ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০১ পৃষ্ঠা ৫-৬
  • সফলতার সঙ্গে টেলিফোনে সাক্ষ্য দেওয়া

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সফলতার সঙ্গে টেলিফোনে সাক্ষ্য দেওয়া
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • টেলিফোনে সাক্ষ্যদান করা কার্যকারী হতে পারে
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • দরজায় দাঁড়িয়েই এবং টেলিফোনে বাইবেল অধ্যয়ন শুরু করা
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রশ্ন বাক্স
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সর্বত্র সুসমাচার প্রচার করুন
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০১ পৃষ্ঠা ৫-৬

সফলতার সঙ্গে টেলিফোনে সাক্ষ্য দেওয়া

১ যিহোবার সাক্ষি হিসেবে আমাদের লক্ষ্য শুধু সুসমাচার প্রচারে রত থাকাই নয় কিন্তু সেইসঙ্গে রাজ্যের সংবাদ যত লোকের কাছে সম্ভব পৌঁছে দেওয়া। (প্রেরিত ১০:৪২; ২০:২৪) লোকেদের কাছে পৌঁছানোর জন্য ঘরে-ঘরে প্রচার যদিও সবচেয়ে প্রধান উপায় কিন্তু আমরা বুঝতে পারছি যে, এই পদ্ধতিতে প্রচার করে আমরা সকলের কাছে পৌঁছাতে পারি না। তাই, মেষতুল্য ব্যক্তিদের খুঁজে বের করে ‘পরিচর্য্যা সম্পন্ন করার’ জন্য আমরা বিভিন্ন উপায় ব্যবহার করছি আর এর মধ্যে টেলিফোনে সাক্ষ্যদানও রয়েছে।​—⁠২ তীম. ৪:⁠৫.

২ অনেক জায়গায় লোকেরা কড়া নিরাপত্তা থাকা অ্যাপার্টমেন্টে, অনেকগুলো পরিবার একসঙ্গে থাকে এমন বড় কমপ্লেক্সে বা এমন এলাকায় থাকেন যেখানে ঢুকতে দেওয়া হয় না আর তাই ঘরে-ঘরে প্রচার করে লোকেদের কাছে পৌঁছানো খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। এমনকি যে এলাকাগুলোতে আমরা ঘরে-ঘরে প্রচার করতে পারি সেখানেও দেখা যায় যে, বেশির ভাগ লোক ঘরে থাকে না। কিন্তু, অনেক প্রকাশকরা টেলিফোনের মাধ্যমে এই লোকেদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। এক দম্পতি একদিন সকালে ঘরে-ঘরে প্রচার করার সময় দেখেন যে নটা ঘরে তালা দেওয়া। কিংডম হলে ফিরে এসে তারা এই ঠিকানাগুলো টেলিফোন ডিরেকটরির সঙ্গে মেলান, যেখানে টেলিফোন নম্বরের সঙ্গে ঠিকানাও দেওয়া থাকে। তারা সেই ঘরগুলোর টেলিফোন নম্বরে ফোন করেন ও আটজন গৃহকর্তাকে ঘরে পান!

৩ টেলিফোনে সাক্ষ্য দেওয়া কি আপনার কাছে একটু মুশকিল বলে মনে হয়? একজন ভাই স্বীকার করেন: “আমার বাড়িতে ফোন করে কেউ জিনিস বিক্রি করুক, তা আমি একদম পছন্দ করি না, তাই এভাবে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে আমার একটু বিরূপ ধারণা আছে।” কিন্তু মাত্র দুটো ফোন করার পর, তিনি বলেন: “আমি এটা করতে খুব ভালবাসি! আমি কখনোই ভাবিনি যে এইরকম হতে পারে কিন্তু এখন আমি এটা করতে ভালবাসি! ফোনে কথা বলতে লোকেরা স্বচ্ছন্দ বোধ করেন আর আপনার যা যা প্রয়োজন সব আপনার হাতের কাছেই পাবেন। সত্যিই এতে খুব ভাল ফল পাওয়া যায়!” একজন বোনেরও ঠিক একইরকম অভিজ্ঞতা হয়েছিল: “টেলিফোনে সাক্ষ্য দেওয়ার বিষয়টা আসলে আমার ভাল লাগেনি। সত্যি বলতে কী, এটা আমি করতে চাইনি। কিন্তু, চেষ্টা করার পর আমি বুঝতে পারি যে এটা কত ভাল ফল নিয়ে আসে। টেলিফোনে সাক্ষ্য দিয়ে আমি ৩৭টা পুনর্সাক্ষাৎ করতে পেরেছি ও আমার অনেক বাইবেল অধ্যয়ন আছে, যেগুলোর সবকটা আমার একার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না!” আপনি যদি টেলিফোনে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনিও সার্থক হতে পারেন।

৪ টেলিফোনে সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করা: মণ্ডলীর প্রচার কাজের বিষয়টা দেখাশোনা করার ভার হচ্ছে পরিচর্যা অধ্যক্ষের। যদি দরকার হয়, তাহলে টেলিফোনে সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করতে তাকে সাহায্য করার জন্য প্রাচীন গোষ্ঠী হয়তো আরেকজন প্রাচীন বা একজন যোগ্য পরিচারক দাসকে নিযুক্ত করতে পারেন। যে ভাই প্রচারের এলাকাগুলো দেখাশোনা করেন তিনিও এতে অংশ নিতে পারেন, যেহেতু তিনি-ই প্রচারের এলাকাগুলো ভাগ করে দেবেন ও নতুন রেকর্ড রাখবেন। একইভাবে সীমা অধ্যক্ষও এই কাজের উন্নতির দিকে নজর রাখবেন।

৫ আপনার এলাকায় যদি এমন জায়গা থাকে যেখানে ঘরে-ঘরে সাক্ষ্য দেওয়া মুশকিল, তাহলে টেলিফোনে সাক্ষ্য দেওয়ার এলাকা প্রস্তুত করা উচিত। যে ভাইকে এই কাজ দেওয়া হয় তিনি মনোযোগের সঙ্গে ঠিকানার এক তালিকা তৈরি করবেন যেগুলোকে এইধরনের এলাকায় পরিণত করা যায়। এইধরনের এলাকাকে ছোট রাখতে হবে যাতে সেখানে নিয়মিত প্রচার করা যেতে পারে। প্রত্যেকটা প্রচারের এলাকার মানচিত্রে এই জায়গাগুলোকে চিহ্নিত করে রাখা উচিত ও লিখে রাখা দরকার যে এই চিহ্নিত করা জায়গাগুলো হচ্ছে টেলিফোনে সাক্ষ্য দেওয়ার এলাকা।

৬ টেলিফোন নম্বরগুলো আপনি কোথায় পাবেন? টেলিফোন ডিরেকটরিতে বর্ণানুক্রমিকভাবে নাম ও সেইসঙ্গে ফোন নম্বরের তালিকা দেওয়া থাকে এবং টেলিফোন বুথগুলোতে সংক্ষিপ্ত ঠিকানাগুলো পাবেন। কড়া নিরাপত্তা যুক্ত কমপ্লেক্সের যদি নিজেদের টেলিফোনের তালিকা থাকে, তাহলে আপনি সেখান থেকে নম্বরগুলো পেতে পারেন। নতুবা আপনি সেই কমপ্লেক্সে যারা থাকেন সেই লোকেদের নামগুলো প্রবেশ দ্বারের তালিকা থেকে টুকে নিতে পারেন ও স্ট্যানডার্ড টেলিফোন বই থেকে সেই নম্বরগুলো খুঁজে বের করতে পারেন।

৭ টেলিফোনে সাক্ষ্য দিতে যারা অভিজ্ঞ তাদেরকে দিয়ে অন্যদের শেখানোর ব্যবস্থা করে প্রাচীনরা এই কাজের প্রতি আগ্রহ দেখাতে পারেন। এছাড়া অগ্রগামীরা অন্যদের সাহায্য করেন এই কার্যক্রমের ব্যবস্থা করে তারা হয়তো তাদের সাহায্য করতে পারেন। সময়ে সময়ে পরিচর্যা সভার স্থানীয় প্রয়োজনে সাক্ষ্য দেওয়ার এই পদ্ধতিকে কীভাবে আরও সফল করা যায়, তা আলোচনা করা যেতে পারে।

৮ যারা শারীরিক দিক দিয়ে দুর্বল এবং অসুস্থতার জন্য ঘর থেকে বেরোতে পারেন না তাদের সঙ্গে যখন প্রাচীনরা দেখা করতে যান, তখন তারা তাদেরকে টেলিফোনে সাক্ষ্য দেওয়ার জন্য উৎসাহিত করবেন। প্রকাশকের সামনেই প্রাচীন হয়তো কয়েকটা ফোন করে দেখাতে পারেন। তাহলে প্রকাশক নিজে একটা ফোন করার সুযোগ পেয়ে আনন্দ পাবেন। অনেকে যারা এভাবে শুরু করেছেন তারা প্রতিদিন কিছু সময় এই কাজ করে থাকেন ও এটা করতে তারা সত্যিই ভালবাসেন।

৯ সফল হওয়ার জন্য কিছু পরামর্শ: যীশু যখন তাঁর শিষ্যদের প্রচার করতে পাঠান, তিনি “দুই দুই জন করিয়া তাহাদিগকে প্রেরণ করিলেন।” (লূক ১০:⁠১) কেন? কারণ তিনি জানতেন যে একসঙ্গে কাজ করলে তারা একে অপরের কাছ থেকে শিখতে পারবে ও একে অন্যকে উৎসাহ দিতে পারবে। টেলিফোনে সাক্ষ্য দেওয়ার বিষয়েও একই কথা বলা যায়। দুজন মিলে কাজ করলে আপনারা একে অপরের কাছ থেকে শিখতে পারবেন, কাজের ফলাফলের বিষয় দুজনে মিলে আলোচনা করতে পারবেন ও পরের আলোচনার জন্য একজন অন্যকে পরামর্শ দিতে পারবেন। এমনকি ফোন করার সময়ও আপনারা একে অপরকে সঠিক তথ্য খুঁজে বের করে দিতে সাহায্য করতে পারবেন।

১০ পরিষ্কারভাবে চিন্তা ও মনোযোগ দিতে আপনি সুবিধাজনক জায়গাতে বসুন যেখানে সাক্ষ্য দেওয়ার বিষয়বস্তুগুলো​—⁠বাইবেল, যুক্তি বই (ইংরেজি), চান ব্রোশার, পত্রিকাগুলো ও অন্যান্য জিনিস আপনার সামনে খুলে রাখতে পারেন। কয়েকটা উপস্থাপনা লিখে সেগুলোকে এমন জায়গায় রাখুন, যাতে আপনি দেখতে পান। তারিখ ও সময় সহ সঠিক ও পুরো রেকর্ড লিখে রাখুন, যাতে আপনি জানতে পারেন যে ওই আগ্রহী ব্যক্তির সঙ্গে আপনি কখন পুনর্সাক্ষাৎ করবেন।

১১ লোকেরা যখন ফোনে অপরিচিত কারও গলার আওয়াজ শোনে তখন তারা সতর্ক হয়ে যান। তাই আপনি উষ্ণ স্বরে, বন্ধুর মতো ও কৌশলে কথা বলুন। আপনি কেমন লোক ও আপনার আন্তরিকতা কতখানি, তা গৃহকর্তা শুধু আপনার কণ্ঠস্বর শুনে স্থির করতে পারবেন। স্বচ্ছন্দে ও আন্তরিকতার সঙ্গে কথা বলুন। ধীরে ও স্পষ্টভাবে এবং গলা খুলে কথা বলুন, যাতে আপনার কথা পরিষ্কারভাবে শোনা যায়। গৃহকর্তাকে কথা বলার সুযোগ দিন। আপনার পুরো নাম ও আপনি যে এলাকায় থাকেন, সেটা তাকে বলুন। আমরা চাই না যে লোকেরা আমাদের সেই লোকেদের মতো মনে করুক যারা টেলিফোনে জিনিস বিক্রি করে। আপনি ওই বিল্ডিং বা কমপ্লেক্সের সব লোকেদের সঙ্গে কথা বলছেন তা না বলে বরং বলুন যে আপনি তার সঙ্গে কথা বলতে চান।

১২ টেলিফোনে সাক্ষ্য দেওয়ার বিভিন্ন উপস্থাপনা: যুক্তি বইয়ের ৯-১৫ পৃষ্ঠায় দেওয়া উপস্থাপনাগুলোর বেশ কয়েকটা আপনি টেলিফোনে সাক্ষ্য দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। আপনি হয়তো বলতে পারেন: “আমি নিজে গিয়ে আপনার সঙ্গে দেখা করতে পারছি না বলে আপনার সঙ্গে ফোনে কথা বলছি। একটা আগ্রহজনক প্রশ্ন সম্বন্ধে আপনার মতামত জানতে আমি আপনাকে ফোন করেছি।” তারপর আপনার প্রশ্নটা জিজ্ঞেস করুন।

১৩ “অপরাধ/নিরাপত্তা” শিরোনামের নিচে প্রথম উপস্থাপনাটা আপনি এইভাবে বলতে পারেন: “নমস্কার। আমার নাম ​—⁠। আমি এই এলাকায় থাকি। আগে আপনাকে আমি বলে নিতে চাই যে আমি কিছু বিক্রি করছি না বা কোন সমীক্ষাও করছি না। ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে আমি চিন্তিত বলে আপনাকে আমি ফোন করেছি। আমাদের চারপাশে অনেক অপরাধ হচ্ছে ও এগুলো আমাদের জীবনের ওপর প্রভাব ফেলে। আপনি কি মনে করেন যে, এমন সময় আসবে যখন সব লোকেরা রাতের বেলায় নিরাপদে রাস্তায় হাঁটা চলা করতে পারবে? [উত্তরের অপেক্ষা করুন।] আসুন আমি আপনাকে পড়ে শোনাই যে ঈশ্বর কী করবেন বলে প্রতিজ্ঞা করেছেন।”

১৪ ফোনে সরাসরি বাইবেল অধ্যয়ন করানোর কথা বলা ভাল ফল নিয়ে এসেছে। অল্প সময়ে কীভাবে অধ্যয়ন করানো হয় সেই বিষয়ে তাকে বলতে পারেন। গৃহকর্তাকে বলুন যে আপনি তার বাড়িতে গিয়ে অধ্যয়ন চালিয়ে যেতে পারেন কিন্তু তাতে যদি গৃহকর্তা রাজি না হন, তাহলে অন্য আরেক দিন ফোনে অধ্যয়ন চালিয়ে যাবেন বলে তাকে বলুন।

১৫ কথা শেষ করার সময় এমন কিছু বলুন যাতে আপনি সেই ব্যক্তির সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখা করতে পারেন বা তা আপনাকে ডাকযোগে পত্রিকা পাঠানোর রাস্তা খুলে দেয়। সেই ব্যক্তি যদি তার ঠিকানা দিতে ইতস্তত করেন, তাহলে আপনি তাকে আবার ফোন করবেন বলে বলুন। বেশ কয়েকবার ফোন করার পরই হয়তো তিনি আপনাকে তার বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেন।

১৬ নিজে এগিয়ে যান: ১৫ বছর বয়সী এক বোন সকাল বেলা একটা ফোন করে তার প্রচার কাজ শুরু করে। সে একজন মহিলার সঙ্গে কথা বলে, যিনি একটা জ্ঞান বই নেওয়ার জন্য রাজি হন। সেই বোন যখন তার বাড়িতে গিয়ে বইটা পৌঁছে দেয় তখন সেই মহিলা জানতে চান যে সে কীভাবে তার ফোন নম্বর জেনেছে, কেননা ডিরেকটরিতে তার ফোন নম্বর নেই। আসলে সেই বোন ভুল করে তার নম্বর ডায়েল করেছিল! সেই মহিলা অধ্যয়ন করতে চান ও আজকে তিনি একজন অবাপ্তাইজিত প্রকাশক।

১৭ একজন বোন টেলিফোনে সাক্ষ্য দেওয়ার জন্য যে এলাকা ভাগ করা ছিল সেটা পান কিন্তু ভয়ে তিনি প্রায় তিন সপ্তা কোন ফোন করেননি। কিন্তু কাজ শুরু করার জন্য তিনি কীভাবে সাহস পেয়েছিলেন? ১৯৯৭ সালের ২২শে জানুয়ারি সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার “যখন আমি দুর্ব্বল, তখনই বলবান্‌” প্রবন্ধটার কথা তার মনে পড়ে। এই প্রবন্ধে একজন সাক্ষি বোনের কথা বলা আছে, যিনি শারীরিকভাবে অক্ষম হলেও টেলিফোনের মাধ্যমে প্রচার করেন। সেই বোন বলেন: “আমি যিহোবার কাছে প্রার্থনা করে শক্তি চাই। আমার উপস্থাপনায় সঠিক শব্দগুলো জুগিয়ে দেওয়ার জন্য তাঁর কাছে আমি সাহায্য চাই।” প্রথম দিন টেলিফোনে সাক্ষ্য দিয়ে তিনি কী ফল পান? তিনি বলেন: “যিহোবা আমার প্রার্থনার উত্তর দিয়েছিলেন। লোকেরা আমার কথা শুনেছিল ও তাই আমি এক পুনর্সাক্ষাতের ব্যবস্থা করেছিলাম।” টেলিফোনে সাক্ষ্য দেওয়ার ফলে পরে তিনি এক বাইবেল অধ্যয়ন শুরু করতে পেরেছিলেন। তিনি এই বলে তার কথা শেষ করেন: “যিহোবা আমাকে আরেকবার নিজের ওপর নয় বরং তাঁর ওপর বিশ্বাস রাখতে শিখিয়েছেন।”​—⁠হিতো. ৩:⁠৫.

১৮ টেলিফোনের মাধ্যমে সত্য জানানো, সুসমাচার প্রচার কাজের এক সফল পদ্ধতি হয়ে উঠেছে। ভাল করে প্রস্তুত হোন ও মনপ্রাণ দিয়ে অংশ নিন। কয়েক বার ফোন করে ভাল সাড়া না পেলে উৎসাহ হারিয়ে ফেলবেন না। যিহোবার নির্দেশনার জন্য প্রার্থনা করুন ও যারা এই অপূর্ব পদ্ধতিতে প্রচার করে চলেছেন তাদের লেখা নোটের সঙ্গে আপনার নোট তুলনা করে দেখুন। আমাদের এলাকার কাউকেই আমরা বাদ দেব না এই ইচ্ছার সঙ্গে মিল রেখে আসুন আমরা তৎপরতার সঙ্গে ভালভাবে প্রচার কাজ করে চলি।​—⁠রোমীয় ১০:​১৩, ১৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার