আমাদের সাহিত্যগুলোকে বুদ্ধির সঙ্গে ব্যবহার করুন
১ ১৮৭৯ সালের ১লা জুলাই প্রহরীদুর্গ (ইংরেজি) ছিল আমাদের প্রথম পত্রিকা যা সোসাইটি ছাপিয়েছিল আর এর ৬০০০ কপি লোকেদের কাছে বিতরণ করা হয়েছিল। তখন থেকেই সোসাইটি নানারকমের সাহিত্য ছাপিয়েছে ও সেগুলো বিতরণ করা হয়েছে।
সহজ সাহিত্য বিতরণ ব্যবস্থা
২ ১৯৯৯ সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে, বলা হয়েছিল যে প্রকাশকদের বিভিন্ন সাহিত্যাদি দেওয়া হবে যাতে তারা বাইবেলের প্রতি সত্যিকারের আগ্রহী ব্যক্তিদের কাছে সেগুলো বিতরণ করতে পারেন। অর্থাৎ এর জন্য প্রকাশক বা আগ্রহী ব্যক্তি, কারও কাছ থেকেই কোন দাম নেওয়া হবে না বা পত্রিকায় কোন দাম লেখাও থাকবে না। সাহিত্য দেওয়ার সময় আমরা লোকেদের বলব যে তারা যদি সুসমাচার জানানোর উদ্দেশ্যে আমাদের সারা পৃথিবীতে চলতে থাকা এই কাজের জন্য দান করতে চান, তাহলে আমরা তা খুশি হয়ে নেব। আমাদের বিশ্বাস যে যিহোবা এই ব্যবস্থায় আশীর্বাদ করবেন।—মথি ৩:৩৩ পদের সঙ্গে তুলনা করুন।
প্রচার কাজে বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করা
৩ আমরা লোকেদের সুসমাচার শুনিয়ে চলব যাতে তারা সত্যের প্রতি আগ্রহী হন। আগ্রহ না দেখতে পেলে আমরা পত্রিকা দেব না। কারণ যাদের আগ্রহ নেই তাদেরকে পত্রিকা দিয়ে আমরা শুধু শুধু আমাদের সাহিত্যগুলোকে নষ্ট করতে চাই না। কিন্তু আবার, গৃহকর্তা যদি আগ্রহ দেখান ও সাহিত্য পড়তে চান, তাহলে আমরা তাকে তা দেব। আমরা আমাদের সাহিত্যগুলোকে বুদ্ধির সঙ্গে ব্যবহার করতে চাই।
৪ সাহিত্য দেখানোর পর আপনি হয়তো এই কথাগুলো বলতে পারেন: “আপনি যদি এই প্রকাশনাটা পড়তে চান, আমি আপনাকে এটা দিয়ে যাব।” গৃহকর্তা হয়তো জিজ্ঞেস করবেন: “এর দাম কত?” তখন আপনি বলতে পারেন যে: “আসলে আমরা বই বিক্রি করছি না, এটা আমাদের ব্যাবসা নয়। কিন্তু আমাদের মতো সারা পৃথিবীর ২৩৩টা দেশে দ্বীপে স্বেচ্ছাসেবীরা আছেন যারা লোকেদের কাছে গিয়ে তাদের জীবনের সংবাদ জানান। সারা পৃথিবীতে চলতে থাকা এই কাজের জন্য আপনি যদি কিছু দান করতে চান, আমরা তা খুশি হয়ে নেব।”
৫ পত্রিকাগুলো দেওয়ার সময়, আপনি কোন একটা প্রবন্ধ দেখিয়ে কয়েকটা প্রশ্ন করে তারপর বলতে পারেন: “এই প্রবন্ধ থেকে আপনি এই বিষয়ে আরও বেশি কিছু জানতে পারবেন। আপনি যদি এই পত্রিকা দুটো পড়তে চান, তাহলে আমি আপনাকে এদুটো দিয়ে যাব।” যদি গৃহকর্তা পত্রিকা দুটো নেন, তাহলে আপনি বলতে পারেন: “আপনাকে এই পত্রিকা দুটো দিতে আমি খুবই খুশি। আমি জানি যে এটা পড়তে আপনার ভাল লাগবে। আর তাই, সামনের সপ্তাহে আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য আমি আবার আপনার কাছে আসব। দেখুন প্রহরীদুর্গ পত্রিকা এখন ১৩২ ভাষায় ছাপানো হচ্ছে আর সারা পৃথিবীতে ২,২০,০০,০০০ এরও বেশি কপি বিতরণ করা হচ্ছে। এই কাজ পুরোপুরি স্বেচ্ছাকৃত দানের দ্বারা চলে। আপনিও যদি এই শিক্ষামূলক কাজের জন্য কিছু দান করতে চান, আমরা তা খুশি হয়ে নেব।”
৬ কিছু লোকেদের কাছে আমাদের সারা পৃথিবীতে চলতে থাকা এই কাজের জন্য দান দেওয়ার ব্যাপারটা বলা হয়তো ঠিক হবে না। ধরুন, একজন গৃহকর্তা হয়তো খুব আগ্রহভরে শোনার পর জিজ্ঞেস করলেন: “আপনারা কি এটা বিনা পয়সায় দিচ্ছেন?” উত্তরে আমরা বলতে পারি: “আপনি যদি বইটা পড়তে চান, বইটা নিতে চান, তো ঠিক আছে, আপনি নিন। আজকে আমরা যে বিষয়ে কথা বলেছি, সামনের সপ্তাহে এই বিষয়ে আমরা আরেকটু আলোচনা করব আর তখন আমি আপনাকে বলব যে সারা পৃথিবীতে আমাদের এই কাজ কীভাবে চলে।” পরের বার যখন আপনি দেখা করতে আসবেন তখন গৃহকর্তাকে বলুন যে আমাদের এই কাজ চালানোর জন্য অর্থ কোথা থেকে আসে।
৭ অথবা ধরুন গৃহকর্তা হয়তো সঙ্গে সঙ্গে সাহিত্যটা নিয়ে বললেন “ধন্যবাদ।” তখন আপনি হাসিমুখে তাকে বলতে পারেন যে: “আমি জানি আপনার এটা পড়তে ভাল লাগবে। কিন্তু অনেকেই ভাবেন যে যেহেতু আমাদের এই কাজ সারা পৃথিবীতে চলছে, এই কাজের জন্য আমরা অর্থ কোথা থেকে পাই। অনেকেই যারা আমাদের প্রকাশনাগুলো নেন তারা মনে করেন এটা খুবই ভাল কাজ আর যাতে করে এই বই-পত্রিকা আরও বেশি লোকেদের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য তারা স্বেচ্ছায় কিছু দান করেন। লোকেরা যদি স্বেচ্ছায় দান করেন, তাহলে আমরা তা খুশি হয়ে নিই।”
সত্যি করেই কি আগ্রহী?
৮ আমরা যেখানে সেখানে আমাদের সাহিত্য বিতরণ করতে চাই না। আমরা চাই যে লোকেরা যারা সত্য খুঁজছেন তারা আমাদের সাহিত্য পড়ুন ও যিহোবার উদ্দেশ্য সম্বন্ধে শিখুন। এইজন্য যদি আমরা যে লোকেদের আধ্যাত্মিক বিষয়ে কোনরকম আগ্রহ নেই তাদের সাহিত্য দিই, তাহলে তা একেবারেই অনর্থক হবে। (ইব্রীয় ১২:১৬) আপনি যদি ঠিকভাবে সাহিত্য বিতরণের কাজ করতে চান, তাহলে আপনাকে জানতে হবে যে যার সঙ্গে আপনি কথা বলছেন তিনি সত্যি করেই আগ্রহী কিনা। কিন্তু কী করে আপনি বুঝবেন যে তিনি সত্যি করেই আগ্রহী কিনা? যখন আপনি কারও সঙ্গে কথা বলেন তখন তিনি যদি আপনার সঙ্গে ভাল করে কথা বলেন, তাহলে বোঝা যায় যে সেই ব্যক্তির আগ্রহ আছে। কিংবা গৃহকর্তা যখন মন দিয়ে আপনার কথা শোনেন, আপনার প্রশ্নের উত্তর দেন এবং নিজের মতামত জানান তখনও বোঝা যায় যে তিনি আলোচনা করতে আগ্রহী। এছাড়া গৃহকর্তা যদি আপনার সঙ্গে সম্মান দেখিয়ে ও ভালভাবে কথা বলেন, তখনও তা বোঝায় যে তিনি আপনার কথা শুনতে চান। আপনি যখন বাইবেল পড়েন তখন যদি তিনি তা মন দিয়ে শোনেন ও আপনার সঙ্গে সঙ্গে দেখেন সেটাও দেখায় যে ঈশ্বরের বাক্যের প্রতি তার শ্রদ্ধা আছে। কখনও কখনও তাদের এ কথা জিজ্ঞেস করা ঠিক হবে যে তারা যে সাহিত্য নিচ্ছেন, তারা কি সত্যি করেই সেটা পড়বেন। এছাড়া, আপনি বলতে পারেন যে আরও কিছু বলার জন্য আপনি আবার ফিরে আসবেন। দ্বিতীয়বারও যদি তিনি মন দিয়ে আপনার কথা শোনেন, তাহলে তাতেও বোঝা যাবে যে তিনি সত্যি সত্যিই আগ্রহী। যখন আপনি দেখছেন যে কেউ সত্যি করেই আগ্রহী তখন তার মানে যে তিনি আমাদের সাহিত্য পড়বেন।
৯ আমাদের প্রচার কাজের ধরনে এই পরিবর্তন দেখায় যে “নিজেদের লাভের জন্য যারা ঈশ্বরের বাক্য নিয়ে ব্যাবসা করে আমরা সেই সব লোকদের মত নই।” (২ করি. ২:১৭, প্রেমের বাণী) এটা এও দেখায় যে আমরা জগৎ থেকে আলাদা।—যোহন ১৭:১৪.
১০ মহতী বাবিলের ধ্বংস খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে আর তাই সব ধর্মের ওপরই বিরোধিতা বেড়ে চলেছে। আমাদের প্রধান চিন্তা হল আমাদের সারা পৃথিবীতে চলতে থাকা রাজ্যের এই প্রচার কাজে যেন কোন বাধা না আসে যাতে অনেককে পরিত্রাণ পাওয়ার সুযোগ করে দেওয়া যায়।—মথি ২৪:১৪; রোমীয় ১০:১৩, ১৪.