ঘোষণাবলি
▪ মে মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা। আগ্রহী ব্যক্তিদের দেওয়ার জন্য চান ব্রোশারটাও সঙ্গে রাখুন এবং তা দিয়ে বাইবেল স্টাডি শুরু করার চেষ্টা করুন। জুন: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশার। এটা দিয়ে বাইবেল স্টাডি শুরু করার চেষ্টা করুন। জুলাই এবং আগস্ট: এখানে দেওয়া ৩২ পৃষ্ঠার যে কোন একটা ব্রোশার অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, ঐশ্বরিক নামটি যা চিরকাল থাকবে (ইংরেজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মরলে আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী—আপনি কীভাবে তা পেতে পারেন? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে, বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) এই ব্রোশারগুলোর যেটা যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে সেটা দিন।
▪ আমরা সব প্রকাশকদের মনে করিয়ে দিতে চাই যে ব্যক্তিগত চিঠিতে সোসাইটির ঠিকানা লেখা উচিত নয়। তাই যখন আপনি আগ্রহ দেখিয়েছেন, দূরে থাকেন বা যাদেরকে ঘরে পাননি এমন লোকেদের কাছে প্রচার করার জন্য চিঠি লিখছেন সেইসময় তাদেরকে সোসাইটির ঠিকানা না দিয়ে আপনার নিজের ঠিকানা বা কিংডম হলের ঠিকানা দিন। দয়া করে সোসাইটির ঠিকানা লিখবেন না।
▪ পরিচালক অধ্যক্ষ অথবা তিনি যাকে বলবেন সেই ভাই ১লা জুন বা তার পরে যত তাড়াতাড়ি হয় মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। এটা করা হয়ে গেলে মণ্ডলীতে হিসাবের রিপোর্ট বলার পর এটা ঘোষণা করুন।
▪ অনেক মণ্ডলীতে প্রচুর পরিমাণে পুরনো বইপত্রিকা রয়েছে। বইপত্রিকা যাতে জমে যেতে না থাকে, সেদিকে পরিচর্যা কমিটি আর বিশেষ করে পরিচর্যা অধ্যক্ষের ভাল মতো খেয়াল রাখা দরকার। আর এই বিষয়টা এখন আরও বেশি জরুরি হয়ে পড়েছে কারণ আমরা এখন পয়সা ছাড়াই লোকেদেরকে বইপত্রিকা দিচ্ছি। দয়া করে চার বা পাঁচ মাসের জন্য যত বইপত্রের দরকার ততটাই অর্ডার দিন। আর চার-পাঁচ মাসের জন্য অর্ডার দেওয়াই যথেষ্ট কারণ এরপর থেকে আপনি প্রতি মাসে অর্ডার দিতে পারবেন।
যতক্ষণ পর্যন্ত না জমা হয়ে থাকা বইপত্রিকাগুলো শেষ হয়, সোসাইটি পুরনো বইপত্রগুলো আর নতুন করে ছাপাবে না। তাই যখন আপনি কোন বই বা ব্রোশারের অর্ডার দেন আর তা যদি সোসাইটির কাছে না থাকে, তাহলে সোসাইটি এর সঙ্গে কিছুটা মিল আছে এমন কোন বই বা ব্রোশারের নাম দেবে। আর আপনি যদি চান, তাহলে পরের মাসে তার অর্ডার দিতে পারেন। পরের মাসগুলোতে পুরনো বইগুলো লোকেদেরকে দিতে চেষ্টা করার জন্য আমরা সব মণ্ডলীগুলোকে উৎসাহ দিই।
▪ নতুন যে প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
দানিয়েলের ভবিষ্যদ্বাণীতে মনোযোগ দিন! —হিন্দী