দরজায় দাঁড়িয়েই এবং টেলিফোনে বাইবেল অধ্যয়ন শুরু করা
১ আজকে লোকেরা খুবই ব্যস্ত। তা সত্ত্বেও, অনেকের আধ্যাত্মিক বিষয়গুলোতে আগ্রহ রয়েছে। কীভাবে আমরা তাদের আত্মাতে দীনহীন অবস্থা বা আধ্যাত্মিক চাহিদা মেটানোর জন্য তাদেরকে সাহায্য করতে পারি? (মথি ৫:৩) অনেক প্রকাশক দরজায় দাঁড়িয়েই অথবা টেলিফোনে লোকেদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করতে সমর্থ হয়েছে। আপনি কি এভাবে আপনার পরিচর্যাকে বাড়াতে পারেন?
২ বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য আমাদের যখনই সুযোগ আসে, তখনই একটা বাইবেল অধ্যয়নের নমুনা দেখানোর জন্য প্রস্তুত থাকতে হবে। কীভাবে এবং কোথায় তা করা যেতে পারে?
৩ দরজায় দাঁড়িয়েই: আপনি যখন এমন একজন ব্যক্তির দেখা পান, যিনি বাইবেল সম্বন্ধে কথা বলতে ইচ্ছুক, তখন শুধু সেই অনুচ্ছেদটা খুলুন, যা আপনি আগে থেকে প্রস্তুত করেছেন, যেমন চান ব্রোশার থেকে পাঠ ১ এর প্রথম অনুচ্ছেদ খুলুন এবং শুরু করুন। অনুচ্ছেদটা পড়ুন, প্রশ্ন বিবেচনা করুন এবং একটি অথবা দুটি শাস্ত্রপদ আলোচনা করুন। বেশির ভাগ সময়ই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দরজায় দাঁড়িয়েই তা করা যেতে পারে। ব্যক্তি যদি আলোচনা উপভোগ করেন, তা হলে অন্য সময়ে পরবর্তী একটা বা দুটো অনুচ্ছেদ বিবেচনা করার ব্যবস্থা করুন।—সরাসরি প্রস্তাব দিয়ে অধ্যয়ন শুরু করার জন্য আরও পরামর্শ ২০০২ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৬ পৃষ্ঠায় পাওয়া যেতে পারে।
৪ পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল অধ্যয়ন শুরু করতে একই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, আপনি হয়তো চান ব্রোশার দেখাতে পারেন এবং পাঠ ২ এর ১-২ অনুচ্ছেদ ব্যবহার করার মাধ্যমে ঈশ্বরের নাম তুলে ধরতে পারেন। পরবর্তী সাক্ষাতে, ৩-৪ অনুচ্ছেদ ব্যবহার করে বাইবেল যিহোবার গুণাবলি সম্বন্ধে কী প্রকাশ করে, তা আলোচনা করতে পারেন। পরবর্তী আলোচনার জন্য আপনি ৫-৬ অনুচ্ছেদ এবং ৫ পৃষ্ঠার ছবি বিবেচনা করতে পারেন এটা দেখানোর জন্য যে, কীভাবে একটা বাইবেল অধ্যয়ন আমাদের যিহোবাকে জানতে সাহায্য করে। এই সমস্তকিছুই দরজায় দাঁড়িয়েই করা যেতে পারে।
৫ টেলিফোনে: কেউ কেউ হয়তো সামনাসামনি বাইবেল অধ্যয়ন করার চেয়ে টেলিফোনে অধ্যয়ন করতে বেশি ইচ্ছুক হতে পারেন। এই উদাহরণটা বিবেচনা করুন: ঘরে ঘরে প্রচার করার সময়, একজন বোন এমন এক যুবতীর দেখা পান, যিনি একজন মা এবং সেইসঙ্গে ব্যস্ত চাকুরিজীবি মহিলা। বোন যখন বাড়িতে তার সঙ্গে পুনরায় যোগাযোগ করতে অসমর্থ হন, তখন তিনি তাকে টেলিফোন করার সিদ্ধান্ত নেন। সেই যুবতী ব্যাখ্যা করেন যে, বাইবেল অধ্যয়ন করার জন্য তার সত্যি সত্যি কোনো সময় নেই। সেই বোন বলেছিলেন: “১০ অথবা ১৫ মিনিটে আপনি নতুন কিছু শিখতে পারেন, এমনকি টেলিফোনেও।” “ঠিক আছে, যদি ফোনে হয়, তা হলে আমি রাজি আছি!” সেই মহিলা উত্তর দিয়েছিলেন। শীঘ্রই টেলিফোনে এক নিয়মিত অধ্যয়ন শুরু হয়েছিল।
৬ আপনি যাদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের মধ্যে কেউ কেউ কি টেলিফোনে অধ্যয়ন করতে ইচ্ছুক হবে? সবেমাত্র যে-পদ্ধতি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে আপনি তা প্রয়োগ করার চেষ্টা করতে পারেন অথবা আপনি কেবল এই কথা বলতে পারেন: “আপনি যদি চান, তা হলে টেলিফোনে আমরা বাইবেল সম্বন্ধে আলোচনা করতে পারি। সেটা কি আপনার জন্য আরও সুবিধাজনক হবে?” অন্যদের পরিস্থিতি অনুযায়ী আমাদের বাইবেল অধ্যয়ন কার্যক্রম খাপ খাইয়ে নিয়ে, আমরা হয়তো তাদেরকে “ঈশ্বরবিষয়ক জ্ঞান প্রাপ্ত” হতে সাহায্য করতে পারি।—হিতো. ২:৫; ১ করি. ৯:২৩.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১, ২. ব্যস্ত লোকেদের সাহায্য করার জন্য আমরা কীভাবে একটা বাইবেল অধ্যয়ন কার্যক্রমকে হয়তো খাপ খাইয়ে নিতে পারি?
৩. প্রথম সাক্ষাতেই কেন বাইবেল অধ্যয়নের একটা নমুনা দেখাবেন এবং কীভাবে তা করা যেতে পারে?
৪. পুনর্সাক্ষাৎ করার সময় কীভাবে আমরা দরজায় দাঁড়িয়েই একটা বাইবেল অধ্যয়ন শুরু করতে পারি?
৫, ৬. (ক) কেন কেউ কেউ টেলিফোনে অধ্যয়ন করা বেছে নিতে পারে? (খ) টেলিফোনে অধ্যয়ন করার প্রস্তাব দেওয়ার সময় আমরা কোন পদ্ধতি ব্যবহার করতে পারি?