজটি সম্পূর্ণ করতে আমাদের সকলকে প্রয়োজন।” প্রশ্নোত্তর। প্রয়োজনীয় কাজগুলিকে সম্পন্ন করতে প্রাচীনেরা কেন অনেক ইচ্ছুক স্বেচ্ছাসেবকদের উপর নির্ভর করেন তা ব্যাখ্যা করুন। স্থানীয় প্রয়োজনগুলি সম্বন্ধে পুনরালোচনা করুন, যেমন কিংডম হল পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা, অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের সাহায্য করা এবং প্রচারের এলাকা সম্পূর্ণ করা। অনেকেই যে ইচ্ছুকভাবে সহায়তা করে থাকেন তা তারা কতখানি উপলব্ধি করেন তার উপর মন্তব্য করার জন্য কিছু প্রাচীনকে আমন্ত্রণ করুন। প্রত্যেকের প্রচেষ্টা যে কতখানি প্রয়োজনীয় সে বিষয়ে জোর দিন।

গান ১৫৩ এবং সমাপ্তির প্রার্থনা।

জুন ১৫ থেকে যে সপ্তাহ শুরু

গান ৭

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। “প্রকাশক ঋণদান প্রণালীতে পরিবর্তন” আলোচনা করুন।

২০ মি: “প্রাণপণ করুন।” জানুয়ারি ১৫, ১৯৮৬, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ১০-১৪ এর উপর ভিত্তি করে বক্তৃতা। নিয়মিত অগ্রগামী পরিচর্যার গুরুত্ব সম্বন্ধে আলোচনা করুন, ১লা সেপ্টেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করতে উৎসাহিত করুন।

১৫ মি: “উত্তম আচরণের দ্বারা সাক্ষ্যদান করা।” প্রশ্নোত্তর। কিছু উদাহরণযোগ্য যুবক ব্যক্তিদের সাক্ষাৎকার নিন। তারা জানাবে যে কিভাবে তাদের খ্রীষ্টীয় আচরণের দ্বারা অন্যেরা অনুকূলভাবে প্রভাবিত হয়েছেন। জানুয়ারি ১, ১৯৯৫, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ২৪-৫-এ দেওয়া একটি অথবা দুটি অভিজ্ঞতা বর্ণনা করুন।

গান ১৭০ এবং সমাপ্তির প্রার্থনা।

জুন ২২ থেকে যে সপ্তাহ শুরু

গান ৬১

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। মণ্ডলীর হিসাব পরীক্ষা শেষ হলে গেলে তা উল্লেখ করুন।

১৫ মি: কিভাবে একটি পত্রিকা রুট শুরু করবেন। কোন্‌ বিষয়গুলি প্রয়োজনীয় তা উল্লেখ করুন: সমস্ত অর্পণ লিপিবদ্ধ করুন, দুই সপ্তাহের মধ্যে ফিরে যান, আগ্রহকে জাগিয়ে রাখতে সাম্প্রতিক পত্রিকাগুলি থেকে নতুন ধারণাগুলিকে উপস্থিত করুন। প্রতিবেশী, সহকর্মী, দোকানের কেরানি, গাড়ি মেরামতের দোকানের কর্মচারি ও এইরকম আরও অনেকের কাছে প্রস্তাব করুন। যারা আগ্রহ দেখিয়ে চলেন তাদের কাছে গ্রাহকভুক্তি অর্পণ করুন। এক অথবা দুইজন প্রকাশককে পত্রিকা রুট সম্বন্ধে উত্তম অভিজ্ঞতা বর্ণনা করতে আমন্ত্রণ জানান।

২০ মি: অগ্রগামীরা অন্যদের সাহায্য করেন। অগ্রগামীরা ব্যক্তিগতভাবে অন্যদের সাহায্য করতে পারেন এমন ব্যবস্থা সম্বন্ধে পুনরালোচনা করে পরিচর্যা অধ্যক্ষের দ্বারা বক্তৃতা। ব্যাখ্যা করুন যে কিভাবে অতীতে সাহায্যকারী কার্যক্রম প্রবর্তন করা হয়েছিল। (jv ১০০; km ৮/৭৯ ১, ৩) দশ লক্ষেরও বেশি নতুন ব্যক্তিদের যারা গত তিন বছরে বাপ্তাইজিত হয়েছেন প্রশিক্ষণ প্রয়োজন। “অগ্রগামীরা অন্যদের সাহায্য করেন” কার্যক্রম নিয়মিত ও বিশেষ অগ্রগামীদের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের সদ্ব্যবহার করে, যারা অগ্রগামী পরিচর্যা বিদ্যালয়ে যোগদান করেছেন। প্রত্যেক অগ্রগামীর জন্য লক্ষ্য হল যে প্রতি বছর দুইজন প্রকাশককে পরিচর্যায় আরও দক্ষ হতে এবং আরও ব্যাপকভাবে অংশ নেওয়ার অবস্থায় পৌঁছাতে সাহায্য করা। যাদের সাহায্য করা হচ্ছে তাদের আশঙ্কিত হওয়ার কোন কারণ নেই; প্রেমপূর্ণ, সদয় উৎসাহদানের উপর জোর দেওয়া হয়েছে। এই নতুন কার্যক্রম শত সহস্র ব্যক্তিদের আরও কার্যকারী পরিচারক হওয়ার জন্য এক সম্ভাবনা প্রদান করে।

গান ২০৭ এবং সমাপ্তির প্রার্থনা।

জুন ২৯ থেকে যে সপ্তাহ শুরু

গান ১১৪

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। জুন মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা সকলকে মনে করিয়ে দিন। জুলাই মাসের জন্য সাহিত্য অর্পণ আলোচনা করুন।

১৫ মি: স্থানীয় প্রয়োজন অথবা আমি কি মন্থর হয়ে পড়েছি? ডিসেম্বর ১৫, ১৯৮৭, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ১৮-১৯, অনুচ্ছেদ ১৪-১৬ এর উপর ভিত্তি করে একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা। বেশ কয়েক বছর যাবৎ সক্রিয় রয়েছেন এরূপ ব্যক্তিদের, পবিত্র সেবায় তাদের গুণগত মান ও পরিমাণের বিষয়ে প্রকাশ করতে উৎসাহিত করুন।

২০ মি: আমরা সকলেই রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করতে পারি। অক্টোবর ১৫, ১৯৮৭, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ২২-৭ এর উপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সাথে আলোচনা। জাগতিক কাজ, পরিবার অথবা ব্যক্তিগত দায়িত্বাদির কারণে যাদের অধিকাংশ সময় অতিবাহিত হয়ে যায়, দেখান যে কিভাবে তারা প্রতি দিন অন্যদের সাথে সুসমাচার বন্টন করার জন্য সুযোগগুলি খুঁজে নিতে পারেন। স্থানীয় কিছু অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করুন।

গান ৭৬ এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার