ফোনের উত্তর দেওয়ার যন্ত্রকে আপনি কী বলবেন?
প্রচারে গিয়ে যাদের আমরা ঘরে পাই না বা যে সব এলাকায় আমরা লোকেদের কাছে গিয়ে প্রচার করতে পারি না তাদের কাছে সুসমাচার পৌঁছে দেওয়ার সবচেয়ে ভাল উপায় হল টেলিফোন। কিন্তু যতই দিন যাচ্ছে লোকেরা ফোনের উত্তর দিতে চায় না বরং তাদের হয়ে একটা যন্ত্র উত্তর দেয়। এরকম ঘটলে আপনি কী করবেন? ফোন কেটে দেবেন না। ভাল করে তৈরি করা একটা উত্তর আগের থেকে লিখে রাখুন যেটা আপনি তখন পড়তে পারেন। মিষ্টি করে ও কথাবার্তা বলার মতো করে উত্তর দেওয়ার জন্য অভ্যাস করুন। আপনি কী বলবেন?
গৃহকর্তাকে আপনি পরের সপ্তার জনসভার জন্য কিংডম হলে আসার আমন্ত্রণ জানাতে পারেন? আপনি বলতে পারেন: “আমি দুঃখিত যে আপনার সঙ্গে আমার কথা হয়নি। আপনি যদি বাইবেল থেকে [জন সাধারণের বক্তৃতার শিরোনাম] এই বিষয়ের উপর বক্তৃতা শুনতে চান, তাহলে আমি আপনাকে যিহোবার সাক্ষিদের কিংডম হলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যে কেউই এখানে আসতে পারেন। এখানে কোনরকম চাঁদা নেওয়া হয় না।” তারপর মিটিংয়ের দিন ও সময় আর কিংডম হলের ঠিকানা স্পষ্ট করে বলুন।
মিটিংয়ে নতুন কেউ এসেছে কিনা সেদিকে নজর রাখুন। তাদের স্বাগত জানান ও তাদের কাছে গিয়ে কথা বলুন। আপনি যে তাদের সঙ্গে বাইবেল স্টাডি করতে চান সে কথাও বলতে ভুলবেন না!