ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০১ পৃষ্ঠা ৩-৪
  • যিহোবার নাম ও তাঁর কাজগুলো সম্বন্ধে জানান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার নাম ও তাঁর কাজগুলো সম্বন্ধে জানান
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে প্রচার কর’
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিন’
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার আশ্চর্য কাজগুলো সম্বন্ধে প্রচার করে চলুন
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার গুণকীর্তন করুন
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০১ পৃষ্ঠা ৩-৪

যিহোবার নাম ও তাঁর কাজগুলো সম্বন্ধে জানান

১ “সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক, জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল [“কাজগুলো,” NW] জানাও। . . . সদাপ্রভুর অন্বেষণকারীদের চিত্ত আনন্দ করুক।” (গীত. ১০৫:​১, ৩) গীতরচক যিনি এই কথাগুলো লিখেছিলেন তিনি যিহোবা ও তাঁর “কাজগুলো” অন্যদের জানিয়ে ব্যক্তিগতভাবে অনেক আনন্দ পেয়েছিলেন। কোন্‌ কাজগুলো? কোন সন্দেহ নেই যে, এর মধ্যে ঈশ্বরের গৌরবান্বিত রাজ্য ও “তাঁহার পরিত্রাণ ঘোষণা” করা জড়িত।​—⁠গীত. ৯৬:​২, ৩; ১৪৫:​১১, ১২.

২ স্মরণার্থক মরশুম যত এগিয়ে আসছে যিহোবার কাজগুলোর জন্য আনন্দ করার তত বেশি কারণ আমাদের আছে। কীভাবে তা বলা যায়? কোন সন্দেহ নেই যে, প্রভুর সান্ধ্য ভোজ প্রত্যেক সত্য খ্রীষ্টানদের জন্য বছরের সবচেয়ে বড় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের গুরুত্ব ও উদ্দেশ্য এবং তা যেভাবে করা হয় অন্য যে কোন অনুষ্ঠানের চেয়ে তা একেবারে আলাদা। যিহোবা ও যীশু আমাদের পরিত্রাণের জন্য যে ব্যবস্থা করেছেন সেটাকে মনে করার এটাই সময়। আর তাই স্মরণার্থক মরশুমে “পরিত্রাণ” সম্বন্ধে লোকেদের জানানোর জন্য প্রচারে অনেক ভাইবোনেরা আসবে বলে আশা করা আমাদের জন্য খুব স্বাভাবিক!

৩ আপনি কি সহায়ক অগ্রগামীর কাজ করবেন? গত বছরের এপ্রিল মাসে ৩,২৮৭ জন সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য নাম লিখিয়েছিলেন, যা খুবই অসাধারণ। এই বছর মার্চ ও এপ্রিল মাসে আরও বেশি করে প্রচার করে কি আমরা এগুলোকে এক বিশেষ মাস করতে পারি? মার্চ মাসে পাঁচটা শনিবার ও এপ্রিল মাসে পাঁচটা রবিবার আছে। যারা পূর্ণ-সময়ের চাকরি করেন তারা সপ্তার শনি ও রবিবারগুলো পুরো দিন প্রচার কাজ করার পরিকল্পনা করে দেখেছেন যে সহায়ক অগ্রগামীর কাজ করা সম্ভব। এক মাসে ৫০ ঘন্টা করার লক্ষ্যে পৌঁছাতে একজন সহায়ক অগ্রগামীর প্রতি সপ্তায় গড়ে ১২ ঘন্টা প্রচার করার দরকার আছে। ৪ পৃষ্ঠায় দেওয়া বাক্সে যে তালিকা আছে সেটাকে ভাল করে দেখুন। এগুলোর কোন একটা কি আপনার পরিস্থিতির সঙ্গে মিলে যায়? যদি না মেলে, তাহলে মার্চ ও এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য আপনি নিজের মতো করে একটা তালিকা বানাতে পারেন।

৪ এই মাসগুলোতে আরও বেশি করে প্রচার করার জন্য প্রাচীনদের এখন থেকেই অন্যদেরকে উৎসাহ দেওয়া ও সহযোগিতা করা দরকার। গত বছর একটা মণ্ডলীতে প্রত্যেক প্রাচীন ও পরিচারক দাস সহায়ক অগ্রগামীর কাজে নাম লিখিয়েছিলেন ও ১২১ জন প্রকাশকের মধ্যে ৬৪ জন এপ্রিল মাসে অগ্রগামীর কাজ করেছিলেন! ছজন অবাপ্তাইজিত প্রকাশক মার্চ ও এপ্রিল মাস থেকে প্রচারের রিপোর্ট দিতে শুরু করেছিলেন দেখে মণ্ডলীর ভাইবোনেরা খুশি হয়েছিলেন। সত্যিই, এটাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় যখন ছোট ছেলেমেয়ে ও নতুন ব্যক্তিরা জিজ্ঞেস করতে পারেন যে তারা প্রচার কাজ করার মতো যোগ্য হয়েছেন কি না।

৫ আরেকটু বেশি চেষ্টা অনেক আশীর্বাদ নিয়ে আসে: যে মণ্ডলীগুলো বিশেষ কিছু লক্ষ্য রাখে ও সেই লক্ষ্যে পৌঁছাতে আরেকটু বেশি চেষ্টা করে তারা অনেক আশীর্বাদ পায়। কিছু মণ্ডলী হয়তো যে এলাকাগুলোতে কম প্রচার করা হয়েছে সেখানে কাজ করতে, কিছু হয়তো ঘরে-ঘরে প্রচার ছাড়া বিকল্প উপায়গুলোতে সাক্ষ্য দিতে অথবা কিছু মণ্ডলী হয়তো টেলিফোনে সাক্ষ্য দেওয়ার লক্ষ্য রাখতে পারেন। আর টেলিফোনে সাক্ষ্য দেওয়া হচ্ছে এক কার্যকারী উপায়, যার মাধ্যমে সেই লোকেদের কাছে প্রচার করা যায় যাদের ঘরে পাওয়া যায় না ও যে বাড়িগুলোতে ঢোকা যায় না।

৬ অসুস্থতা বা বার্ধক্য কি সবসময়ই একজনকে প্রচার কাজে যথাসাধ্য করতে বাধা দেয়? সবার ক্ষেত্রে তা নয়। উদাহরণ হিসেবে ৮৬ বছর বয়সী বোনের কথাই ধরুন, যিনি একজন ক্যানসার রোগী আর তার পা ফুলে যাওয়া সত্ত্বেও গত এপ্রিল মাসে তিনি সহায়ক অগ্রগামীর কাজ করেছিলেন। টেলিফোনে সাক্ষ্য দেওয়ার যে উপায় সেটাই তাকে প্রচার কাজে পুরোপুরি অংশ নিতে সাহায্য করেছিল, তাই তিনি যিহোবাকে আরও বেশি প্রশংসা দিতে পেরেছিলেন। এর ফলে তিনি নিজে ও মণ্ডলীর সকলে উদ্দীপিত হয়েছিল।

৭ স্মরণার্থক সভার জন্য ভাল করে প্রস্তুত হোন: এই বছর স্মরণার্থক সভা ৮ই এপ্রিল পড়েছে। যেহেতু সেই দিনটা রবিবার পড়েছে তাই অনেকেই সভাতে যোগ দিতে পারবে। যদি আমরা (১) নিজেরা উপস্থিত হয়ে ও (২) অন্যদেরকে স্মরণার্থক সভায় আসার আমন্ত্রণ জানিয়ে আমাদের দায়িত্বটুকু ভালভাবে পালন করি, তাহলে অন্য যে কোন বছরের চেয়ে এই বছর স্মরণার্থক সভায় সবচেয়ে বেশি লোকেরা উপস্থিত হবেন। কিন্তু আমরা কাদের আমন্ত্রণ জানাতে পারি?

৮ আপনার ক্ষেত্রের পরিচর্যা রেকর্ড কার্ডটা থেকে সেই নামগুলো খুঁজে বের করুন, যারা সত্যের প্রতি কিছুটা আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু আপনি হয়তো নিয়মিত তাদের কাছে যান না। স্মরণার্থক সভার দুই বা তিন সপ্তা আগে আপনি এই লোকেদেরকে স্মরণার্থক সভায় আসার আমন্ত্রণ জানানোর জন্য ব্যস্ত থাকতে পারেন। আর যারা স্মরণার্থক সভায় আসতে চান, আপনার পক্ষে সম্ভব হলে তাদের জন্য গাড়ির ব্যবস্থা করুন।

৯ কিছু কিছু মণ্ডলীতে স্মরণার্থক সভার জন্য ছাপানো সবকটা আমন্ত্রণ পত্র ব্যবহার করা হয় না। মণ্ডলীর সচিবরা আমন্ত্রণ পত্রগুলো বেশ আগে থেকেই দিয়ে দেবেন, যাতে সেগুলোর সবকটা বিলি করা যায়। আপনি চাইলে স্মরণার্থক সভার সময় ও স্থান আমন্ত্রণ পত্রের নিচের দিকে টাইপ করতে পারেন বা স্পষ্টভাবে হাতে লিখতে পারেন। কিংবা স্মরণার্থক সভা যদি কিংডম হলে হয়, তাহলে আপনি হয়তো আমন্ত্রণ পত্রের সঙ্গে কিংডম হলের ঠিকানা দেওয়া আছে এমন হ্যান্ডবিলও দিতে পারেন। মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, বেশির ভাগ সময় স্মরণার্থক সভার আমন্ত্রণ পত্রগুলো নিজে গিয়ে গৃহকর্তাদের হাতে দেওয়া ভাল।

১০ নিষ্ক্রিয় ব্যক্তিদের কথা মনে রাখুন: একজন বাইবেল ছাত্র যখন নিজেকে যিহোবার কাছে উৎসর্গ করে ও জলে বাপ্তিস্ম নিয়ে তা দেখায় তখন তা সত্যিই আনন্দের বিষয়। তবে, প্রত্যেক বছর আমাদের মধ্যে থেকে কিছু ব্যক্তি আমাদের সঙ্গে মেলামেশা করা এবং যিহোবার নাম ও তাঁর কাজগুলোর কথা অন্যদের জানানো বন্ধ করে দেন। কিন্তু, তাদের জন্য চিন্তা করার অন্যান্য কারণ আমাদের রয়েছে। বেশির ভাগ নিষ্ক্রিয় ব্যক্তিরা হয়তো সত্যকে ছেড়ে দেননি কিন্তু নিরুৎসাহ হয়ে, ব্যক্তিগত সমস্যাগুলোর জন্য বা জীবনের অন্যান্য চিন্তার কারণে হয়তো প্রচার করা বন্ধ করে দিয়েছেন। (মথি ১৩:​২০-২২) এছাড়া আধ্যাত্মিক দিক দিয়ে যারা দুর্বল হয়ে পড়েছেন, শয়তানের বিধিব্যবস্থার মধ্যে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়ার আগে মণ্ডলীতে ফিরে আসার জন্য তাদের সাহায্যের দরকার। (১ পিতর ৫:⁠৮) এই স্মরণার্থক মরশুমে প্রত্যেক যোগ্য নিষ্ক্রিয় ব্যক্তিদেরকে আবার সুসমাচার প্রচারে অংশ নেওয়ার জন্য আমরা বিশেষভাবে চেষ্টা করতে চাই।

১১ মণ্ডলীর সচিব, বই অধ্যয়ন পরিচালকদের আগে থেকে বলে দেবেন যে তাদের দলে কোন্‌ কোন্‌ ব্যক্তি নিষ্ক্রিয় আছেন। মণ্ডলীর পরিচর্যা কমিটি প্রত্যেক নিষ্ক্রিয় ব্যক্তির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার ব্যবস্থা করবেন। যদি সেই ব্যক্তির সঙ্গে বাইবেল অধ্যয়ন করলে তার লাভ হবে বলে বোঝা যায়, তাহলে পরিচর্যা অধ্যক্ষ তাকে সাহায্য করার ব্যবস্থা করবেন। পরিচর্যা কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে তিনি ঠিক করবেন যে তার সঙ্গে অধ্যয়ন করার জন্য কে সবচেয়ে উপযুক্ত। যদিও খুব বেশি সময় ধরে তাকে অধ্যয়ন করানোর কোন দরকার নেই কিন্তু যাকে অধ্যয়ন করানোর জন্য নিযুক্ত করা হয়েছে তিনি অধ্যয়নের সময়, পুনর্সাক্ষাৎ ও একটা বাইবেল অধ্যয়ন রিপোর্ট করতে পারেন।

১২ গত এপ্রিল মাসে এক বোন ঘরে-ঘরে প্রচার করার সময় রাস্তায় এক যুবককে কয়েকটা পত্রিকা দেখান। ওই ব্যক্তি বলেছিলেন যে তার স্ত্রী একজন নিষ্ক্রিয় সাক্ষি। এছাড়াও, তিনি জিজ্ঞেস করেছিলেন যে কিংডম হল কোথায় আর তার ও তার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তিনি ওই বোনকে আসতে বলেছিলেন। ফলে ওই দম্পতি পরের সভাতে যোগ দেন ও বাইবেল অধ্যয়ন করতে রাজি হন।

১৩ কাজকে আরও বাড়ানোর জন্য প্রস্তুত হোন! গীতরচক যিনি ঘোষণা করেছিলেন যে যিহোবার নাম ও তাঁর কাগজগুলোর কথা আমাদের ঘোষণা করা উচিত, তিনি আরও বলেছিলেন: “তাঁহার উদ্দেশে গীত গাও, তাঁহার প্রশংসা গান কর, তাঁহার সকল আশ্চর্য্য কর্ম্ম ধ্যান কর। তাঁহার পবিত্র নামের শ্লাঘা কর।” (গীত. ১০৫:​২, ৩) তাই, আসুন, প্রচার কাজকে আরও বাড়ানোর চেষ্টা করে এবং এই বারের স্মরণার্থক মরশুমকে অন্য যে কোন বছরের চেয়ে আরও বিশিষ্ট করে তুলে আমরা দেখাই যে যিহোবার মহান নাম ও তাঁর “আশ্চর্য ক্রিয়া সকল” নিয়ে আমরা চিন্তা করি!

[৪ পৃষ্ঠার বাক্স]

সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য প্রত্যেক সপ্তায় ১২ ঘন্টা প্রচার করার বিভিন্ন উপায়ের তালিকা

দিন ঘন্টা

সোমবার ১ ২ − −

মঙ্গলবার ১ − ৩ −

বুধবার ১ ২ − ৫

বৃহস্পতিবার ১ − ৩ −

শুক্রবার ১ ২ − −

শনিবার ৫ ৪ ৩ ৫

রবিবার ২ ২ ৩ ২

মোট: ১২ ১২ ১২ ১২

এই তালিকাগুলোর কোন একটা কি আপনার কাজে আসতে পারে? যদি একটাও কাজে না আসে, তাহলে আপনি নিজের মতো করে একটা তালিকা বানিয়ে নিন না কেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার