ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০৯ পৃষ্ঠা ৩
  • আমাদের প্রকাশনাগুলোর সদ্‌ব্যবহার করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের প্রকাশনাগুলোর সদ্‌ব্যবহার করুন
  • ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমাদের বাইবেলভিত্তিক সাহিত্যাদি বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করুন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • জমা করে না রেখে সেগুলোকে ব্যবহার করুন
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশতান্ত্রিক সম্পদগুলোর প্রতি উপলব্ধি দেখান
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার পরিচর্যায় পত্রিকাগুলো তুলে ধরুন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০৯ পৃষ্ঠা ৩

আমাদের প্রকাশনাগুলোর সদ্‌ব্যবহার করুন

১. কীভাবে আমরা যিহোবার ব্যবস্থাগুলোর প্রতি দেখানো যিশুর উপলব্ধিবোধের উদাহরণকে অনুকরণ করতে পারি?

১ এক বিরাট জনতাকে অলৌকিকভাবে খাওয়ানোর পর যিশু অবশিষ্ট খাবার সংগ্রহ করার ব্যবস্থা করেছিলেন। (মথি ১৪:১৯-২১) যিহোবার ব্যবস্থাগুলোর প্রতি এইরকম উপলব্ধিবোধ আমাদের জন্য, ‘বুদ্ধিমান্‌ গৃহাধ্যক্ষের’ মাধ্যমে যিহোবা যে-সমস্ত বিষয় জোগান, সেগুলোর সদ্‌ব্যবহার করার দ্বারা ‘কৃতজ্ঞ হওয়ার’ এক উত্তম উদাহরণ স্থাপন করে।—কল. ৩:১৫; লূক ১২:৪২; মথি ২৪:৪৫-৪৭.

২. কীভাবে আমরা পত্রিকাগুলো জমে যাওয়া রোধ করতে পারি?

২ পত্রিকাগুলো: পত্রিকাগুলো সহজেই জমা হয়ে যেতে পারে। যদি আমাদের নিয়মিতভাবে পত্রিকা রয়ে যায়, তাহলে আমাদের পত্রিকার আবেদনের পরিমাণ কমিয়ে দেওয়া উচিত। পুরোনো পত্রিকাগুলো সম্বন্ধে কী বলা যায়? পত্রিকাগুলো পুরোনো হয়ে গেলেও প্রবন্ধগুলোর গুরুত্ব হ্রাস পায় না। আমাদের কাছে যদি অনেক পুরোনো পত্রিকা জমে যায়, তাহলে হয়তো পরিচর্যা অধ্যক্ষ বা অন্য কোনো প্রাচীন আমাদেরকে সেগুলো অর্পণ করার কার্যকারী উপায়গুলো খুঁজে পেতে সাহায্য করতে পারেন।

৩, ৪. কিংডম হল থেকে সাহিত্য নেওয়ার সময় আমাদের কোন বিষয়গুলো মনে রাখা উচিত?

৩ অন্যান্য সাহিত্য: যখন অর্পণের জন্য প্রকাশনার পরিবর্তন করা হয়, তখন কিংডম হল থেকে সাহিত্যটির বাড়তি কপি নেওয়ার আগে প্রথমে দেখে নিন যে, ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহারের জন্য সেই প্রকাশনাটির কপি ইতিমধ্যে আপনার বাড়িতে রয়েছে কি না। লক্ষ রাখবেন যেন পুরো সপ্তাহের জন্য আপনার যতগুলো দরকার, আপনি শুধু ততগুলোই নেন আর সেগুলো অর্পণ করে ফেলার পরই আরও কপির জন্য কাউন্টারে যান।

৪ ব্যক্তিগত ব্যবহারের জন্য শুধুমাত্র ততগুলো প্রকাশনার জন্যই আবেদন করুন, যতগুলো আসলেই আপনার প্রয়োজন। খালি জায়গাতে আপনার নাম লিখুন। এতে আপনি যদি আপনার কপিটি হারিয়েও ফেলেন, তাহলে সেটি আপনাকে ফিরিয়ে দেওয়া যেতে পারে। সিডি-রম-এ ওয়াচটাওয়ার লাইব্রেরি এবং পত্রিকার ব্যক্তিগত যে-কপিগুলো আপনি যত্ন করে রেখেছেন সেগুলোর সদ্‌ব্যবহার করুন।

৫. আমাদের প্রকাশনাগুলো অর্পণ করার সময় আমাদের কী মনে রাখা উচিত?

৫ প্রকাশনাদির অর্পণ: আমরা শুধুমাত্র তাদের কাছেই আমাদের প্রকাশনাগুলো অর্পণ করার প্রচেষ্টা করি, যারা প্রকৃত আগ্রহ দেখায়। মনে রাখবেন যে, আমাদের পরিচর্যায় এইরকম মূল্যবান হাতিয়ারগুলোর জন্য আর্থিক সাহায্য জোগানো মূলত আমাদেরই দায়িত্ব। আগ্রহী ব্যক্তিদের কাছে কোনো প্রকাশনা দিয়ে আসার সময়, তাদেরকে এই বিষয়টা জানাতে ইতস্তত করবেন না যে, দান দেওয়ার মাধ্যমে বিশ্বব্যাপী কাজকে সমর্থন করার বিশেষ সুযোগ তাদের রয়েছে।

৬. কেন আমরা আমাদের প্রকাশনাগুলোকে এতটা মূল্যবান বলে মনে করি আর তা সেগুলোকে নিয়ে আমাদের কী করতে পরিচালিত করবে?

৬ যিশু অন্যদের জন্য অলৌকিকভাবে দৈহিক খাদ্য জুগিয়েছিলেন, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই তিনি লোকেদের জন্য আধ্যাত্মিক খাদ্য জোগাতেন। যিশু বলেছিলেন: “মনুষ্য কেবল রুটীতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয়, তাহাতেই বাঁচিবে।” (মথি ৪:৪) আমাদের প্রকাশনাগুলো বাইবেলের সেই সত্যগুলো সম্বন্ধে শিক্ষা দেয়, যেগুলো অনন্তজীবন লাভ করার জন্য অত্যাবশ্যক। (যোহন ১৭:৩) সেগুলো এতটাই মূল্যবান যে, কখনোই নষ্ট হতে পারে না!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার