আমাদের বাইবেলভিত্তিক সাহিত্যাদি বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করুন
১ “আমি ১৯৬৫ সাল থেকে আপনাদের প্রকাশনাগুলো পড়ছি। আমি পড়ার সময় বাইবেল খুলে দেখি আর আপনাদের সাহিত্যাদির প্রত্যেকটা বিষয়ই বাইবেলের সঙ্গে মিল রাখে। আমি সবসময়ই ঈশ্বর ও যিশু সম্বন্ধে প্রকৃত সত্য জানতে চেয়েছি আর অকপটভাবে বলতে পারি যে, আমি আপনাদের প্রকাশনাগুলো ও বাইবেলের সাহায্যে সত্য উত্তরগুলো খুঁজে পাচ্ছি।” এই কথাগুলো একজন ব্যক্তি যিহোবার সাক্ষিদের প্রধান কার্যালয়ে লিখেছিলেন। একই চিঠিতে তিনি তাকে বাইবেল অধ্যয়ন করানোর জন্য অনুরোধ করেছিলেন।
২ এই কৃতজ্ঞ ব্যক্তির মতো, বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোক ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাসের’ জোগানো বাইবেল অধ্যয়ন সহায়কগুলোর জন্য উপলব্ধি প্রকাশ করে। (মথি ২৪:৪৫) “সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে” সৎহৃদয়ের লোকেদের সাহায্য করার জন্য প্রতি বছর প্রচুর পরিমাণে সাহিত্য উৎপাদন করা হয়। (১ তীম. ২:৪) কীভাবে আমরা আমাদের বাইবেলভিত্তিক সাহিত্যাদি বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করতে পারি?
৩ অপচয় পরিহার করুন: কিছু সময়ের মধ্যে, আমরা প্রকৃতপক্ষে যতটা না ব্যবহার করব তার চাইতে বেশি সাহিত্য জমিয়ে ফেলতে পারি। আমাদের মূল্যবান প্রকাশনাগুলোর অপচয় পরিহার করার জন্য আমরা কী করতে পারি? পরিচর্যায় ব্যবহারের জন্য সাহিত্য নেওয়ার সময় বিচক্ষণতার প্রয়োজন। অর্পণ করব এমন একটা প্রকাশনার অনেকগুলো কপি না নিয়ে, আমরা হয়তো শুধু একটা বা দুটো কপি নিতে পারি এবং সেগুলো অর্পণ করার পর আরও কপি সংগ্রহ করতে পারি। এর ফলে আমাদের ঘরে প্রচুর সাহিত্য জমে থাকবে না। একইভাবে, আমাদের কাছে যদি অর্পণ করা হয়নি এমন অনেক পত্রিকা থাকে, তা হলে আমাদের আবেদনের সংখ্যা কমিয়ে দেওয়া উপযুক্ত হবে।
৪ অত্যধিক পরিমাণে মজুতকৃত প্রকাশনা: যদি মণ্ডলীতে কোনো নির্দিষ্ট প্রকাশনা অত্যধিক পরিমাণে মজুত থাকে, তা হলে যিনি সাহিত্য বিভাগ দেখাশুনা করেন তিনি হয়তো এলাকার অন্য মণ্ডলীর সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন যে, তারা সেই অতিরিক্ত সাহিত্য ব্যবহার করতে পারে কি না। প্রকাশকরা পুরনো প্রকাশনাগুলো পরিবারের অবিশ্বাসী সদস্য, বাইবেল ছাত্র-ছাত্রী এবং অন্যদেরকে দিতে পারে। যেসব নতুন ব্যক্তি মণ্ডলীর সঙ্গে মেলামেশা করছে, তারা হয়তো তাদের বাইবেলভিত্তিক সাহিত্যাদির ব্যক্তিগত লাইব্রেরির জন্য এইসব পুরনো প্রকাশনা রাখতে চাইবে।
৫ আমরা চাই আমাদের সাহিত্যাদি এর কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন করুক আর তা হল, মূলত আন্তরিক লোকেদের যিহোবার অপূর্ব উদ্দেশ্যগুলো সম্বন্ধে আরও শিখতে সাহায্য করা। যিশু অলৌকিক উপায়ে লোকেদের খাওয়ানোর পর যেমন অবশিষ্ট খাবার নষ্ট করেননি, ঠিক তেমনই আমাদেরকে জোগানো মূল্যবান বাইবেলভিত্তিক সাহিত্যাদির সর্বোত্তম ব্যবহার করা আমাদের লক্ষ্য হওয়া উচিত। (যোহন ৬:১১-১৩) আমাদের প্রকাশনাগুলো যদি আমাদের শেলফে বা বইয়ের ব্যাগে থাকে, তা হলে সেগুলোর জীবন রক্ষাকারী বার্তা ধার্মিক লোকেদের হৃদয় স্পর্শ করতে পারবে না। তাই, আমরা পরিচর্যার জন্য সাহিত্যাদি নেওয়ার সময়ে অবশ্যই যুক্তিবাদী হব আর অন্যদের উপকারের জন্য এগুলো বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করব।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১, ২. আমাদের সাহিত্যাদি সম্বন্ধে অনেক লোক কীরকম মনে করে আর তা কোন প্রশ্ন উত্থাপন করে?
৩. কীভাবে আমরা সাহিত্যাদির অপচয় পরিহার করতে পারি?
৪. যদি একটা মণ্ডলীতে অত্যধিক পরিমাণে মজুতকৃত প্রকাশনা থাকে, তা হলে কী করা যেতে পারে?
৫. কীভাবে আমরা আমাদের সাহিত্যাদির জন্য উপলব্ধি দেখাতে পারি?