প্রচুর পরিমাণে বীজ বুনুন কিন্তু বিচক্ষণতার সঙ্গে
১. প্রত্যেক কৃষক জানেন যে, তিনি যদি তার বীজ প্রচুর পরিমাণে বোনেন, তা হলে তিনি হয়তো প্রচুর শস্য কাটবেন কিন্তু তিনি যদি অল্প পরিমাণে বীজ বোনেন, তা হলে নিশ্চিতভাবে তিনি অল্প পরিমাণে শস্য কাটবেন। (২ করি. ৯:৬, NW) যেখানে বৃদ্ধি পাওয়া সম্ভব নয়, সেখানে বীজ বুনে তা নষ্ট না করার ব্যাপারে কৃষকরা সতর্ক থাকে। ক্ষেত্রে আমরা যখন আমাদের সাহিত্যাদি অর্পণ করি, সেই সময় একইরকম বিচক্ষণতার প্রয়োজন রয়েছে। আমরা চাই যে, যারা সাহিত্যাদি পড়তে আগ্রহী কেবল তাদের কাছেই সেগুলো ছেড়ে আসি। আমরা যোগ্য ব্যক্তিদের যিহোবার অযাচিত দয়া এবং রাজ্যের আশা সম্বন্ধে শেখার সুযোগ দিতে চাই।
২. আপনি কি দেখেন যে, পত্রিকা, ব্রোশার এবং অন্যান্য প্রকাশনাগুলো বাড়িতে একটা তাকের ওপর জমতে শুরু করেছে, যেখানে সেগুলো আপনার এলাকায় যোগ্য ব্যক্তিদের সত্যের জ্ঞানের দিকে আনার জন্য ব্যবহার করা যেতে পারে? (মথি ২৫:২৫ পদ তুলনা করুন।) কীভাবে শিক্ষামূলক কাজ চলে শুধু সেই কথা উল্লেখ করতে আপনার অস্বস্তি বোধ হয় বলে কি আপনি কখনও কখনও প্রথম সাক্ষাতে পত্রিকাগুলো অথবা অন্যান্য সাহিত্যাদি অর্পণ করা থেকে বিরত হন? অভিজ্ঞ প্রকাশকরা দেখেছে যে, উপলব্ধিপরায়ণ গৃহকর্তারা এক সহজ, সরাসরি মন্তব্যের প্রতি সাড়া দেয় যখন তাদের জানানো হয় যে, কীভাবে শিক্ষামূলক কাজের জন্য দেওয়া দানগুলো ব্যবহার করা হয়।
৩. আপনি হয়তো বলতে পারেন:
▪ “আপনি হয়তো ভাবছেন যে, কীভাবে আমরা বিনামূল্যে সাহিত্যাদি অর্পণ করতে পারি। এটা পৃথিবীব্যাপী শিক্ষামূলক কাজের এক অংশ, যে-কাজ স্বেচ্ছাকৃত দানের দ্বারা চলে। আপনি যদি এই কাজের জন্য সামান্য কিছু দান দিতে চান, তা হলে সেটা গ্রহণ করে আমি খুব খুশি হব।”
৪. অনেক গৃহকর্তা জিজ্ঞেস করে থাকে, সাহিত্যের দাম কত।
আপনি এভাবে উত্তর দিতে পারেন:
▪ “যেহেতু আমাদের কাজ স্বেচ্ছাকৃত দানের দ্বারা চলে, তাই এই সাহিত্যের জন্য কোনো দাম নেওয়া হয় না। আপনি যদি এখনই সামান্য কিছু দান দিতে চান, তা হলে আমরা দেখে আনন্দিত হব যে, এটা পৃথিবীব্যাপী শিক্ষামূলক কাজের জন্য ব্যবহৃত হচ্ছে।”
অথবা আপনি হয়তো বলতে পারেন:
▪ “বাইবেল সম্বন্ধে আরও বেশি করে জানতে আগ্রহী এমন সকলের কাছে আমরা আমাদের সাহিত্যাদি প্রাপ্তিসাধ্য করি। পৃথিবীব্যাপী এই কাজের জন্য আপনি যদি সামান্য কিছু দান দিতে চান, তা হলে আমি আপনার হয়ে এটা পাঠিয়ে দিতে খুশি হব।”
৫. পত্রিকা দিয়ে প্রচার করার সময় কিছু প্রকাশক কোনো একটা পত্রিকার ভিতরের পৃষ্ঠা দেখিয়ে বলে:
▪ “এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন, আমাদের কাজ স্বেচ্ছাকৃত দানের দ্বারা চলে। এই কাজে সাহায্য করার জন্য আপনি যদি সামান্য কিছু দান দিতে চান, তা হলে আমি সেটা পাঠানোর ব্যবস্থা করতে পারি।”
আরেকটা সহজ অভিব্যক্তি দেওয়া হল:
▪ “যদিও আমাদের সাহিত্যাদি বিনামূল্যে অর্পণ করা হয় কিন্তু আমাদের পৃথিবীব্যাপী কাজের জন্য আমরা পরিমিত দানগুলো গ্রহণ করে থাকি।”
৬. আমাদের কাজে কীভাবে অর্থ জোগানো হয়, সে কথা উল্লেখ করতে আমরা অনিচ্ছুক বলে আমাদের কখনও রাজ্যের বীজ বোনা থেকে বিরত হওয়া উচিত নয়। একই সময়ে, বিচক্ষণতারও প্রয়োজন রয়েছে যাতে আমাদের সাহিত্যাদি ‘পাষাণময় মাটীতে’ নষ্ট না হয়। (মার্ক ৪:৫, ৬, ১৬, ১৭) আমরা যে-সুসমাচার নিয়ে যাই, সেটাকে যারা উপলব্ধি করে, তারা বস্তুগতভাবে দান করার সুযোগ থাকায় আনন্দিত হয়।—মথি ১০:৪২ পদ তুলনা করুন।