ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/৯৯ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভাগুলো

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভাগুলো
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ডিসেম্বর ৬ থেকে যে সপ্তাহ শুরু
  • ডিসেম্বর ১৩ থেকে যে সপ্তাহ শুরু
  • ডিসেম্বর ২০ থেকে যে সপ্তাহ শুরু
  • ডিসেম্বর ২৭ থেকে যে সপ্তাহ শুরু
  • জানুয়ারি ৩ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/৯৯ পৃষ্ঠা ২

পরিচর্যা সভাগুলো

নোট: এখন থেকে আমাদের রাজ্যের পরিচর্যা-র পরিচর্যা সভার তালিকায় পরের মাসের প্রথম সপ্তাহের তালিকাটাও দিয়ে দেওয়া হবে, যেমন এই সংখ্যায় দেওয়া হয়েছে। এটা করা হচ্ছে কারণ মণ্ডলীতে সাহিত্য পাঠানোর জন্য কিছু নতুন ব্যবস্থা করা হয়েছে আর সেইজন্য আমাদের রাজ্যের পরিচর্যা মণ্ডলীতে পৌঁছাতে দেরি হতে পারে।

ডিসেম্বর ৬ থেকে যে সপ্তাহ শুরু

গান ২০৭

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।

১৫ মি: “যিহোবাকে অনুকরণ করে পক্ষপাতশূন্য হোন।” খুব অল্প কথায় ভূমিকা করে, সরাসরি প্রশ্নোত্তর আলোচনায় চলে যান। পক্ষপাত না করার মানে কী, যিহোবা কীভাবে এটা দেখান এবং প্রচারে আমরা কীভাবে তা দেখাতে পারি বলুন।—অন্তর্দৃষ্টি (ইংরেজি), খণ্ড ১, পৃষ্ঠা ১১৯২, অনুচ্ছেদ ৪-৭ দেখুন।

২০ মি: “আমরা কি এ কথা আগেও শুনিনি?” বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। শ্রোতাদেরকে বলতে বলুন যে বার বার বলা কীভাবে তাদের সত্যকে আরও ভাল করে বুঝতে ও নিজের করে নিতে সাহায্য করেছে।—প্রহরীদুর্গ, জুলাই ১৫, ১৯৯৫, পৃষ্ঠা ২১-২ এবং আগস্ট ১, ১৯৯৩, পৃষ্ঠা ২১-২২, অনুচ্ছেদ ১০-১২ দেখুন।

গান ২১৮ এবং সমাপ্তির প্রার্থনা।

ডিসেম্বর ১৩ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৬৮

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। লোকে যখন জাগতিক ছুটির দিনে শুভেচ্ছা জানায় তখন আমরা কীভাবে বুদ্ধিপূর্বক উত্তর দিতে পারি সেই সম্বন্ধে কিছু পরামর্শ দিন। মণ্ডলীতে যদি সর্বমহান পুরুষ অথবা মহান শিক্ষক (ইংরেজি) বইগুলো মজুত থাকে, তাহলে বড়দিনের ছুটির সময়ে, কীভাবে প্রচারে সেগুলোকে ভাল করে ব্যবহার করা যেতে পারে তা বলুন।

১৫ মি: “২০০০ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়।” ঐশিক পরিচর্যা বিদ্যালয় অধ্যক্ষ বিষয়টার ওপর বক্তৃতা দেবেন। নতুন বছরে তালিকায় যে পরিবর্তনগুলো করা হয়েছে সেগুলো আলোচনা করুন। ৩ নং. বক্তৃতা “আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গ” থেকে নেওয়া হবে। আর এটা নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেলের পিছনের দিকের পৃষ্ঠায় পাওয়া যাবে। ৪ নং. বক্তৃতায় শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরেজি) বই থেকে বাইবেলের চরিত্রগুলো নিয়ে আলোচনা করা হবে এবং বছরের শেষ তিন মাস “আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গ” থেকে পাঠ দেওয়া হবে। তালিকায় যেখানে নম্বরের পাশে (#) চিহ্ন থাকবে, সেই পাঠ একজন ভাইকে দেওয়া উচিত। দয়া করে লক্ষ্য করুন যে, আঞ্চলিক ভাষাগুলোর জন্য, বক্তৃতা নং. ৩ “আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গ” পুস্তিকা থেকে এবং বক্তৃতা নং. ৪ প্রহরীদুর্গ থেকে নেওয়া হবে। সবাইকে উৎসাহ দিন যে তারা যেন সাপ্তাহিক বাইবেল পাঠ ঠিকমতো পড়েন এবং বিদ্যালয়ে তারা যে পাঠ পান তাতে যেন অবহেলা না দেখান।

২০ মি: “একজন নাস্তিককে আপনি কী বলবেন?” প্রশ্নোত্তর। কেন অনেকে ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন তার কারণগুলো আলোচনা করুন। তাদের সঙ্গে কীভাবে কথা শুরু করা যায় তার কয়েকটা উপায় সম্বন্ধে বলুন যাতে করে তাদের বোঝানো যায় যে এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা ঈশ্বর আছেন। একটা বা দুটো ছোট নমুনা দেখান। আরও জানার জন্য, যুক্তি (ইংরেজি) বইয়ের ১৪৫-৫১ পৃষ্ঠা এবং ঈশ্বরের জন্য মানবজাতির অন্বেষণ (ইংরেজি) বইয়ের ১৪ অধ্যায় দেখুন।

গান ২২০ এবং সমাপ্তির প্রার্থনা।

ডিসেম্বর ২০ থেকে যে সপ্তাহ শুরু

গান ২১৯

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। সম্প্রতি ভাইবোনেদের প্রচারে যে অভিজ্ঞতাগুলো হয়েছে অল্পকথায় তাদেরকে তা বলতে বলুন।

১৫ মি: আমাদের কথায় যারা বাধা দেন তাদের কাছে সাক্ষ্য দেওয়া। শ্রোতাদের সঙ্গে আলোচনা ও নমুনা। যুক্তি (ইংরেজি) বইয়ের ১৫-১৬ পৃষ্ঠায় দেওয়া “মন্তব্যগুলো” পড়ুন। ১৬-২০ পৃষ্ঠা থেকে দুটো তিনটে বিষয় বলুন যে “কথায় যারা বাধা দেন” তারা কী বলেন বা আপনার এলাকায় লোকেরা কথায় বাধা দেওয়ার জন্য যা বলেন তা বলুন। এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য বইতে যে পরামর্শ দেওয়া হয়েছে তার কয়েকটা আলোচনা করুন এবং দেখান যে কীভাবে আপনার এলাকায় তা কাজে লাগানো যায়। খুব ছোট্ট করে এর কয়েকটার নমুনা দেখান। আর এইরকম করে শ্রোতারা যে ভাল ফল পেয়েছেন তা তাদেরকে বলতে বলুন।

২০ মি: আমি কি কোন ধর্মীয় সংগঠনে চাকরি করতে পারি? ১৯৯৯ সালের ১৫ই এপ্রিল প্রহরীদুর্গ এর ২৮-৩০ পৃষ্ঠায় দেওয়া বিষয়ের ওপর একজন প্রাচীন বক্তৃতা দেবেন। কেউ কেউ এইরকম চাকরি নিয়েছেন কিন্তু পরে তারা দেখেছেন যে তাদের যা করতে হচ্ছে তা বাইবেলের নীতিবিরুদ্ধ কাজ। ঐ প্রবন্ধে দেওয়া প্রশ্নগুলো আলোচনা করুন যা ধর্মীয় বিষয়ের সঙ্গে জড়িত কোন চাকরি নেওয়া ঠিক হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ভাইবোনদের উৎসাহিত করুন যে তারা যেন এমন চাকরি নেন যাতে যিহোবার সঙ্গে তাদের ভাল সম্পর্ক থাকে।—২ করি. ৬:৩, ৪, ১৪-১৮.

গান ১০৯ এবং সমাপ্তির প্রার্থনা।

ডিসেম্বর ২৭ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৬৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। যদি আপনার মণ্ডলী নতুন বছরের জন্য সভার সময় পালটায়, তাহলে সকলকে উৎসাহিত করুন যে তারা যেন এই নতুন সময়ে নিয়মিতভাবে সভায় আসেন। বাইবেল ছাত্রদের ও অন্যান্য ব্যক্তিদেরও এই নতুন সময় জানিয়ে দিন এবং সেই হ্যান্ডবিলগুলো ব্যবহার করুন যাতে নতুন সময় দেওয়া আছে। সকলকে ডিসেম্বর মাসের প্রচারের রিপোর্ট জমা দেওয়ার কথা মনে করিয়ে দিন।

১৫ মি: স্থানীয় ঘোষণাবলি।

২০ মি: জানুয়ারি মাসে পুরনো বইগুলোকে অর্পণ করুন। পরিচর্যা অধ্যক্ষ বিষয়টা পরিচালনা করবেন। বক্তৃতা ও নমুনা। দুটো অথবা তিনটে ১৯২ পৃষ্ঠার বই দেখান যেগুলো মণ্ডলীতে মজুত আছে আর ভাইবোনদের প্রচারে সেগুলোকে নিয়ে যেতে উৎসাহিত করুন। (পুরনো বই যদি মণ্ডলীতে না থাকে, তাহলে জানুয়ারি মাসে বিকল্প কী অর্পণ করা হবে সে বিষয়ে আলোচনা করুন। সরল সাহিত্য বিতরণের ব্যবস্থার ভিত্তিতে কীভাবে এই বইগুলোকে অর্পণ করা যায় তা দেখিয়ে একটা কিংবা দুটো নমুনা দেখান। বাইবেলের প্রতি আগ্রহী করে তোলার জন্য এই পুরনো প্রকাশনাগুলো কেন এখনও কাজে আসে তা বলুন। প্রতিটা বইয়ে কথা বলার মতো বিষয়গুলো ও অনেক ছবি আছে যাতে কথা শুরু করতে সুবিধা হয়। একটা অথবা দুটো নমুনা দেখান। আগ্রহ দেখালে, চান ব্রোশারটা দিয়ে স্টাডি শুরু করা যেতে পারে।

গান ২২৪ এবং সমাপ্তির প্রার্থনা।

জানুয়ারি ৩ থেকে যে সপ্তাহ শুরু

গান ১০

৮ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৭ মি: কী করে উত্তর দিতে হয় তা জানুন। (কল. ৪:৬) বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। অন্যদেরকে বাইবেলের সত্য জানানোর জন্য যুক্তি (ইংরেজি) বই খুব সাহায্য করে। আমাদের বিশ্বাস সম্বন্ধে গৃহকর্তা যদি কোন প্রশ্ন করেন, আমরা যুক্তি বইয়ের যেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেই অধ্যায়ের শেষে দেওয়া “যদি কেউ বলেন” শিরোনামের বিষয় থেকে উত্তর দিতে পারি। ৬৪-৮ পৃষ্ঠা থেকে বলুন যে লোকেরা বাইবেল সম্বন্ধে কী বলে আর এটাও বলুন যে কেন এখানে দেওয়া উত্তরগুলো দেখালে ভাল ফল পাওয়া যাবে।

২০ মি: “আমাদের সাহিত্যগুলোকে বুদ্ধির সঙ্গে ব্যবহার করুন।” প্রশ্নোত্তর আলোচনা। ৭ অনুচ্ছেদটা আলোচনা করার পর, ৪-৭ পৃষ্ঠায় দেওয়া পরামর্শগুলোকে কাজে লাগিয়ে দুটো অথবা তিনটে ছোট নমুনা দেখান।

গান ৫৬ এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার