ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/৯৮ পৃষ্ঠা ২
  • জুলাই মাসের পরিচর্যা সভাগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • জুলাই মাসের পরিচর্যা সভাগুলি
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • জুলাই ৬ থেকে যে সপ্তাহ শুরু
  • জুলাই ১৩ থেকে যে সপ্তাহ শুরু
  • জুলাই ২০ থেকে যে সপ্তাহ শুরু
  • জুলাই ২৭ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/৯৮ পৃষ্ঠা ২

জুলাই মাসের পরিচর্যা সভাগুলি

জুলাই ৬ থেকে যে সপ্তাহ শুরু

গান ১১০

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী। দেশের ও স্থানীয় মণ্ডলীর এপ্রিল মাসের পরিচর্যা রিপোর্টের উপর মন্তব্য করুন। ঐশিক সংবাদ।

১৫ মি: “সর্বদা উপস্থিত থাকা কতই না ভাল!” প্রশ্নোত্তর। যুবক-যুবতীদের সভাগুলিতে নিয়মিতভাবে উপস্থিত থাকার জন্য উৎসাহিত করতে জুন ৮, ১৯৮৮, সচেতন থাক! (ইংরাজি), পৃষ্ঠা ১৯-২১ থেকে মন্তব্যগুলি অন্তর্ভুক্ত করুন।

২০ মি: “আমাদের প্রতিবেশীদের সুসমাচার শোনা প্রয়োজন।” মণ্ডলীতে মজুত আছে এমন ব্রোশারগুলির কয়েকটি উপস্থাপনার জন্য প্রদত্ত প্রস্তাবগুলি পুনরালোচনা করতে দুই অথবা তিনজন যোগ্য প্রকাশকের ব্যবস্থা করুন। কেন সেগুলি হয়ত স্থানীয় এলাকায় কার্যকারী হতে পারে তা ব্যাখ্যা করুন। চান ব্রোশার অথবা জ্ঞান বইটির মাধ্যমে বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্যের উপর জোর দিন। একটি প্রাথমিক সাক্ষাৎ আর তারপর একটি পুনর্সাক্ষাৎ ও কিভাবে একটি অধ্যয়নের প্রস্তাব করা হচ্ছে তা দেখিয়ে একটি উপস্থাপনা প্রদর্শন করুন।

গান ৭৩ এবং সমাপ্তির প্রার্থনা।

জুলাই ১৩ থেকে যে সপ্তাহ শুরু

গান ১১৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট। আগস্ট মাসে সহায়ক অগ্রগামী হিসাবে নাম নথিভুক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করতে সকলকে উৎসাহিত করুন, যেহেতু সেই মাসে পাঁচটি পূর্ণ সপ্তাহশেষ রয়েছে।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

২০ মি: জগতের আত্মা কি আপনাকে বিষাক্ত করছে? অক্টোবর ১, ১৯৯৭, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ২৫-৯ এর উপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন।

গান ১৮২ এবং সমাপ্তির প্রার্থনা।

জুলাই ২০ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৮

৮মি: স্থানীয় ঘোষণাবলী। “কুড়ি হাজার!” শিরোনামযুক্ত বাক্সটি পুনরালোচনা করুন।

১২ মি: “আশীর্বাদস্বরূপ হতে পারে এমন একটি পরিদর্শন।” দুইজন প্রাচীনের মধ্যে আলোচনা। পালকের কাজের লক্ষ্যগুলি সম্বন্ধে ব্যাখ্যা করুন যেমন সেপ্টেম্বর ১৫, ১৯৯৩, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ২০-৩-এ পুনরালোচিত হয়েছে। প্রাচীনদের পরিদর্শনের প্রতীক্ষায় থাকতে মণ্ডলীকে আন্তরিকভাবে উৎসাহিত করুন।

২৫ মি: “অগ্রগামী পরিচর্যা​—⁠এটি কি আপনার জন্য?” (অনুচ্ছেদ ১-১৪) নিয়মিত অগ্রগামীর কাজ সম্বন্ধে গম্ভীরভাবে চিন্তা করার জন্য সকলকে উৎসাহিত করে পরিচালক অধ্যক্ষ সংক্ষেপে প্রারম্ভিক মন্তব্য করবেন। তারপর তিনি ১৯৯৮ সালের বর্ষপুস্তক (ইংরাজি) এর ১০৪-৫ পৃষ্ঠায় “উদ্দীপনামূলক অগ্রগামী আত্মা” নামক উপশিরোনামটি থেকে মন্তব্যগুলি অন্তর্ভুক্ত করে ১ নং প্রশ্নটি আলোচনা করবেন। অগ্রগামী কাজের অভিজ্ঞতা আছে মণ্ডলীর এইরকম দুই অথবা তিনজন সদস্য ২ নং প্রশ্নটি আলোচনা করার জন্য তার সাথে মঞ্চে আসবেন। অগ্রগামী হিসাবে কিভাবে বস্তুগত দিককে ব্যবস্থিত করা যায় সেই সম্বন্ধে তারা ব্যবহারিক ও বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করবেন। এরপর ৩ নং প্রশ্নটি আলোচনা করার জন্য দুজন পিতামাতা দলটিতে যোগ দেবেন। কেন যুবক-যুবতীদের পূর্ণ সময়ের পরিচর্যার বৃত্তিকে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা উচিত সেই বিষয়ে তারা ইতিবাচক কারণগুলি প্রদান করবেন। পরবর্তী সপ্তাহের পরিচর্যা সভায় যখন এর বাকি প্রশ্নগুলি আলোচনা করা হবে তখন সেখানে উপস্থিত থাকার জন্য সকলকে উৎসাহিত করুন।

গান ৮০ এবং সমাপ্তির প্রার্থনা।

জুলাই ২৭ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৫৫

১৫মি: স্থানীয় ঘোষণাবলী। সকলকে জুলাই মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। আগস্ট মাসের প্রথম সপ্তাহশেষের পরিচর্যার ব্যবস্থাদি সম্বন্ধে ঘোষণা করুন এবং তাতে অংশগ্রহণ করতে সকলকে উৎসাহিত করুন। “নতুন সীমা অধিবেশন কার্যক্রম” পুনরালোচনা করুন।

৩০ মি: “অগ্রগামী পরিচর্যা​—⁠এটি কি আপনার জন্য?” (অনুচ্ছেদ ১৫-২৫) একজন প্রাচীন বক্তৃতা দেবেন ও আলোচনা করবেন। ৪-৫ নং প্রশ্নের উত্তরে আন্তরিক অভিব্যক্তিগুলি ভাগ করে নেওয়ার জন্য আগে থেকে অগ্রগামী এবং অতীতে যারা অগ্রগামীর কাজ করেছেন তাদের ব্যবস্থা করুন। তারা একটি উত্তম তালিকা ও তাতে অটল থাকার প্রয়োজনীয়তার উপর জোর দেন ও এই বিষয়ে ব্যবহারিক সাপ্তাহিক পরিচর্যা তালিকার উদাহরণ দেন যা সত্যই কার্যকারী। প্রাচীন একটি প্রেরণামূলক বক্তৃতা দিয়ে উপসংহার করেন যেটি ৬ নং প্রশ্নের উত্তর দেয়। ১লা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরিচর্যা বছর, নতুন অগ্রগামীদের পক্ষে তাদের পূর্ণ সময়ের পরিচর্যা আরম্ভ করার জন্য এক উত্তম সময়। মণ্ডলীর পরিচর্যা কমিটির যে কোন সদস্যের কাছ থেকে আবেদনপত্র পাওয়া যেতে পারে।

গান ৫১ এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার