জমা করে না রেখে সেগুলোকে ব্যবহার করুন
অনেক মণ্ডলী সরবরাহকৃত পুরোনো প্রকাশনাগুলো জমা করে রেখেছে। আপনার ব্যক্তিগত ঐশিক লাইব্রেরির জন্য কপিগুলো নিন না কেন? অবশ্য, সম্ভবত আপনি ইতিমধ্যেই ওয়াচটাওয়ার লাইব্রেরি-তে এই পুরোনো ইংরেজি প্রকাশনাগুলোর কয়েকটার বিষয়বস্তু পেয়ে থাকবেন। কিন্তু, এই প্রকাশনাগুলোর কপি থাকাও উপকারজনক। এ ছাড়া, যারা ইংরেজি পড়তে পারে না তাদের কাছে আমাদের প্রকাশনার আঞ্চলিক ভাষার সংস্করণগুলো হল অধ্যয়নের জন্য এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। আপনি কি একজন উন্নতিশীল বাইবেল ছাত্রের সঙ্গে অধ্যয়ন করছেন? তাহলে তাকে এই পুরোনো প্রকাশনাগুলো নেওয়ার এবং তার ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তুলতে শুরু করার বিষয়ে উৎসাহিত করুন। ঐশিক পরিচর্যা বিদ্যালয় অধ্যক্ষের এই বিষয়টা নিশ্চিত করা উচিত যে, কিংডম হলের লাইব্রেরিতে, মণ্ডলীতে মজুত থাকা এমন যেকোনো পুরোনো প্রকাশনা রয়েছে। এই প্রকাশনাগুলোর এখনও মূল্য রয়েছে। মণ্ডলীর সাহিত্য বিভাগে এগুলোকে ফেলে রাখার পরিবর্তে, সেগুলোকে ব্যবহার করা আমাদের জন্য আরও উত্তম হবে!