প্রচার কাজ আমাদেরকে আলাদা করে
১ অনেকেই জিজ্ঞেস করেন, “যিহোবার সাক্ষিদের সঙ্গে অন্যান্য ধর্মগুলোর পার্থক্য কী?” আপনি এই প্রশ্নের কী উত্তর দেবেন? আপনি হয়তো বলবেন যে আমরা বাইবেলের শিক্ষা মেনে চলায় অন্য ধর্মগুলো থেকে আলাদা। কিন্তু আপনি কি কখনও এটা বলার কথা ভেবেছেন যে প্রচার কাজ করাও আমাদেরকে অন্যান্য ধর্ম থেকে কত বেশি আলাদা করে?—মথি ২৪:১৪; ২৮:১৯, ২০.
২ আজকে, খুব কম লোকেরাই তাদের ধর্মীয় বিশ্বাস অন্যদেরকে জানানোর তাগিদ অনুভব করেন। তারা হয়তো মনে করেন যে সরকারের আইন মেনে চলা, নৈতিক দিক দিয়ে শুদ্ধ থাকা বা অন্যদের জন্য ভাল কাজ করাই যথেষ্ট। তাই, তারা মনে করেন না যে পরিত্রাণ পাওয়ার জন্য বাইবেল যা বলে তা অন্যদের শেখানো তাদের দায়িত্ব। তাহলে আমরা কীভাবে তাদের থেকে আলাদা?
৩ আমরা খুবই উদ্যোগের সঙ্গে প্রচার করি আর এটাই আমাদেরকে অন্যান্য ধর্ম থেকে আলাদা করে। ১০০ বছরেরও বেশি সময় ধরে যিহোবার সাক্ষিরা পরিশ্রম ও ধৈর্যের সঙ্গে পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচার করে চলেছেন আর এইভাবে তারা প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের মতো চলেন। প্রচার করার পিছনে আমাদের উদ্দেশ্য হল যে যতজনকে সম্ভব ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে জীবনযাপন করতে সাহায্য করা।—১ তীম. ২:৪; ২ পিতর ৩:৯.
৪ আপনার সুনাম কেমন? আপনিও কি খুব উদ্যোগের সঙ্গে ঈশ্বরের বাক্য প্রচার করেন বলে লোকেরা জানে? (প্রেরিত ১৭:২, ৩; ১৮:২৫) আপনার প্রচার কাজ দেখে আপনার প্রতিবেশীরা কি সহজেই ধরতে পারেন যে তাদের ধর্মের সঙ্গে আপনার ধর্মের পার্থক্য আছে? আপনি কি আপনার আশা সম্বন্ধে অন্যদের জানানোর জন্য সবসময় একেবারে তৈরি? নিয়মিত প্রচারে যাওয়াটা কী আপনার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে? মনে রাখবেন যে আমরা শুধু আমাদের নাম দিয়েই নয় কিন্তু আমাদের নাম অনুসারে কাজ করে অর্থাৎ যতখানি পারি যিহোবার বিষয়ে সাক্ষ্য দিয়ে আমরা অন্যদের থেকে আলাদা থাকি।—যিশা. ৪৩:১০.
৫ আমরা প্রচার কাজ করি কারণ আমরা ঈশ্বরকে ও আমাদের প্রতিবেশীদের ভালবাসি। (মথি ২২:৩৭-৩৯) তাই যীশু এবং প্রেরিতদের মতো আমরা অন্যদের কাছে রাজ্যের বার্তা বলার জন্য প্রত্যেকটা সুযোগকে কাজে লাগাতে চাই। যারা শুনতে চান আমরা যেন সবসময় উদ্যোগের সঙ্গে তাদের কাছে সুসমাচার প্রচার করি। আর তা করলে সৎহৃদয়ের ব্যক্তিরা ‘যে ঈশ্বরের সেবা করে, ও যে তাঁর সেবা না করে, উভয়ের মধ্যে প্রভেদ দেখতে’ পাবেন।—মালা. ৩:১৮.