ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০১ পৃষ্ঠা ৪
  • আপনার অভ্যাস কী?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার অভ্যাস কী?
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • একে অন্যকে উৎসাহ দিন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০১ পৃষ্ঠা ৪

আপনার অভ্যাস কী?

১ খ্রীষ্টীয় সভাগুলো যিহোবার উপাসনার এক অপরিহার্য অংশ। তাই প্রেরিত পৌল আমাদেরকে সঠিকভাবেই পরামর্শ দেন যেন আমরা সভায় মিলিত হওয়া পরিত্যাগ না করি “যেমন কাহারও কাহারও অভ্যাস।”​—⁠ইব্রীয় ১০:⁠২৫.

২ খ্রীষ্টীয় সভাগুলোতে আপনার ভাইবোনদের সঙ্গে মেলামেশা করা সম্বন্ধে আপনিও কি তা-ই মনে করেন? এই বিষয়ে আপনার অভ্যাস কী প্রকাশ করে? মণ্ডলীর বই অধ্যয়ন সহ আপনি কি সব সভাগুলোতে নিয়মিত আসেন নাকি আপনার মনে হয় যে অভ্যাসবশত আপনি সভাগুলো বাদ দেন? আপনার জীবনে সভাগুলোর স্থান কোথায়? সভাগুলোতে নিয়মিত আসার জন্য আপনি কি অন্যদেরকে উৎসাহিত করেন? স্মরণার্থক সভায় যারা আসেন, আপনি কি তাদেরকে প্রতিটা সভায় আসার জন্য উৎসাহিত করেন?

৩ আমাদের দৈনন্দিন কাজকর্ম যাই থাকুক না কেন, পৌলের উপদেশের গুরুত্বকে আমরা উপেক্ষা করতে পারি না। এ কথা ঠিক যে, শরীর ভাল না থাকায় অথবা নিয়ন্ত্রণের বাইরে কোন পরিস্থিতির কারণে একজন খ্রীষ্টান হয়তো কখনও কখনও কোন একটা সভায় আসতে পারেন না কিন্তু এটা যেন তার অভ্যাসে পরিণত না হয়। (রোমীয় ২:২১) একজন খ্রীষ্টানের ঐশিক কাজকর্ম সহ অন্য আরও অনেক কাজ থাকে কিন্তু তারপরও বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে তার খেয়াল রাখা দরকার। (ফিলি. ১:১০) একজন খ্রীষ্টানের জন্য যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে সভাগুলো রয়েছে আর আমাদের আধ্যাত্মিক মঙ্গলের জন্য এগুলো খুবই জরুরি।

একে অন্যকে উৎসাহ দিন

৪ পৌল যখন রোমীয়দেরকে চিঠি লিখেছিলেন, তিনি বলেছিলেন যে তাদেরকে তার খুবই দেখতে ইচ্ছে হচ্ছে। কেন? তাদেরকে কিছু আত্মিক বর দেওয়ার জন্য, যাতে তারা ‘স্থিরীকৃত হয়।’ (রোমীয় ১:১১) তার মনে হয়েছিল যে মেলামেশা করা খুবই জরুরি, হ্যাঁ, খুবই দরকার, কারণ তিনি বলে চলেন: “তোমাদিগতে আমি আপনিও সঙ্গে সঙ্গে আশ্বাস পাই।” অথবা যেমন রেফারেন্স বাইবেলের পাদটীকা বলে: “একসঙ্গে উৎসাহ পাওয়া।” (রোমীয় ১:​১২) পৌল একজন প্রেরিত হয়েও খ্রীষ্টীয় মেলামেশার মাধ্যমে উৎসাহ পাওয়ার প্রয়োজন অনুভব করেছিলেন।

৫ একইভাবে, আমাদের সভাগুলোতে পরস্পরকে ভালবাসতে ও ভাল কাজ করতে একে অন্যকে প্রেরণা দেওয়া উচিত। হাসিমুখে আন্তরিক সম্ভাষণ জানালে তা অন্যদের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সভায় গঠনমূলক উত্তর দেওয়া, সভার কার্যক্রম ভালভাবে তৈরি করা, অন্যদেরকে আধ্যাত্মিক দিক দিয়ে উন্নতি করতে দেখা আর সভাগুলোতে ভাইবোনদের মাঝে থেকে অনেক উৎসাহ পাওয়া যেতে পারে। এমনকি দিনের শেষে আমরা যদি ক্লান্তও হয়ে পড়ি, তবুও সাধারণত দেখা যায় যে সভায় উপস্থিত হওয়ার পর আমাদের অনেকটা ভাল লাগে। খ্রীষ্টীয় বন্ধুত্ব এবং ভাইবোনেরা আমাদের প্রতি যে প্রেম দেখান, তা আমাদেরকে ‘ধৈর্য্যপূর্ব্বক আমাদের সম্মুখস্থ ধাবনক্ষেত্রে দৌড়াইতে’ উৎসাহ দেবে। (ইব্রীয় ১২:⁠১) মনোযোগ দিয়ে ঈশ্বরের বাক্য শুনে আমরা অটল থেকে আমাদের আশা সম্বন্ধে লোকেদের কাছে ঘোষণা করার জন্য তৈরি হতে পারি। সত্যিই, সভাগুলোতে উপস্থিত থেকে আমরা অনেক আশীর্বাদ পাই।

৬ এখন আগের চেয়ে আরও বেশি করে আমরা আমাদের বিশ্বাসকে দৃঢ়ভাবে ধরে রাখব এবং ভালবাসতে ও ভাল কাজ করতে একে অন্যকে প্রেরণা দেব। সভায় না আসাকে আমরা আমাদের অভ্যাসে পরিণত করতে চাই না। স্মরণার্থক সভায় যারা আসেন তাদের সহ অন্যদেরকে নিয়মিত সভাগুলোতে আসতে উৎসাহ দেওয়া ও সাহায্য করার জন্য আমাদের পুরোদমে চেষ্টা করা উচিত। এভাবে আমরা অন্যদের প্রতি আমাদের ভালবাসা ও খ্রীষ্টীয় সভাগুলোর জন্য আমাদের উপলব্ধি দেখাব।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার