ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/৯৯ পৃষ্ঠা ১
  • কারা বাইবেল অধ্যয়ন করতে রাজি হতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কারা বাইবেল অধ্যয়ন করতে রাজি হতে পারেন?
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমাদের সাহিত্যগুলোকে বুদ্ধির সঙ্গে ব্যবহার করুন
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আরও বাইবেল অধ্যয়ন—প্রয়োজন
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমাদের অবশ্যই শিক্ষক হওয়া উচিত কেবলমাত্র প্রচারক নয়
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পুনর্সাক্ষাৎগুলি করার জন্য সাহসী হয়ে উঠুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/৯৯ পৃষ্ঠা ১

কারা বাইবেল অধ্যয়ন করতে রাজি হতে পারেন?

১ ভাববাদী আমোষ ঘোষণা করেছিলেন যে ইস্রায়েলে দুর্ভিক্ষ হবে, তবে “তাহা অন্নের দুর্ভিক্ষ কিম্বা জলের পিপাসা নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শ্রবণের।” (আমোষ ৮:১১) আজকে যারা আধ্যাত্মিকভাবে ক্ষুর্ধাত এবং তৃষ্ণার্ত তাদেরকে সাহায্য করার জন্য যিহোবার সংগঠন প্রচুর বাইবেল-ভিত্তিক বইপত্রিকা ছাপিয়ে সারা পৃথিবীতে তা বিতরণ করছে।

২ এই পর্যন্ত আমরা সাত কোটি জ্ঞান বই এবং নয় কোটি দশ লক্ষ চান ব্রোশার ছাপিয়েছি। এই বই ও ব্রোশার থেকে লোকেদের সত্য শেখানো কত সহজ আর এটা কতই না কাজের প্রমাণ হয়েছে। সত্যি বলতে কী, এমন অনেক অনেক লোক আছেন যারা আমাদের সাহিত্যাদি নিয়েছেন ঠিকই কিন্তু এখনও আমাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করেননি। তাহলে আমরা এখন কী করতে পারি?

৩ যারাই সাহিত্য নিয়েছেন তাদের সঙ্গেই অধ্যয়ন শুরু করা যায়! আমাদের এক ভাইয়ের অভিজ্ঞতাটা একটু দেখুন যিনি একজন মহিলার কাছে প্রচার করেছিলেন আর প্রথমবারেই তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি বাইবেল শিখতে চান কিনা। তিনি সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলেছিলেন। পরে তিনি ওই ভাইকে বলেছিলেন, “আপনার আগে কেউ আমাকে বাইবেল শেখার কথা বলেননি।” আপনার এলাকায় এমন কতজন লোক আছেন যারা আমাদের সাহিত্যাদি নিয়েছেন আর যারা হয়তো এমন কথাই বলবেন যেমন সেই মহিলা বলেছিলেন? যারাই আমাদের সাহিত্য নেন তারা সবাই আমাদেরকে আবার ফিরে যাওয়া ও বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক সুযোগ দেন।

৪ আমরা প্রায়ই সেইসব লোকেদের কাছে যাই যারা ইতিমধ্যেই আমাদের সাহিত্যাদি নিয়েছেন। কিন্তু এই লোকেদের আমাদের সাহিত্যাদির বিষয়বস্তু শিখতে আগ্রহী করে তোলার জন্য আমরা কী করতে পারি? একবার এক বোন সরাসরি এক মহিলাকে জিজ্ঞেস করেছিলেন যে বাইবেল সম্বন্ধে তার কোন প্রশ্ন আছে কি না, সেই মহিলা তাকে “না” বলেছিলেন। কিন্তু বোন হাল ছেড়ে না দিয়ে বলেছিলেন, “কোন না কোন প্রশ্ন তো নিশ্চয়ই আছে।” সত্যিই সেই মহিলার কিছু প্রশ্ন ছিল আর অধ্যয়ন শুরু হয়েছিল। তাই প্রচারে গিয়ে আপনিও গৃহকর্তাকে জিজ্ঞেস করুন না কেন, যে তার কোন প্রশ্নের উত্তর বা কোন বিষয় সম্বন্ধে বাইবেল কী বলে তা তিনি জানতে চান কি না? আপনি একটা প্রশ্ন ভেবে রাখুন যেন যদি তিনি কোন প্রশ্ন খুঁজে না পান, তাহলে আপনি সেই প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করতে পারেন। এইধরনের আলোচনা হয়তো বাইবেল অধ্যয়নের রাস্তা খুলে দিতে পারে ও সেই ব্যক্তি বাইবেলের মৌলিক সত্য শিখতে পারেন।

৫ বাইবেল অধ্যয়ন করা হল আমাদের প্রচারের মূল উদ্দেশ্য। আমরা আগে থেকেই ধরে নিতে পারি না যে কারা বাইবেল অধ্যয়ন করতে রাজি হবেন আর কারা হবেন না, তাই যাদের সঙ্গেই আপনি কথা বলেন না কেন, তাদের সবাইকে জিজ্ঞেস করুন যে তারা বাইবেল অধ্যয়ন করতে চান কিনা। এই বিষয়ে যিহোবার কাছে প্রার্থনা করুন আর আপনার প্রার্থনার সঙ্গে মিল রেখে কাজ করার চেষ্টা করুন। আপনি হয়তো শীঘ্রই এমন একজনকে খুঁজে পাবেন যাকে আপনি বাইবেল অধ্যয়ন করার কথা জিজ্ঞেস করবেন আর তিনি রাজি হয়ে যাবেন!—১ যোহন ৫:১৪, ১৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার