ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০৩ পৃষ্ঠা ৩
  • অন্যদের বিশুদ্ধ ওষ্ঠ শিক্ষা দিন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অন্যদের বিশুদ্ধ ওষ্ঠ শিক্ষা দিন
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি সাবলীলভাবে ‘বিশুদ্ধ ওষ্ঠে’ কথা বলছেন?
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বিশুদ্ধ ওষ্ঠের মাধ্যমে এক হোন
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বিশুদ্ধ ওষ্ঠে কথা বলুন ও চিরকাল বেঁচে থাকুন!
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ‘সমস্ত পৃথিবীতে এক ভাষা ছিল’
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
আরও দেখুন
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০৩ পৃষ্ঠা ৩

অন্যদের বিশুদ্ধ ওষ্ঠ শিক্ষা দিন

১ অনেক ‘জাতি, বংশ, প্রজাবৃন্দ ও ভাষা’ থেকে আসা সত্ত্বেও, যিহোবার সাক্ষিরা একতাবদ্ধ লোক, এক প্রকৃত আন্তর্জাতিক ভ্রাতৃসমাজ। (প্রকা. ৭:⁠৯) আজকের বিভক্ত জগতে সেটা লক্ষণীয়। এটা কীভাবে সম্ভব? কারণ আমাদের “বিশুদ্ধ ওষ্ঠ” দেওয়া হয়েছে।​—⁠সফ. ৩:⁠৯.

২ বিস্ময়কর প্রভাবগুলো: বিশুদ্ধ ওষ্ঠ কী? এটা হল যিহোবা ও তাঁর উদ্দেশ্যগুলো সম্বন্ধে ঈশ্বরের বাক্যে পাওয়া সত্য সম্পর্কে সঠিক বোধগম্যতা, বিশেষ করে ঈশ্বরের রাজ্য সম্বন্ধীয় সত্য। যিশু যেমন ভবিষ্যদ্বাণী করেছেন, এই সত্য এক পার্থিব দৃশ্যত মাধ্যম “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” দ্বারা বিতরণ করা হচ্ছে আর এর ফলে “জাতিগণের সর্ব্বভাষাবাদী” লোকেরা সত্য উপাসনাকে গ্রহণ করছে।​—⁠মথি ২৪:৪৫; সখ. ৮:⁠২৩.

৩ লোকেরা যখন বিশুদ্ধ ওষ্ঠ শেখে, তখন তারা তাদের জীবনকে যিহোবার মানগুলোর উপযোগী করার জন্য অনুপ্রাণিত হয়। তারা “এক মনে ও এক বিচারে পরিপক্ব” হতে শেখে। (১ করি. ১:১০) এ ছাড়া, ঐশিক শিক্ষা তাদের মধ্যে ন্যায্য আচরণ এবং নিরাময়, সত্য বাক্য উৎপন্ন করে, বিশেষ করে অন্যদের সুসমাচার জানানোর সময়। (তীত ২:​৭, ৮; ইব্রীয় ১৩:১৫) এই চমৎকার পরিবর্তনগুলো যিহোবাকে সম্মান করে।

৪ উদাহরণ হিসেবে, একজন ব্যক্তির কাছে সুসমাচার নিয়ে যাওয়া হয়েছিল যার অনেক প্রশ্ন ছিল, যেগুলোর সব উত্তরই তাকে বাইবেল থেকে দেওয়া হয়েছিল। তিনি যা শুনেছিলেন, সেটার দ্বারা মুগ্ধ হয়ে তিনি সপ্তাহে দুবার অধ্যয়ন করতে এবং সভাগুলোতে যোগ দিতে শুরু করেন। কিংডম হলে উষ্ণ অভ্যর্থনা পেয়ে তিনি অবাক হয়ে যান কারণ উপস্থিত ব্যক্তিদের মধ্যে অনেকে অন্য জাতির ছিল। অল্প সময়ের মধ্যে তিনি ও তার স্ত্রী তাদের জীবনে অনেক পরিবর্তন করেন ও বাপ্তিস্ম নেন। সেই সময় থেকে তিনি প্রায় অন্য ৪০ জন ব্যক্তিকে যিহোবাকে সেবা করতে সাহায্য করেছেন, যাদের মধ্যে পরিবারের বেশ কিছু সদস্যও রয়েছে। অক্ষমতা সত্ত্বেও, তিনি সম্প্রতি অগ্রগামীর কাজ শুরু করেছেন।

৫ অন্যদের শিক্ষা দেওয়া: জগতের ঘটনাগুলো অনেক সৎ লোকেদের তাদের চিন্তাভাবনা ও জীবনযাপন আবারও পরীক্ষা করে দেখতে বাধ্য করছে। যিশুর মতো, আমাদের তাদেরকে সাহায্য করার ইচ্ছা থাকা উচিত। কার্যকারী পুনর্সাক্ষাৎ এবং বাইবেল অধ্যয়ন আন্তরিক ব্যক্তিদের বিশুদ্ধ ওষ্ঠ শিখতে সাহায্য করার এক মূল চাবি।

৬ ব্যস্ত লোকেদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে যে-উপস্থাপনাটি কার্যকারী বলে প্রমাণিত হয়েছে তা হল, তাদের দরজায় দাঁড়িয়েই সংক্ষেপে বাইবেল অধ্যয়ন পরিচালনা করা। (km-BE ৫/০২ পৃ. ১) আপনি কি এটা কখনও চেষ্টা করে দেখেছেন? পুনর্সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হওয়ার সময়, ২০০২ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট থেকে গৃহকর্তার জন্য উপযুক্ত একটা উপস্থাপনা বেছে নিন। এই ইনসার্টের অনেকগুলো উপস্থাপনা সরাসরি চান ব্রোশার অথবা জ্ঞান বই আলোচনা শুরু করার জন্য তৈরি করা হয়েছে। উপস্থাপনাটা অভ্যাস করুন, যাতে আপনি ভূমিকা থেকে সহজেই অনুচ্ছেদগুলোর যেকোনো একটা আলোচনায় চলে যেতে পারেন। পড়া ও আলোচনার জন্য অনুচ্ছেদ থেকে একটা বা দুটো শাস্ত্রপদ বেছে নিন এবং একটা প্রশ্ন তৈরি করে রাখুন, যেটা দিয়ে আলোচনা শেষ করবেন। সেটা পরের সাক্ষাতে আপনি যে-অনুচ্ছেদটি আলোচনা করার পরিকল্পনা করেছেন, তা শুরু করতে সাহায্য করবে।

৭ বিশুদ্ধ ওষ্ঠ শেখার ফলে যিহোবার লোকেরা অনেক আশীর্বাদ উপভোগ করছে। আমরা যেন ‘সদাপ্রভুর [“যিহোবার,” NW] নামে ডাকিতে’ এবং ‘একযোগে তাঁহার আরাধনা করিতে’ প্রাণপণে অন্যদের সাহায্য করি।​—⁠সফ. ৩:⁠৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার