ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/৯৯ পৃষ্ঠা ৮
  • চান ব্রোশার দিয়ে অধ্যয়ন শুরু করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • চান ব্রোশার দিয়ে অধ্যয়ন শুরু করা
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সুসমাচার ব্রোশার ব্যবহার করে শিক্ষা দেওয়া
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বিষয়গুলির বৃদ্ধির জন্য যিহোবার উপর নির্ভর করুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অধ্যয়ন শুরু করার জন্য আপনি কি চান ব্রোশার ব্যবহার করছেন?
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/৯৯ পৃষ্ঠা ৮

চান ব্রোশার দিয়ে অধ্যয়ন শুরু করা

১ পৃথিবীর চারদিক থেকে আসা রিপোর্ট দেখায় যে লোকেদেরকে সত্য শেখানোর জন্য ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশার একটা শক্তিশালী হাতিয়ার। এই ব্রোশারটা দিয়েই প্রতি সপ্তাহে হাজার হাজার বাইবেল অধ্যয়ন শুরু করা হচ্ছে। আপনি কী চান ব্রোশারটা দিয়ে একটা বাইবেল অধ্যয়ন শুরু করতে পেরেছেন?

২ বেশিরভাগ ভাইবোনেরা খুব সহজেই ব্রোশারটা লোকেদের কাছে অর্পণ করেছেন কিন্তু কিছুজন ব্রোশারটা দিয়ে অধ্যয়ন শুরু করা মুশকিল বলে মনে করেন। যারা চান ব্রোশার দিয়ে বাইবেল অধ্যয়ন শুরু করতে পেরেছেন তারা কীভাবে বাইবেল অধ্যয়ন শুরু করেছেন? নিচের পরামর্শগুলো অধ্যয়ন শুরু করতে সাহায্য করবে।

৩ কী করে অধ্যয়ন করা হয় তা দেখান: আমরা যখন কোন ব্যক্তির কাছে প্রথমবার সাক্ষ্য দিই বা তার সঙ্গে পুনর্সাক্ষাৎ করি, তখন আমরা তার সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে চাই তা বলার বদলে বরং আমরা কীভাবে বাইবেল অধ্যয়ন করি তাকে তা দেখাতে পারি। তা করলে “অধ্যয়ন” কথাটা শুনে অনেকে যে ভয় পেয়ে যান তা আর পাবেন না। একবার যখন আমরা কী করে অধ্যয়ন করা হয় তা দেখাতে শিখে নেব, তখন আমরা দেখতে পাব যে একটা সহজ ভূমিকা করেই আমরা অধ্যয়ন শুরু করে দিতে পারছি।

৪ আগে থেকে তৈরি হওয়া খুবই জরুরি: বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য আমরা কতখানি উৎসুক তা প্রকাশ পায় আমরা তার জন্য কতটা ভালভাবে তৈরি হচ্ছি তার থেকে। আগে থেকে তৈরি হলে, আমরা বাইবেল অধ্যয়নের কথা বলতে কোনরকম ইতস্তত করব না। প্রচারে গিয়ে কী বলব তা যদি আমরা বেশ কয়েকবার অভ্যাস করে নিই, তাহলে আমরা সাবলীলভাবে সাক্ষ্য দিতে পারব, আমাদের নিজেদের মধ্যে কোন জড়তা থাকবে না ও আমাদের নিজের ভাষায় আমরা কথা বলতে পারব। এতে কেবল আমরা নিজেরাই যে ভাল করে কথা বলতে পারব তা নয় কিন্তু সেইসঙ্গে গৃহকর্তাও ভাল করে শুনবেন।

৫ যখন আপনি কাউকে অধ্যয়ন কীভাবে করা হয় দেখাচ্ছেন তখন যদি সময়ের দিকে খেয়াল রাখেন তো ভাল হয়, কারণ তাহলে আপনি গৃহকর্তাকে বলতে পারবেন যে অধ্যয়ন করতে আপনি কতটা সময় নেবেন। একজন ভাই নিজের পরিচয় দেওয়ার পর বলেন: “আমরা কীভাবে বিনা পয়সায় লোকেদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করি সেটা আমি আপনাকে দেখাতে চাই। এর জন্য আমি মাত্র পাঁচ মিনিটের মতো সময় নেব। আপনি কি পাঁচ মিনিট সময় দিতে পারবেন?” চান ব্রোশারের ১ম পাঠটা মাত্র পাঁচ মিনিটের মধ্যেই করে দেখানো যেতে পারে। এটা সত্যি যে কেবল কয়েকটা বেছে নেওয়া শাস্ত্রপদ পড়তেই পাঁচ মিনিট লেগে যায় কিন্তু পাঁচ মিনিটে পুরো পাঠটা শেষ করলে সেই ব্যক্তি বুঝতে পারবেন যে কীভাবে অধ্যয়ন করা হয়। তারপর তাকে বলুন যে ২য় পাঠটা অধ্যয়নের জন্য আপনি আবার আসবেন আর এর জন্য আপনি মাত্র ১৫ মিনিট নেবেন।

৬ এই কথাগুলো বলে ভাল ফল পাওয়া গেছে:

◼ “আমি আপনাকে দেখাতে চাই যে ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটা দিয়ে কীভাবে আমরা লোকেদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করি। এটা খুবই সহজ আর এর জন্য খুব অল্পই সময় লাগে। অনেকেই দেখেছেন যে প্রতি সপ্তাহে মাত্র ১৫ মিনিট করে দিলেই ১৬ সপ্তাহের মধ্যে এটা শেষ হয়ে যায় আর এই অধ্যয়নের ফলে বাইবেলের সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায়।” সংক্ষেপে সূচিপত্রটা দেখান। এরপর ১ম পাঠটা খুলে বলুন: “আপনি যদি আমাদেরকে ৫ মিনিটের মতো সময় দেন, তাহলে আপনাকে আমরা দেখাতে পারি যে কীভাবে আমরা অধ্যয়ন করি। ১ম পাঠের নাম ‘কীভাবে আপনি ঈশ্বর কী চান তা জানতে পারবেন।’” এরপর প্রশ্ন তিনটে পড়ুন এবং বন্ধনীর মধ্যে নম্বরগুলোর বিষয়ে বুঝিয়ে দিন। প্রথম অনুচ্ছেদটা পড়ুন এবং এরপর গৃহকর্তাকে দেখান যে কী করে উত্তর বের করতে হয়। গৃহকর্তাকে দুই অনুচ্ছেদটা পড়তে বলতে পারেন। তারপর বলুন: “অনুচ্ছেদে যা বলা আছে তার থেকে আপনি কীভাবে এই প্রশ্নের উত্তর দেবেন? [প্রশ্নটা আবার পড়ুন এবং গৃহকর্তাকেই উত্তর দেওয়ার সুযোগ দিন।] আপনি দেখবেন যে প্রত্যেকটা অনুচ্ছেদের পরে কিছু শাস্ত্রপদ দেওয়া আছে। এই শাস্ত্রপদগুলো আমাদেরকে জানায় যে বাইবেল এই প্রশ্নগুলোর কী উত্তর দেয়। উদাহরণ হিসেবে, আসুন আমরা ২ তীমথিয় ৩:১৬, ১৭ পড়ি এবং দেখি যে বাইবেলের লেখক কে সে সম্বন্ধে আপনি যে উত্তর দিয়েছেন সেটা এই শাস্ত্রপদ অনুযায়ী ঠিক কি না।” ৩ অনুচ্ছেদ পড়ার পর এর প্রশ্নটা নিয়ে আলোচনা করুন এবং এরপর যোহন ১৭:৩ পদ পড়ুন আর গৃহকর্তাকে আবারও মনে করিয়ে দিন যে ১ম পাঠ থেকে তিনি কী কী শিখেছেন। এরপর আপনি ২য় পাঠের প্রতি তার মনোযোগ নিয়ে গিয়ে শেষ প্রশ্নটা পড়তে পারেন, “দুটি কী উপায়ে আমরা ঈশ্বর সম্বন্ধে শিখতে পারি?” এরপর জিজ্ঞাসা করুন যে: “২য় পাঠ থেকে এর উত্তর পাওয়ার জন্য আবার কোন্‌ দিন আপনি ১৫ মিনিট সময় দিতে পারবেন?”

৭ সহজ সরলভাবে আলোচনা করা এবং যখনই সম্ভব গৃহকর্তার প্রশংসা করা খুবই দরকার। পরের বার ফিরে আসার কথা বলার সময়, তিনি আলোচনা চালিয়ে যেতে চান কি না গৃহকর্তাকে এ কথাটা জিজ্ঞাসা করার বদলে বরং আপনি একইভাবে পরের পাঠটা অধ্যয়ন করার কথা বলতে পারেন। তাকে বলুন আপনি আবার তার কাছে ফিরে আসবেন। অধ্যয়নের জন্য সময় করা যদি মুশকিল হয়ে পড়ে, তাহলে কিছু ভাইবোনেরা টেলিফোনের মাধ্যমে তা করার কথা বলেন। এছাড়া আপনি ছাত্রকে বলতে পারেন যে ব্রোশারটা যেন তিনি এমন জায়গায় গুছিয়ে রাখেন যাতে করে পরের বার যখন আপনি আসবেন সেটা সহজে বের করা যায়।

৮ সংকল্পবদ্ধ হোন: এটা সত্যি যে সফল হওয়ার জন্য সবচেয়ে বড় পথ হল আগে থেকে তৈরি হওয়া। কিন্তু সেই সঙ্গে লোকেদের কাছে আবারও ফিরে যাওয়ার জন্য আমাদের দৃঢ় সংকল্প থাকা দরকার। কয়েক মিনিটে একটা পাঠ শেখানো কঠিন হতে পারে, তাই অধ্যয়ন করতে গিয়ে কী বলবেন তা যতবার দরকার নিজে ততবার অভ্যাস করুন যাতে করে অধ্যয়ন করার সময় আপনার কোনরকম অসুবিধা না হয়। ঘরে ঘরে প্রচার করার সময়, যে কোন সুযোগে লোকেদের সঙ্গে কথা বলার সময় এবং টেলিফোনে সাক্ষ্যদানের সময় সকলের কাছেই অধ্যয়ন করে দেখানোর চেষ্টা করুন। বাইবেল অধ্যয়ন শুরু করা যদি আপনার কঠিন বলে মনে হয়, তাহলেও নিরুৎসাহিত হবেন না। বাইবেল অধ্যয়ন শুরু করতে পারার জন্য যা দরকার তা হল আপনার সংকল্প এবং অন্যদের কাছে সত্য জানানোর জন্য আপনার আন্তরিক ইচ্ছা।—গালা. ৬:৯.

৯ এই পরামর্শগুলোকে কাজে লাগিয়ে, চান ব্রোশার দিয়ে বাইবেল অধ্যয়ন শুরু করে আপনিও হয়তো কাউকে জীবনের পথে চলার জন্য সাহায্য করতে পারবেন।—মথি ৭:১৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার