পরিচর্যা সভার তালিকা
১৩ই নভেম্বর থেকে যে সপ্তা শুরু
গান ১৫৩
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া ঘোষণাবলি।
১৩ মি: রাজ্য সংবাদ নং. ৩৬ ট্র্যাক্ট বিলি করার অভিজ্ঞতাগুলো। বেশ কিছু প্রকাশককে জিজ্ঞেস করুন যে এ পর্যন্ত রাজ্য সংবাদ নং. ৩৬ ট্র্যাক্ট বিলি করে তারা কী ভাল ফল পেয়েছেন। এই ট্র্যাক্ট বিলি করার জন্য প্রচারে আরও বেশি সময় দিয়ে ও বিভিন্ন প্রকাশকদের সঙ্গে কাজ করে নিয়মিত ও সহায়ক অগ্রগামীরা কতখানি আনন্দ পেয়েছেন সে কথা তাদেরকে বলতে বলুন।
২২ মি: যুক্তি (ইংরেজি) বইটা ভালমতো কাজে লাগান। এই বইয়ের ৭-৮ পৃষ্ঠার ওপর প্রশ্নোত্তর আলোচনা। শ্রোতাদের বলুন যে প্রচারে গিয়ে আমরা যেন লোকেদের সঙ্গে ভালভাবে কথা বলতে পারি সে কথা মনে রেখেই এই বইটা লেখা হয়েছে। টেলিফোনে সাক্ষ্য দেওয়ার সময়ে কীভাবে বইটা আমরা কাজে লাগাতে পারি সে কথা বলুন। এই বই থেকে কীভাবে প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হয় তার একটা নমুনা দেখান। বইটা নিজেরা ভাল করে পড়ার, প্রচারের ব্যাগে রাখার ও প্রচারে সবসময় কাজে লাগানোর জন্য সকলকে উৎসাহ দিন।
গান ১৭৫ এবং শেষ প্রার্থনা।
২০ই নভেম্বর থেকে যে সপ্তা শুরু
গান ১১১
১২ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। এ পর্যন্ত ট্র্যাক্ট বিলি করে কতটা এলাকা শেষ করা হয়েছে আর ৩০শে নভেম্বরের মধ্যে পুরো এলাকা শেষ করার জন্য কী করা জরুরি তা অল্পকথায় বলুন।
১৩ মি: প্রশ্নবাক্স। একজন প্রাচীন বক্তৃতা দেবেন।
২০ মি: “প্রচার করে চলুন!” বক্তৃতা ও সাক্ষাৎকার। আমাদের কিছু ভাইবোনেরা যিহোবার সংগঠনে থেকে সারাটা জীবন ধরে প্রচার কাজ করেই চলেছেন। এই কাজকে ভালবাসায় তারা প্রচার করে আনন্দ পান। (জ্ঞান বইয়ের ১৭৯ পৃষ্ঠার ২০ অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের ১লা আগস্ট প্রহরীদুর্গ এর ২০ পৃষ্ঠায় ১৪-১৫ অনুচ্ছেদ দেখুন।) অনেক বছর ধরে প্রচার করে চলেছেন এমন একজন প্রকাশককে জিজ্ঞেস করুন যে কী কারণে তিনি একটানা প্রচার কাজ করেই চলেছেন।
গান ১৪১ এবং শেষ প্রার্থনা।
২৭শে নভেম্বর থেকে যে সপ্তা শুরু
গান ৪
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। সবাইকে নভেম্বর মাসের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ডিসেম্বর মাসে আমরা লোকেদেরকে নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেলের সঙ্গে জ্ঞান যা অনন্ত জীবনে নিয়ে যায় বইটা দেব। যিহোবার সাক্ষিরা কীভাবে অনেক ভাষায় বাইবেল অনুবাদ করেছেন ও ছাপিয়েছেন সে কথা বলুন।—১৯৯৭ সালের ১৫ই অক্টোবর প্রহরীদুর্গ এর ১১-১২ পৃষ্ঠা দেখুন।
২০ মি: “রাজ্য সংবাদ নং. ৩৬ নিয়ে প্রচার করে লোকেদের আগ্রহ জাগান।” ১-৫ অনুচ্ছেদের উপর প্রশ্নোত্তর আলোচনা। আপনার মণ্ডলীর কোন এলাকায় এ পর্যন্ত ট্র্যাক্ট নিয়ে কাজ না হয়ে থাকলে তা করার জন্য কী ব্যবস্থা করা হয়েছে সে বিষয়ে বলুন। যাদেরকে ট্র্যাক্ট দিয়েছেন তাদের কাছে ফিরে গিয়ে কী বলবেন তা জানিয়ে ৭ ও ৮ অনুচ্ছেদে যে পরামর্শগুলো দেওয়া হয়েছে তা আলোচনা করুন ও সবকটার নমুনা দেখান। যারা আগ্রহ দেখিয়েছেন তাদের কাছে ফিরে গিয়ে বাইবেল স্টাডি শুরু করতে চেষ্টা করার কথা জোর দিয়ে বলুন। ৯ অনুচ্ছেদ ও সেখানে দেওয়া শাস্ত্রপদগুলো আলোচনা করে শেষ করুন।
১৫ মি: আমার টিভি দেখার অভ্যাসকে আমি কীভাবে বশে আনতে পারি? একজন প্রাচীন এক যুবক ভাইয়ের সঙ্গে কথা বলেন যে টিভি দেখে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। আলোচনার প্রথমেই যুবক ভাই বার বার এই কথা বোঝানোর চেষ্টা করে যে টিভি দেখে সময় কাটানোয় কোন ক্ষতি নেই। সে বলে যে এটা হচ্ছে অবসর সময় কাটানোর একটা সহজ উপায় আর এটা তার উপর কোন খারাপ ছাপ ফেলছে না। এবার প্রাচীন যুবক-যুবতীদের জিজ্ঞাসা (ইংরেজি) বইয়ের ৩৬ অধ্যায়ে দেওয়া কিছু মুখ্য বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি তাকে বোঝান যে সবসময় টিভির সামনে বসে থেকে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করি যেটাকে হয়তো ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন করার জন্য, প্রচার করার জন্য বা মণ্ডলীর কোন কাজ করার জন্য লাগানো যেতে পারে। প্রাচীনের এই পরামর্শের জন্য যুবক ভাই তাকে ধন্যবাদ জানায় আর বলে যে যিহোবাকে আরও বেশি করে সেবা করার জন্য সে এখন থেকে তার টিভি দেখার অভ্যাসকে কম করবে।
গান ৬৩ এবং শেষ প্রার্থনা।
৪ঠা ডিসেম্বর থেকে যে সপ্তা শুরু
গান ১৮৯
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। “ফোনের উত্তর দেওয়ার যন্ত্রকে আপনি কী বলবেন?”
১৫ মি: রাজ্য সংবাদ নং. ৩৬ ট্র্যাক্ট বিলি করার অভিজ্ঞতাগুলো। আপনার এলাকায় ট্র্যাক্ট বিলি করে যে ভাল ফল পাওয়া গেছে তা বলুন। আপনার মণ্ডলীতে কি নতুন কোন প্রকাশক আছেন যিনি এই মাসে প্রথমবার প্রচারে বের হয়েছেন? ট্র্যাক্টটা লোকেদের কতখানি ভাল লেগেছে তা বলুন। প্রকাশকদের কেউ কি ট্র্যাক্টটা দিয়ে বাইবেল স্টাডি শুরু করতে পেরেছেন? যদি কেউ পেরে থাকেন, তাহলে কীভাবে তারা তা করেছেন তাদেরকে বলতে বলুন অথবা তার একটা নমুনা দেখাতে বলুন। যারা আগ্রহ দেখিয়েছেন তাদের কাছে আবার ফিরে যাওয়ার কথা সকলকে মনে করিয়ে দিন।
২০ মি: “উপযুক্ত সময়ে কথিত বাক্য।” শ্রোতাদের সঙ্গে আলোচনা ও নমুনা। কিছু ভাইবোনেরা লোকেদের সঙ্গে কথাবার্তা শুরু করার ব্যাপারে নিজেদের অযোগ্য মনে করেন আর ভাবেন যে প্রচার কাজে ভাল ফল পেতে গেলে তাদের বিশেষ কিছু বলতে হবে। কী করে নতুনেরা, ছোট বাচ্চারা ও আমরা সকলে একটু চেষ্টা করে লোকেদের সঙ্গে কথাবার্তা শুরু করতে পারি তা বুঝিয়ে বলুন। কথা শুরু করার জন্য এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আলোচনা করুন ও বুঝিয়ে বলুন যে এগুলো কত সহজ সরল। এবার দুই অথবা তিনজন প্রকাশক এগুলোর নমুনা দেখাবেন। কীভাবে কথা শুরু করা যায় তার আরও কিছু ভূমিকা ১৯৯৮ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠায় দেওয়া আছে, এর কিছু প্রচারে ব্যবহার করা যেতে পারে তা বলুন। সকলকে আরও বেশি করে প্রচার করতে বলুন যাতে প্রচার করে তারা আরও আনন্দ পান।
গান ২১৮ এবং শেষ প্রার্থনা।