সেপ্টেম্বর মাসের পরিচর্যা সভাগুলো
টীকা: সামনের মাসগুলোতে প্রত্যেক সপ্তাহের জন্য আমাদের রাজ্যের পরিচর্যা-য় একটা বিশেষ সভার তালিকা থাকবে। “ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য” জেলা সম্মেলনে যোগ দেওয়া এবং পরের সপ্তাহে পরিচর্যা সভায় কার্যক্রমের মুখ্য বিষয়গুলো পুনরালোচনার জন্য ৩০-মিনিটের অংশটা করতে মণ্ডলীগুলোকে হয়তো প্রয়োজনীয় রদবদল করতে হতে পারে। প্রত্যেক দিনের সম্মেলন কার্যক্রম পুনরালোচনা করার জন্য আগে থেকে তিনজন ভাইকে ঠিক করা উচিত যারা মুখ্য বিষয়গুলো আলোচনা করবেন। ভালভাবে তৈরি এই পুনরালোচনা মণ্ডলীর সদস্যদের মুখ্য বিষয়গুলোকে মনে করতে সাহায্য করবে যাতে করে তারা সেগুলো তাদের জীবনে কাজে লাগাতে ও প্রচারে ব্যবহার করতে পারেন। শ্রোতারা যদি কোন মন্তব্য করেন এবং কোন অভিজ্ঞতা বলেন তবে তা যেন খুবই সংক্ষিপ্ত ও যথোচিত হয়।
সেপ্টেম্বর ৬ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৯০
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।
১৭ মি: “আপনি কি একটা উদ্দেশ্য নিয়ে আপনার পরিচর্যা করছেন?” খুব অল্পকথায় ভূমিকা করে সরাসরি প্রশ্নোত্তর আলোচনায় চলে যান। আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ৮৮-৯ পৃষ্ঠা থেকে কিছু বলুন। প্রচারে নিয়মিত ও আরও বেশি করে বের হওয়ার জন্য সকলকে উৎসাহিত করুন।
১৮ মি: “বাবামায়েরা—ছেলেমেয়েদের জন্য ভাল উদাহরণ হোন।” একজন প্রাচীন খুব অল্পকথায় ভূমিকা করবেন এবং তারপর দুজন ভাই যাদের ছেলেমেয়ে আছে তাদের সঙ্গে প্রবন্ধটা নিয়ে আলোচনা করবেন। তারা তাদের আলোচনায় স্কুলের, টেলিভিশনের, অবিশ্বাসী আত্মীয়স্বজন ও অন্যান্যদের খারাপ প্রভাব থেকে ছেলেমেয়েদের কী করে রক্ষা করা যায় সেই বিষয়ে কথা বলবেন। এই ভাইয়েরা অভদ্র আচার-ব্যবহার, জাগতিক কথাবার্তা ও সাজপোশাক এবং খারাপ আমোদপ্রমোদ সম্বন্ধেও আলোচনা করবেন। বাবামায়েদের ছেলেমেয়েদের জন্য ভাল উদাহরণ হওয়া দরকার এই বিষয়ে জোর দেওয়ার পর, তারা পারিবারিক অধ্যয়ন, মণ্ডলীর সভাগুলোতে যাওয়া এবং আরও বেশি করে প্রচার করার বিভিন্ন উপায়গুলো নিয়ে আলোচনা করবেন।—১৯৯৯ সালের ১লা জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ৮-২২ পৃষ্ঠা এবং ১৯৯১ সালের ২২শে সেপ্টেম্বর সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ৮-৯ পৃষ্ঠা দেখুন।
গান ১০১ এবং সমাপ্তির প্রার্থনা।
সেপ্টেম্বর ১৩ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৭১
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।
১৫ মি: আমরা গত বছরে কেমন করেছিলাম? পরিচর্যা অধ্যক্ষ বক্তৃতা দেবেন। মণ্ডলীর ১৯৯৯ পরিচর্যা বছরের রিপোর্ট থেকে কিছু মুখ্য বিষয় আরেকবার আলোচনা করুন। ভাল কাজগুলোর জন্য প্রশংসা করুন। যে দিকগুলোতে হয়তো আরও উন্নতি করার দরকার আছে সেগুলোর কথা বলুন। সভায় আসা ও বাইবেল অধ্যয়ন করার ব্যাপারে মণ্ডলী কতখানি করেছিল সে বিষয়ে বলুন। আগামী বছরের জন্য রাখা লক্ষ্যগুলো সম্বন্ধে বলুন।
২০ মি: “একজন হিন্দুকে আপনি কী বলবেন?” প্রশ্নোত্তর। একটা সাধারণ বিষয় খুঁজে নেওয়া যে কত সহজে তাদের সঙ্গে কথা বলার পথ খুলে দেয় তা বলুন আর দেখান যে কোন্ বিষয়গুলোতে আমরা তাদের সঙ্গে একমত। এখানে দেওয়া নমুনাগুলোকে একটু অদলবদল করে নিয়ে কী করে যে কোন ধর্মের লোকেদের কাছেই সাক্ষ্য দেওয়া যায় তা বলুন। ভাল করে তৈরি করে, একজন হিন্দুর কাছে প্রচার করা হচ্ছে এমন একটা নমুনা দেখান। হিন্দু ধর্ম সম্বন্ধে আরও তথ্য পাওয়ার জন্য ১৯৯৮ সালের আমাদের রাজ্যের পরিচর্যা-র ফ্রেব্রুয়ারি মাসের ইনসার্ট; যুক্তি (ইংরেজি) বইয়ের ২২ পৃষ্ঠা এবং ঈশ্বরের জন্য মানবজাতির অন্বেষণ (ইংরেজি) বইয়ের ৫ অধ্যায় দেখুন।
গান ১৪০ এবং সমাপ্তির প্রার্থনা।
সেপ্টেম্বর ২০ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৯৩
৫ মি: স্থানীয় ঘোষণাবলি।
১৫ মি: স্থানীয় প্রয়োজন।
২৫ মি: “১৯৯৯ সালের ‘ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য’ জেলা সম্মেলনগুলো।” (১-১৫ অনুচ্ছেদ) প্রশ্নোত্তর। অনুচ্ছেদ ৬, ৮, ১১ এবং ১৫ পড়ুন। শুক্রবার থেকে শুরু করে প্রত্যেক দিনের প্রতিটা কার্যক্রমে কেন আমরা উপস্থিত থাকব তার কারণগুলো বলুন। সম্মেলনের প্রত্যেক দিন আমাদের নিজের নিজের খাবার সঙ্গে করে নিয়ে আসার জন্য সোসাইটি আমাদেরকে যে পরামর্শ দিয়েছে তা মেনে চলা যে খুবই গুরুত্বপূর্ণ তা বলুন।
গান ১৯ এবং সমাপ্তির প্রার্থনা।
সেপ্টেম্বর ২৭ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৪১
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। সবাইকে সেপ্টেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। অক্টোবর মাসে পত্রিকা বিতরণের কাজে পুরোপুরি অংশ নেওয়ার জন্য পরিকল্পনা করতে সকলকে উৎসাহিত করুন। কীভাবে কথা বলবেন সেই সম্বন্ধে ১৯৯৬ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠায় যে পরামর্শগুলো দেওয়া হয়েছিল তার থেকে কয়েকটা আরেকবার আলোচনা করুন। নতুন পত্রিকাগুলো থেকে কথা বলার কিছু ভাল বিষয় সম্বন্ধে বলুন এবং সংক্ষেপে দুএকটা নমুনা দেখান।
১৫ মি: প্রশ্নবাক্স। একজন প্রাচীন বক্তৃতা দেবেন।
২০ মি: “১৯৯৯ সালের ‘ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য’ জেলা সম্মেলনগুলো।” (১৬-২৩ অনুচ্ছেদ) প্রশ্নোত্তর। অনুচ্ছেদ ১৭-২০ পড়ুন। কেন আমাদের পোশাক, সাজগোজ এবং আচার-আচরণের ব্যাপারে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার তার ওপর জোর দিতে উদ্ধৃত ও উল্লেখিত সমস্ত শাস্ত্রপদগুলোকে আলোচনা করুন।
গান ৮৭ এবং সমাপ্তির প্রার্থনা।