এই আগ্রহ দেখে অনেকে উৎসাহিত হয়েছিল
করিন্থের ভাইবোনরা ভাল কাজ করার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। তাদের আগ্রহ দেখে অন্য খ্রীষ্টানেরাও ‘উৎসাহিত হয়েছিলেন।’ এইজন্য প্রেরিত পৌল করিন্থীয় মণ্ডলীর প্রশংসা করেছিলেন। (২ করি. ৯:২) আগ্রহ নিয়ে সুসমাচার প্রচার করে একজন ব্যক্তি, একটা পরিবার, বুকস্টাডির একটা দল অথবা পুরো মণ্ডলী একইরকমভাবে অন্যদের উৎসাহিত করতে পারে। নিচে দেওয়া উপায়গুলো মেনে আপনি হয়তো আগ্রহ নিয়ে প্রচার করতে পারেন।
▪ প্রত্যেক শনিবারে শুধু পত্রিকা নিয়ে কাজ করার জন্য কিছু সময় রাখুন।
▪ রবিবারগুলোতে প্রচার করুন।
▪ যখনই প্রচারের জন্য কোন বিশেষ ব্যবস্থা করা হয় তাতে যোগ দিন।
▪ অফিস বা স্কুলের ছুটির দিনগুলোতে প্রচার করুন।
▪ সীমা অধ্যক্ষেরা যখন মণ্ডলী পরিদর্শন করেন তখনও তাদের সঙ্গে প্রচারে যান।
▪ বছরে অন্তত এক মাস বা তার চেয়েও বেশি মাস সহায়ক অগ্রগামীর কাজ করুন।
▪ যদি সম্ভব হয়, তাহলে নিয়মিত অগ্রগামীর কাজ করার জন্য চিন্তাভাবনা করুন।
যিহোবার সাক্ষিদের ২০০০ সালের বর্ষপুস্তক (ইংরেজি) এর ১৭-১৯ পৃষ্ঠা দেখুন।