যে-কারণে আমরা আমাদের সমগ্র ভ্রাতৃবর্গ-কে প্রেম করি
আজকের প্রেমহীন জগতে, কীভাবে আমরা আমাদের আত্মিক ভাইদের প্রতি প্রেম দেখিয়ে যেতে পারি? (১ পিতর ২:১৭) কীভাবে আমরা অন্যদের দেখাতে পারি যে, আমাদের আন্তরিক, বিশ্বব্যাপী ভ্রাতৃসমাজ সত্যিই রয়েছে? (মথি ২৩:৮) আমাদের সমগ্র ভ্রাতৃবর্গ (ইংরেজি) ভিডিওটা ব্যবহার করে। কেন আমরা একে অপরকে ভালবাসি এটা তার কারণগুলো দেখায়। দেখুন এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিতে পারেন কিনা:
(১) আমাদের বিশ্বব্যাপী ভ্রাতৃসমাজের সঙ্গে সাধারণভাবে কোন্ তিনটে কাজে আমরা অংশ নিয়ে থাকি? (২) আমাদের ভাইয়েরা (ক) আলাস্কার প্রান্তরে, (খ) ইউরোপের বড় বড় বন্দরগুলোতে এবং (গ) পেরুর ঘন জঙ্গলগুলোতে প্রচার করার জন্য কীভাবে তাদের দৃঢ় সংকল্প দেখিয়ে যাচ্ছেন? (৩) বিশেষভাবে কোন্ জিনিসটা সাক্ষ্যদানের একটা কার্যকারী হাতিয়ার? (৪) কেন আমাদের কখনও মনে করা উচিত নয় যে, প্রচার হল কেবল সাধারণ একটা কাজ? (৫) বিভিন্ন দুর্যোগের—ভূমিকম্প, হ্যারিকেন এবং গৃহযুদ্ধগুলোর সময়ে যিহোবার সাক্ষিরা যেভাবে একে অপরকে সান্ত্বনা দিয়েছেন ও সাহায্য করেছেন তার কয়েকটা উদাহরণ দিন। (১৯৯৫ সালের ২২শে আগস্ট সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ২৩ পৃষ্ঠায় টাকায়োর এবং ১৯৯৬ সালের ২২শে অক্টোবর সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ২০ পৃষ্ঠায় কোটোয়োর মন্তব্য দেখুন।) (৬) কোন্ ব্যবহারিক উপায়গুলোর দ্বারা আমরা সকলে আমাদের খ্রীষ্টীয় ভ্রাতৃসমাজের মহান শনাক্তিকরণ চিহ্নটা দেখাতে পারি? (যোহন ১৩:৩৫) (৭) মণ্ডলীর সভাগুলোকে আমাদের কতটা মূল্য দেওয়া উচিত? (৮) যাদের আগে কিংডম হল ছিল না তাদের একটা কিংডম হল থাকা, যেখানে আমরা সবাই মিলিত হই কীরকম প্রভাব ফেলে? (৯) নিষেধাজ্ঞার সময় কীভাবে পূর্ব ইউরোপ ও রাশিয়াতে আমাদের ভাইয়েরা আধ্যাত্মিকভাবে বেঁচে ছিলেন? (১০) এমনকি এখনও, অনেক সাক্ষিরা সম্মেলনগুলোতে যোগ দেওয়ার জন্য কোন্ অসাধারণ প্রচেষ্টা করে থাকেন এবং কেন? এটা কীভাবে আপনাকে উৎসাহিত করেছে? (১১) আপনি কেন একত্রে উপাসনা করতে, দরকারের সময়ে অন্যদের সাহায্য করতে এবং যখন ও যেরকমভাবে পারেন বিশ্বস্ততার সঙ্গে প্রচার করতে সংকল্পবদ্ধ? (১২) যতজন আগ্রহী ব্যক্তিকে সম্ভব এই ভিডিওটা দেখানো কেন ভাল হবে?