প্রকাশক ঋণদান প্রণালীতে পরিবর্তন
এখন থেকে এটি কেবল ক্ষেত্রে ব্যবহৃত নিয়মিত সাহিত্য সামগ্রীগুলির জন্য পাওয়া যাবে। বিশেষ আবেদন সামগ্রীগুলির জন্য প্রকাশক ঋণ দেওয়া হবে না।
এছাড়া, যেহেতু অনেক মণ্ডলীর পক্ষে মণ্ডলী ছেড়ে চলে গেছেন এমন প্রকাশক/অগ্রগামীদের আবেদনকৃত দামি সামগ্রীগুলি গ্রহণ করা সমস্যা হয়ে দাঁড়ায়, তাই প্রস্তাব করা হচ্ছে যে সমস্ত বিশেষ আবেদন সামগ্রীর জন্য সাহিত্য সেবক সেই সময়েই অর্থ সংগ্রহ করবেন যখন প্রকাশক/অগ্রগামী সেগুলির জন্য আবেদন করেন।