ঈশতান্ত্রিক সম্পদগুলোর প্রতি উপলব্ধি দেখান
১ মন্দির মেরামতের ব্যবস্থা করার সময়, যাদের এই কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের রাজা যোশিয় আদেশ দিয়ে বলেছিলেন: “তাহাদের হস্তে যে টাকা সমর্পিত হইল, তাহার বিষয়ে তাহাদের সহিত হিসাব করা হইল না, কেননা তাহারা বিশ্বস্তরূপে কর্ম্ম করিল।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (২ রাজা. ২২:৩-৭) পবিত্র বিষয়গুলোর প্রতি সেই লোকেদের উপলব্ধি ছিল কি না, তা তাদের কাছে গচ্ছিত সম্পদগুলো তারা যেভাবে দেখাশোনা করেছিল তার থেকে প্রমাণিত হয়েছিল। আজকে, আমরা যখন ঈশ্বরের সুসমাচারের যাজকত্ব করি, তখন একইভাবে আমাদেরও আমাদের কাছে গচ্ছিত সম্পদগুলো দেখাশোনা করার ব্যাপারে বিশ্বস্ততা দেখানো দরকার।
২ ক্ষেত্রের পরিচর্যায়: আমাদের প্রকাশনাগুলোতে যে-জরুরি বার্তা রয়েছে তার প্রতি উপলব্ধি এবং সেগুলো ছাপানোর কাজে যে-খরচ জড়িত আছে সে সম্বন্ধে সচেতনতা, আমাদের সেগুলোকে উচ্চমূল্য দিতে প্রেরণা দেয়। বাইবেলের বার্তার প্রতি যারা সত্যিকারের উপলব্ধি দেখায় না তাদের কাছে বাছবিচার না করে আমাদের সাহিত্যগুলো অর্পণ করা উচিত নয়। একজন ব্যক্তি যদি সুসমাচারের প্রতি সামান্য আগ্রহ দেখান, তা হলে আমরা হয়তো তাকে অন্য সাহিত্য না দিয়ে বরং একটা ট্র্যাক্ট দিতে পারি।
৩ সাহিত্যগুলো এমনভাবে বিতরণ করুন যা দেখায় যে, আমরা এগুলোর মূল্য বুঝি। জনসাধারণের জায়গাগুলোতে এগুলো ছেড়ে আসা এড়িয়ে চলুন, যেখানে এগুলো শুধুশুধু চারদিকে ছড়িয়েছিটিয়ে থাকবে। অপচয় এড়াতে, আরও সাহিত্য নেওয়ার আগে ঘরে আপনার হাতে কতগুলো সাহিত্য আছে তা হিসেব করুন। পত্রিকার প্রত্যেকটা সংখ্যা যদি নিয়মিতভাবে আপনার কাছে বাড়তি থেকে যায়, তা হলে আপনার অর্ডার কমানোর বিষয় চিন্তা করুন।
৪ ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রকাশনাগুলো: এখন আমরা আর ডিলাক্স বাইবেল, রেফারেন্স বাইবেল এবং অন্যান্য বড় প্রকাশনাগুলো যেমন, কনকরডেন্স, ইনডেক্স, অন্তর্দৃষ্টি (ইংরেজি)-র খণ্ডগুলো এবং ঘোষণাকারী (ইংরেজি) বইগুলোর অর্ডার দিতে পারব না, তাই এগুলো যে-কত মূল্যবান সম্পদ তা আমরা আরও ভালভাবে উপলব্ধি করি। আপনার লাইব্রেরিতে যদি এই প্রকাশনাগুলোর কপি থেকে থাকে, তা হলে ভাল করে এগুলোর যত্ন নিন। অন্যদের হয়তো কিংডম হলের লাইব্রেরিতে রাখা কপিগুলোকে দেখার দরকার হতে পারে। এগুলো যে ভাল অবস্থায় রাখা আছে এবং এখানে-সেখানে রাখা নেই সেটা দেখার ব্যাপারে সকলেরই সহযোগিতা করা উচিত।
৫ আপনার ব্যক্তিগত কপিগুলোতে আপনি কি মনে করে নিজের নাম ও ঠিকানা লিখে রাখেন? এটা ঠিক জায়গায় না রাখার ফলে আবারও প্রকাশনা নেওয়ার সংখ্যাকে কমাতে সাহায্য করে। আপনি যদি কোন গানবই, বাইবেল অথবা অধ্যয়নের প্রকাশনা হারান, তা হলে আপনি হয়তো কিংডম হলে অথবা অধিবেশন হলে সংগৃহীত হারানো জিনিসগুলোর মধ্যে আপনারটা খুঁজে পাবেন।—লূক ১৫:৮, ৯.
৬ আসুন আমাদের সাহিত্যগুলোকে আমরা বুদ্ধিপূর্বক কাজে লাগানোর চেষ্টা করি। যিহোবা আমাদের কাছে রাজ্যের যে-সম্পদগুলো গচ্ছিত করেছেন, সেগুলো দেখাশোনা করার ব্যাপারে আমাদের বিশ্বস্ততা দেখানোর এটা একটা উপায়।—লূক ১৬:১০.