এই স্মরণার্থ মরসুমে আপনি কি যিহোবা এবং যিশুর উদ্যোগ অনুকরণ করবেন?
১. যিহোবার সাক্ষিরা স্মরণার্থ মরসুমে কী করার জন্য বিশেষ প্রচেষ্টা করে থাকে?
১ যিহোবা উদ্যোগের সঙ্গে তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করেন। ঈশ্বরের রাজ্যের কয়েকটা আশীর্বাদ সম্বন্ধে যিশাইয় ৯:৭ পদ বলে: “বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগ ইহা সম্পন্ন করিবে।” একইভাবে, ঈশ্বরের পুত্র তাঁর পার্থিব পরিচর্যার সময় সত্য উপাসনার প্রতি উদ্যোগ দেখিয়েছিলেন। (যোহন ২:১৩-১৭; ৪:৩৪) প্রত্যেক বছর স্মরণার্থ মরসুমের সময়, পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ প্রকাশক এক বিশেষ প্রচেষ্টা করে থাকে, যাতে তারা পরিচর্যাকে বৃদ্ধি করার দ্বারা যিহোবা এবং যিশুর উদ্যোগ অনুকরণ করতে পারে। আপনিও কি তা করবেন?
২. মার্চ মাসের ৭ তারিখের শুরুতে আমরা উদ্যোগের সঙ্গে কী করতে পরিচালিত হব?
২ স্মরণার্থ সভার অভিযান: এই বছর স্মরণার্থ সভার বিষয়ে ঘোষণা করার জন্য শনিবার, ৭ মার্চ থেকে অভিযান শুরু হবে। পরিচর্যায় উদ্যোগের সঙ্গে অংশগ্রহণ করার জন্য এখনই পরিকল্পনা করুন। মণ্ডলীগুলো যতটা সম্ভব এলাকা শেষ করার কাজে অংশ নিয়ে অনেক আনন্দ লাভ করবে। আপনার বাইবেল ছাত্র, পুনর্সাক্ষাৎ, সহকর্মী, আত্মীয়স্বজন এবং সহপাঠীদের একটা আমন্ত্রণপত্র দিয়ে অথবা jw.org ব্যবহার করে আমন্ত্রণ জানান।
৩. মার্চ এবং এপ্রিল মাসে কীভাবে আমরা আমাদের পরিচর্যাকে বৃদ্ধি করতে পারি?
৩ সহায়ক অগ্রগামী: এ ছাড়া, উদ্যোগ আমাদেরকে আমাদের পরিচর্যা বৃদ্ধি করতেও পরিচালিত করবে। যেহেতু মার্চ এবং এপ্রিল মাসে আমরা ৩০ ঘন্টার ভিত্তিতে সহায়ক অগ্রগামী করার সুযোগ পাব, তাই কোনো সন্দেহ নেই যে, অনেকে এই সময় সহায়ক অগ্রগামীর কাজ করতে পারবে। আপনার পারিবারিক উপাসনা অথবা ব্যক্তিগত অধ্যয়নের সময় প্রার্থনাপূর্বক বিবেচনা করুন, আপনি কীভাবে তা করতে পারেন। (হিতো. ১৫:২২) এই অভিযানের প্রতি আপনার উদ্যোগ অন্যদেরকেও উদ্যোগের সঙ্গে কাজ করতে উদ্দীপিত করতে পারে। আপনি যদি পরিচর্যাকে বৃদ্ধি করার জন্য ব্যক্তিগত রদবদলগুলো করেন, তাহলে আপনি যিশুর উদ্যোগ অনুকরণ করবেন।—মার্ক ৬:৩১-৩৪.
৪. যিহোবা এবং যিশুর উদ্যোগ অনুকরণ করার ফলে আমরা কোন কোন আশীর্বাদ লাভ করব?
৪ আমরা যদি এই স্মরণার্থ মরসুমে যিহোবা এবং যিশুর উদ্যোগ অনুকরণ করি, তাহলে তা প্রচুর পুরস্কার নিয়ে আসবে। আমাদের এলাকার আরও অনেকে সাক্ষ্য লাভ করবে। যিহোবাকে সেবা করার এবং অন্যদের জন্য নিজেদের বিলিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আনন্দ এবং পরিতৃপ্তি পাব। (প্রেরিত ২০:৩৫) সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা আমাদের উদ্যোগী ঈশ্বর এবং তাঁর পুত্রকে খুশি করব।