জানুয়ারি মাসের পরিচর্যা সভাগুলো
জানুয়ারি ৪ থেকে যে সপ্তাহ শুরু
গান ৩৬
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ১লা জানুয়ারি থেকে যদি সভার সময় পাল্টায়, তাহলে সবাইকে সেই ইশতিহারগুলো ব্যবহার করতে মনে করিয়ে দিন যাতে নতুন সময় দেওয়া আছে।
১৫ মি: “আমাদের পুরনো বইগুলো ভালভাবে ব্যবহার করুন।” প্রশ্নোত্তর। আপনার মণ্ডলীতে পুরনো কোন্ কোন্ বইগুলো আছে তা বলুন। সেগুলো থেকে কিছু আগ্রহজনক বিষয় সম্বন্ধে বলুন আর বলুন যে কিভাবে সেগুলোকে অন্যদের হাতে তুলে দেওয়া যায়। জানুয়ারি মাসে সকলকে ঘরে ঘরের প্রচারে ও অনিয়মিত সাক্ষ্যদানের সময় এই বইগুলো অর্পণ করতে বলুন। একটা ছোট, সহজ উপস্থাপনার নমুনা দেখান।
২০ মি: স্বাস্থ্য রক্ষার জন্য রক্ত ছাড়া চিকিৎসাকে আইনগতভাবে বেছে নেওয়া। (প্রেরিত ১৫:২৮, ২৯) একজন দক্ষ প্রাচীন চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র/ঘোষণা কার্ডের মূল্য সম্বন্ধে বক্তৃতা দেবেন। এই সভার পর বাপ্তিস্মিত সাক্ষীদের একটা নতুন কার্ড দেওয়া হবে। আর যাদের অবাপ্তাইজিত ছোট ছেলেমেয়ে আছে তারা তাদের প্রত্যেক ছেলেমেয়ের জন্য একটা আইডেন্টিটি কার্ড পাবেন। এই কার্ডগুলো আজ রাত্রেই পূরণ করতে হবে না। তারা বাড়িতে গিয়ে সতর্কতার সঙ্গে এটি পূরণ করবেন কিন্তু সাক্ষর করবেন না। সমস্ত কার্ডগুলোতে সাক্ষর করা, সাক্ষী হওয়া ও তারিখ লেখা বুকস্টাডি পরিচালকের সামনে মণ্ডলীর পরবর্তী বুকস্টাডিতে করা হবে। সাক্ষর করার আগে দেখুন যে কার্ডটা ঠিক করে পূরণ করা হয়েছে কি না। যারা সাক্ষী হিসাবে সাক্ষর করবেন তারা দেখে নেবেন যে কার্ডের অধিকারী প্রমাণপত্রটাতে সাক্ষর করেছেন কি না। নিজেদের পরিস্থিতি ও বিশ্বাস অনুযায়ী অবাপ্তাইজিত প্রকাশকেরা এই কার্ড থেকে কথাগুলো নিয়ে তাদের ও তাদের ছেলেমেয়েদের ব্যবহারের জন্য নিজেরা লিখে একটা কার্ড তৈরি করে নেবেন। চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দশনা/ঘোষণা কার্ডটা ঠিক করে পূরণ করতে তার গ্রুপের সকলকে সাহায্য করা হয়েছে কি না তা দেখার জন্য বুকস্টাডি পরিচালক একটা তালিকা বানাতে পারেন।
গান সংখ্যা ৬১ এবং সমাপ্তির প্রার্থনা।
জানুয়ারি ১১ থেকে যে সপ্তাহ শুরু
গান ৮৮
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।
২০ মি: “জীবনের জন্য যিহোবার পথে চলা—আমাদের সংকল্প।” বক্তৃতা। নিয়মিতভাবে মণ্ডলীর পাঁচটি সভাতেই আসার জন্য সবাইকে উৎসাহিত করুন।
১৫ মি: “দীর্ঘসহিষ্ণু থাক।” পরিবারের সদস্যদের মধ্যে আলোচনা। তারা আলোচনা করবেন যে কিভাবে তারা তাদের পরিচর্যায় আরও বেশি করে ধৈর্য দেখাতে পারেন। ১৯৯৫ সালের ১৫ই জুন প্রহরীদুর্গ এর ১২ পৃষ্ঠা থেকে উপযুক্ত মন্তব্য করুন।
গান সংখ্যা ১৩৫ এবং সমাপ্তির প্রার্থনা।
জানুয়ারি ১৮ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৬৯
৫ মি: স্থানীয় ঘোষণাবলি।
১০ মি: স্থানীয় প্রয়োজন।
১৫ মি: “নেতৃত্ব দানকারী অধ্যক্ষেরা—মণ্ডলীর বুকস্টাডি পরিচালক।” এক উদাহরণযোগ্য বুকস্টাডি পরিচালক বক্তৃতা দেবেন যিনি তার কাজগুলোকে ব্যাখ্যা করবেন। তিনি দেখাবেন যে কিভাবে এই কাজগুলো মণ্ডলীর উন্নতি ও মণ্ডলীর ভালর জন্য কাজ করে। আমাদের পরিচর্যা সম্পন্ন করতে সংগঠিত (ইংরাজি) বইয়ের ৪৩-৫ এবং ৭৪-৬ পৃষ্ঠাগুলো দেখুন।
১৫ মি: প্রাথমিক বিষয়গুলি প্রথম স্থানে রাখতে নিশ্চিত হোন! একজন প্রাচীন বক্তৃতা দেবেন ও শ্রোতাদের সঙ্গে আলোচনা করবেন। বিষয়বস্তুটা ১৯৯৮ সালের ১লা সেপ্টেম্বর প্রহরীদুর্গ এর ১৯-২১ পৃষ্ঠায় পাওয়া যাবে।
গান সংখ্যা ১৯৭ এবং সমাপ্তির প্রার্থনা।
জানুয়ারি ২৫ থেকে যে সপ্তাহ শুরু
গান ২০১
১০ মি: স্থানীয় ঘোষণাবলি।
১৫ মি: “অগ্রগামীদের জন্য নির্ধারিত ঘন্টায় পরিবর্তন।” একজন প্রাচীন বক্তৃতা দেবেন। মণ্ডলীর অগ্রগামীদের প্রশংসা করুন এবং মার্চ এপ্রিল ও মে মাসে প্রচার কাজে বেশি করে অংশ নেওয়ার কথা মনে রেখে আরও প্রকাশকদের নিয়মিত ও সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য উৎসাহ দিন। ১৯৯৭ সালের ফেব্রুয়ারি ও ১৯৯৮ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট থেকে কিছু বিষয় যোগ করুন।
২০ মি: আপনি কি প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করেন? বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। প্রত্যেক বছর সোসাইটি শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকাটা প্রকাশ করে। আপনি কি একা একা বা পরিবারের সঙ্গে এই বইটা থেকে দৈনিক পাঠ করেন? কেন আমাদের প্রত্যেকদিন শাস্ত্র পদটা পড়া ও সেই বিষয়ে ধ্যান করা উচিত আর তা করলে কী কী উপকার পাওয়া যায় সে সম্বন্ধে বলুন। প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—১৯৯৯ পুস্তিকার ৩-৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকা থেকে কিছু বিষয় আলোচনা করুন। কয়েকজন প্রকাশককে বলতে বলুন যে তারা একা বা পরিবারের সঙ্গে রোজ দৈনিক পাঠ ও মন্তব্য পড়ার জন্য কীধরনের বিশেষ চেষ্টা করেন।
গান সংখ্যা ২২৫ এবং সমাপ্তির প্রার্থনা।