আমাদের পুরনো বইগুলো ভালভাবে ব্যবহার করুন
১ পৃথিবীর সব প্রান্তে মানুষেরা পুরনো বই গ্রন্থাগারগুলোতে যত্ন করে জমিয়ে রেখেছেন। তবুও, মনুষ্যজাতির জন্য এই বইগুলো কোন্ কাজে এসেছে? (উপ. ১২:১২) কিন্তু এর চেয়েও মূল্যবান হল সেই বইগুলো যা ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও রাজ্য মানবজাতির জন্য কী করতে চলেছে তা জানায়। বেশিরভাগ মণ্ডলীতেই অনেক রকমের পুরনো বই মজুত রয়েছে। জানুয়ারি মাসে আমরা পুরনো বইগুলো লোকেদেরকে দেব।
২ প্রকৃতই এগুলো বহুমূল্য: যদিও আমাদের কেউ কেউ হয়তো ভাবতে পারি যে আমাদের নতুন বইগুলোর কাছে এগুলো তো পুরনোই কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে এতে শাস্ত্রীয় সত্য রয়েছে। এই বইগুলোতে রাজ্য সম্বন্ধে যে খবর রয়েছে তা আজও মূল্যবান আর যদি তার প্রতি মনোযোগ দেওয়া যায়, তাহলে তা জীবন রক্ষাকারী। (যোহন ১৭:৩) তাই, আমাদের এই পুরনো বইগুলোকে ভালভাবে ব্যবহার করার জন্য একটু বেশি করে চেষ্টা করা উচিত।
৩ এগুলোর মূল্য বোঝার জন্য একজন মহিলার অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে যিনি তার দিদিমার কাছ থেকে উত্তরাধিকার হিসাবে প্রহরীদুর্গ প্রকাশনাগুলোর কিছু পুরনো সংগ্রহ পেয়েছিলেন। একজন সাক্ষী সেই মহিলাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই প্রকাশনাগুলোর প্রকৃত মূল্য সম্বন্ধে তার কোন ধারণা আছে কি না। মহিলা উত্তর দিয়েছিলেন: “আমি এগুলোর মূল্য জানি না কিন্তু কিভাবে আমি তা জানতে পারি?” সেই মহিলা বাইবেল অধ্যয়ন শুরু করতে রাজি হয়েছিলেন, সত্যে এসেছিলেন আর তারপর তার দিদিমার গ্রন্থাগারকে মূল্যবান মনে করতে লেগেছিলেন। পুরনো বইগুলোর এই সংগ্রহ কতই না মূল্যবান উত্তরাধিকার প্রমাণিত হয়েছিল!
৪ এগুলোকে বিতরণ করতে থাকুন: ঘরে ঘরের প্রচারে লোকেদেরকে দেওয়া ছাড়াও এই লোকেদের হাতেও পুরনো বইগুলো তুলে দিন, যখন আপনি পুনর্সাক্ষাতে সেই ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন যাদের সম্বন্ধে আপনি জানেন যে তারা আমাদের প্রকাশনাগুলো পড়তে ভালবাসেন, যারা প্রহরীদুর্গ ও সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহক বা যাদের সঙ্গে আপনার পত্রিকা রুট রয়েছে। যারা আপনার কাছে বাইবেল পড়ছেন তাদেরকে কিছু বাছাই করা পুরনো বই বেশি কিছু তথ্য দিতে পারে যার ফলে তারা সত্যকে আরও ভালভাবে বুঝতে পারবেন। আপনার ব্যক্তিগত গ্রন্থাগারে যদি এই পুরনো বইগুলোর কয়েকটা না থাকে, তাহলে নিজের জন্যও নিতে ভুলবেন না। আর এইভাবে আপনি এক মূল্যবান ঐশিক গ্রন্থাগার গড়ে তুলবেন যা ব্যক্তিগত অধ্যয়নের সময় আপনার জ্ঞান বাড়িয়ে তুলবে।
৫ তাই আমাদের পুরনো বইগুলোকে জমা করে রেখে দেওয়ার চেয়ে বরং আসুন আমরা লোকেদের আগ্রহ জাগিয়ে তুলতে এগুলো ভালভাবে ব্যবহার করি যাতে করে তারা ‘ঈশ্বরকে ভয় করে, ও তাঁহার আজ্ঞা সকল পালন করে।’—উপ. ১২:১৩.