পরিচর্যা সভার তালিকা
১২ই জুন থেকে যে সপ্তা শুরু
গান ১৩৬
৮ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া ঘোষণাবলি।
১৫ মি: ‘তোমাদের পরিশ্রম কখনো নিষ্ফল হবার নয়।’ এক মিনিটেরও কম সময়ে অল্প কথায় ভূমিকা করে সরাসরি প্রশ্নোত্তর আলোচনায় চলে যান। ১৯৯৬ সালের ১৫ই জুন প্রহরীদুর্গ-র ৩২ পৃষ্ঠায় দেওয়া অভিজ্ঞতাটা বলুন।
২২ মি:চান ব্রোশার দিয়ে অধ্যয়ন শুরু করা। ১৯৯৯ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-ব ৮ পৃষ্ঠায় দেওয়া বিষয়ের ওপর বক্তৃতা। ৬ অনুছেদ থেকে একটা নমুনা দেখাতে হবে। এক বা দুজন প্রকাশক ছোট করে বলতে পারেন যে, চান ব্রোশার দিয়ে তারা কত সহজেই বাইবেল স্টাডি শুরু করতে পেরেছেন। আর তারা কী করে স্টাডি শুরু করেছিলেন ও কী করে এখনও তা করে চলেছেন তাও বলবেন।
গান ২০৯ এবং শেষ প্রার্থনা।
১৯শে জুন থেকে যে সপ্তা শুরু
গান ১৪
১২ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। আর তিন মাস অন্তর যে হিসাব পরীক্ষা করা হবে সেকথাও বলুন। মণ্ডলীর স্টকে যদি যুবক-যুবতীদের জিজ্ঞাস্য (ইংরেজি) অথবা যৌবন (ইংরেজি) বই থাকে, তাহলে আগামী মাসগুলোতে এই বইগুলো নিয়ে কীভাবে প্রচার করা যেতে পারে, তার নমুনা দেখান।
৮ মি:প্রশ্নবাক্স। একজন প্রাচীন বক্তৃতা দেবেন।
২৫ মি:“কেহ আমাকে বুঝাইয়া না দিলে কেমন করিয়া বুঝিতে পারিব?” পরিচর্যা অধ্যক্ষ প্রশ্নোত্তর আলোচনা করবেন। সব অনুচ্ছেদগুলো পড়তে হবে। ৩, ৪ ও ৭ অনুচ্ছেদে যে পদগুলো আছে সেগুলোও পড়তে হবে। ৬ অনুচ্ছেদ আলোচনা করার সময় বাপ্তিস্মিত কোন ভাই বা বোনের সঙ্গে আবার স্টাডি শুরু করা যায় কিনা তা পরিচারক অধ্যক্ষ কীভাবে ঠিক করবেন সে বিষয়ে তিনি ভাল করে আলোচনা করবেন।—১৯৯৮ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রশ্নবাক্স দেখুন।
গান ৮৯ এবং শেষ প্রার্থনা।
২৬শে জুন থেকে যে সপ্তা শুরু
গান ৩৯
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। সবাইকে জুন মাসের প্রচারের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। জুলাই মাসে যে সাহিত্যগুলো প্রচারে লোকেদের দেওয়া হবে সেগুলোর কথা আরেকবার বলুন। মণ্ডলীতে যে পুরনো ব্রোশারগুলো আছে সেগুলো দেখান ও অল্প কথায় ব্রোশারগুলো সম্বন্ধে কিছু বলুন। প্রচারে গিয়ে কী করে ব্রোশারগুলো লোকেদের দেওয়া যায়, যে কোন একটা ব্রোশার নিয়ে তার নমুনা দেখান।
১৮ মি:কেমন উত্তর দিতে হয় তা জানুন। (কল. ৪:৬) বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। ধর্মীয় শিক্ষাগুলো নিয়ে আপনার সঙ্গে যদি কেউ তর্ক করে তখন আপনি কী করবেন? এই সময়ে যুক্তি (ইংরেজি) বই আমাদের কাজে আসে কারণ বুদ্ধি করে কী উত্তর দিতে হবে যুক্তি বই আমাদের তা শেখায়। যেমন, মৃত্যুকে আমরা শত্রু বলে মনে করি আর জানি যে খুব শীঘ্রিই যীশুর মুক্তির মূল্য মৃত্যুকে সরিয়ে দেবে। কিন্তু অন্যেরা তা বিশ্বাস করেন না। তারা মনে করেন যে মৃত্যুর কোন শেষ নেই। যুক্তি বইয়ের ১০৩-৪ এবং ৩২১ পৃষ্ঠায় দেওয়া “কেউ যদি বলে” এই অংশটা আলোচনা করুন। প্রচারে সবাইকে বইটা সঙ্গে রাখতে বলুন।
১৭ মি:“আপনি কি সেখানে থাকবেন?” একজন প্রাচীন বক্তৃতা দেবেন ও কিছু অভিজ্ঞতা বলবেন। বাইবেলের সময় থেকে আজকের দিন পর্যন্ত ঈশ্বরের লোকেরা এক জায়গায় হয়ে মেলামেশা করে একে অন্যকে উৎসাহ দেয়। (ঘোষণাকারী (ইংরেজি) বইয়ের ২৫৪ পৃষ্ঠার ১-৩ অনুচ্ছেদ এবং অন্তর্দৃষ্টি (ইংরেজি) খণ্ড ১, ৮২১ পৃষ্ঠার ৫ অনুচ্ছেদ দেখুন।) এই বছরে জেলা সম্মেলনে তিনদিনই আসার জন্য সবাইকে এখন থেকেই তৈরি হতে বলুন। শ্রোতাদের বলতে বলুন যে আগের সম্মেলনগুলোতে তারা যখন কষ্ট করে গিয়েছিলেন তখন যিহোবার কাছ থেকে তারা কোন্ আশীর্বাদ পেয়েছিলেন।
গান ৪৪ এবং শেষ প্রার্থনা।
৩রা জুলাই থেকে যে সপ্তা শুরু
গান ২১৩
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। যে ভাইবোনেরা চান ব্রোশার থেকে স্টাডি শুরু করেছেন তাদের জিজ্ঞেস করুন যে তারা কী করে তা শুরু করতে পেরেছেন।
১৫ মি:স্থানীয় প্রয়োজন।
২০ মি:বাইবেলের নিয়ম মেনে চলে পরিবারগুলো মজবুত হতে পারে। দুজন ভাই যুক্তি বইয়ের ২৫৩-৪ পৃষ্ঠায় যে ৮টা বিষয় দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করবেন। তারা আলোচনা করবেন যে কীভাবে বাইবেল ছাত্রদের মনে এই বিষয়টা গেঁথে দেওয়া যায় যে শুধু বাইবেলের নিয়ম বুঝে ও জীবনে তা মেনেই পরিবারে সুখ শান্তি পাওয়া যায়। চান ব্রোশারের ৮ অধ্যায় থেকে একটা নমুনা দেখান। বাইবেলের নিয়ম মেনে চলে পরিবারের মধ্যে প্রেম-ভালবাসা গড়ে ওঠে আর পারিবারিক বন্ধন মজবুত হয়। পারিবারিক সুখ (ইংরেজি) বইয়ের ১৩ অধ্যায়ের ১ আর ২১ ও ২২ অনুচ্ছেদ থেকে কিছু অভিজ্ঞতা বলুন।
গান ৫১ এবং শেষ প্রার্থনা।