ঘোষণাবলি
▪ নভেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ: এই মাসে রাজ্য সংবাদ নং. ৩৬, ট্র্যাক্টটা আমরা লোকেদেরকে দেব। যে মণ্ডলীগুলো ঘরে ঘরে গিয়ে বাজ্য সংবাদ নং. ৩৬ ট্র্যাক্টটা তাদের এলাকার সব লোকেদের দিয়েছে, তারা এখন ফিরে গিয়ে লোকেদের চান ব্রোশার কিংবা জ্ঞান বই দিতে পারেন। আর যদি লোকেদের কাছে এই ব্রোশার বা বইটা থেকে থাকে, তাহলে তাদেরকে অনন্তকাল অথবা সৃষ্টি (ইংরেজি) বই দিতে পারেন। ডিসেম্বর: নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেলের সঙ্গে জ্ঞান যা অনন্ত জীবনে নিয়ে যায় বই। জানুয়ারি: ব্রোশার: বিংশ শতাব্দীতে যিহোবার সাক্ষীবৃন্দেরা ও যিহোবার সাক্ষীবৃন্দ একত্রে পৃথিবীব্যাপী ঈশ্বরের ইচ্ছা পালন করছে (ইংরেজি)। এছাড়াও ১৯২ পৃষ্ঠার পুরনো বইগুলো দেওয়া যেতে পারে। ফেব্রুয়ারি: জীবন—কিভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে?, প্রকাশিত বাক্য—তার মহান পরিপূর্ণতা সন্নিকট! (ইংরেজি) অথবা মণ্ডলীতে মজুত আছে এমন যে কোন ১৯২ পৃষ্ঠার বই লোকেদেরকে দেওয়া যেতে পারে।
▪ রাজ্য সংবাদ নং. ৩৬ ট্র্যাক্ট অনেক ভাষায় পাওয়া যাচ্ছে। যে মণ্ডলীগুলো আরও বেশি ট্র্যাক্ট চায় তাদের দেরি না করে সেগুলোর জন্য অর্ডার পাঠানো উচিত। রাজ্য সংবাদ বিলি শেষ হয়ে গেলেও মণ্ডলীতে যদি বাড়তি কিছু ট্র্যাক্ট থেকে যায়, তাহলে প্রকাশকেরা ঘরে ঘরে কিংবা অন্য জায়গায় প্রচারে লোকেদেরকে অন্যান্য ট্র্যাক্টগুলো যেভাবে দিয়ে থাকেন সেইভাবে এগুলোকে দিতে পারেন। যদি ঠিক মনে হয়, তাহলে প্রকাশকেরা, যে ঘরগুলোতে লোকেদের পাওয়া যায়নি সেই ঘরগুলোতেও একটা করে ট্র্যাক্ট রেখে আসতে পারেন কিন্তু এমন জায়গায় সেটাকে রেখে আসা দরকার যাতে তা বাইরের লোকেদের নজরে না পড়ে। বাড়তি ট্র্যাক্টগুলোকে লোকেদের দেওয়ার জন্য সবরকম চেষ্টা করা দরকার কারণ এর মধ্যে খুবই জরুরি খবর রয়েছে।
▪ পরিচালক অধ্যক্ষ অথবা তিনি যাকে বলবেন সেই ভাই ১লা ডিসেম্বর বা তার পরে যত তাড়াতাড়ি হয় মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। করা হয়ে গেলে মণ্ডলীতে হিসাবের রিপোর্ট বলার পর তা ঘোষণা করুন।
▪ নতুন যে প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
মৃত্যুর পরে আমাদের কী হয়? —উর্দু
▪ নতুন যে ভিডিওক্যাসেট পাওয়া যাচ্ছে:
যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—কীভাবে আমি সত্যিকারের বন্ধু পেতে পারি? —ইংরেজি
▪ যে প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
কুরুক্ষেত্র থেকে হর্মাগিদোন—এবং আপনার সংরক্ষণ —কান্নাড়া, তামিল ও তেলুগু
▪ যে অডিওক্যাসেটগুলো পাওয়া যাচ্ছে:
অর্কেস্ট্রা-সংগীত: রাজ্য সংগীত, (ইংরেজি) ১ থেকে ৮ নম্বর (আটটা অডিওক্যাসেটের একটা সেট)
(উপরে দেওয়া অডিওক্যাসেটের অ্যালব্যাম পাওয়া যাচ্ছে না)